রাজশাহীতে কোরবানির হাট কাঁপাতে আসছে হামজা ১ ও হামজা ২
১৭ জুন ২০২৩, ১১:৩২ পিএম | আপডেট: ১৮ জুন ২০২৩, ১২:০২ এএম
কোরবানির ঈদকে সামনে রেখে এখন আলোচনার মূল বিষয় বড় আকারের ষাঁড় গরু। রাজশাহী গোদাগাড়ীর সারাংপুর মহল্লায় অবস্থিত মাস্টার এগ্রো ফার্ম। শারোওয়ার জাহান নামের এক খামারী কোরবানির বাজারে বিক্রির জন্য ২টি ষাঁড় দু’টি প্রস্তুত করেছেন। তিনি তাদের আদর করে নাম দিয়েছেন, হামজা-১ ও হামজা-২ দেখতে প্রতিদিন দর্শনার্থী ও ক্রেতারা আসছেন তার বাড়িতে। কেউ সরাসরি দেখতে, সেলফি তুলতে, কেউবা কেনার জন্য।
খামারির তথ্য মতে, হামজা-১ ও হামজা-২ ওজন প্রায় ৪০ থেকে ৪৫ মণ করে হবে। কালো রংয়ের। দুইটি ষাঁড়ের দাম হাকালেন ৩০ লাখ টাকা। এদের প্রতিদিনের খাবারের তালিকায় রয়েছে ঘাস, গমের ভূসি, ভুট্টার গুড়া, খৈল ও নিজস্ব জমিতে ঘাস ইত্যাদি। মোটা-তাজা করণের জন্যও কোন ফিড কিংবা মেডিসিন প্রয়োগ করা হয়নি। আকৃতি বড় ও সৌন্দর্য নজর কেড়েছে সবার। গরুর মালিকের দাবি, এটিই এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু। কেউ কেনার আশায় দেখতে আসছেন, আবার অনেকে শুধু এত বড় ষাঁড় ২টি সামনাসামনি দেখার জন্যই আসছেন, কেউবা সেলফি তুলতে। তবে এ ষাঁড় দু’টি সম্পূর্ণ দেশি গাড়ীর পেট থেকে সংগ্রহ করা হয়। খামারী শারোওয়ার জাহান বলেন, স্থানীয় বাজার থেকে ও বাড়ির গাভী থেকে ২০১৯ সালের শুরুর দিকে ১ লাখ ১০ হাজার টাকায় একটি ষাঁড় ক্রয় করেন। আদর-যতœ দিয়ে এ ষাঁড় দু’টিকে লালন পালন করেন তিনি।
স্থানীয়রা জানান, গ্রাম অঞ্চলে মূলত এত বড় ষাঁড় সচারচার দেখা যায়না। ষাঁড় দু’টিকে ওই খামারী সন্তানের মত লালন পালন করে এত বড় করেছেন। কোরবানীর বাজারে কাঙ্খিত দামে বিক্রি করতে পারলে আর্থিকভাবে সে লাভবান হবেন, আগামীতে সে আরও বেশি করে ষাঁড় লালনপালন করবেন এবং তাকে দেখে অনেকে ষাড় পালনে আগ্রহী হবেন। বাহারি নামের বিরাট আকারের এই ষাঁড় নিয়ে উৎসাহী আশপাশের এলাকার মানুষ। দূর থেকে দেখতে আসা মো. মামুন বলেন, ‘আমি কখনও এত বড় ষাঁড় দেখিনি। গ্রামের মধ্যেই এতবড় ষাঁড় পালন করে এইটা ফেইসবুকে দেখে বাস্তবে দেখতে আসলাম। তাই একটা সেলফিও নিলাম। মাসুম বলেন, ‘সব সময় টিভিতে দেখি, বড় বড় গরু কোরবানির হাটে ওঠে। আজ বাস্তবে দেখলাম।
উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রিপা রানী দাস বলেন, তার পরিশ্রমকে আমরা সাধুবাদ জানাই। তাকে অনুসরণ করে যারা পশু পালনে আগ্রহী হচ্ছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ