মণিপুরে ক্ষমতাসীন বিজেপি নেতাদের টার্গেট করছে ক্ষুব্ধ জনতা
১৮ জুন ২০২৩, ১০:৫৭ পিএম | আপডেট: ১৯ জুন ২০২৩, ১২:০১ এএম
মণিপুরে নিভতেই চাইছে না অশান্তির আগুন। বিগত এক মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণের দাবি ও তার বিরোধিতা নিয়ে জনজাতিগুলির মধ্যে সংঘর্ষ লেগেই রয়েছে। শুক্রবারও রাজ্যে নতুন করে অশান্তি ছড়ায়। কারফিউ জারি থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় জমায়েত ও সংঘর্ষের খবর মেলে। ক্রমে শাসক দল বিজেপি সেখানে ক্ষুব্ধ কুকি সম্প্রদায়ের আক্রমণের নিশানা হয়ে উঠছে।
শনিবার রাজধানী ইম্ফলে এক বিজেপি বিধায়কের বাড়ি পুড়িয়ে দেয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুড়িয়ে দেয়া হয় একটি খাদ্য গুদাম। রাজ্য সরকার এখনও ১১টি জেলায় কারফিউ জারি রেখেছে। ইন্টারনেট পরিষেবাও বন্ধ। এদিকে, বিজেপি সরকার কয়েকদিনের মধ্যেই উত্তপ্ত পরিস্থিতি ও অশান্তি নিয়ন্ত্রণে আনতে না পারলে, জোট ভেঙে দেয়ারও হুমকি দিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি। শনিবার ইম্ফল শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং বিজেপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার চেষ্টা ঘটনায় দুইজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। পৃথক ঘটনায়, মণিপুরের বিষ্ণুপুর জেলার কোয়াকতা এবং চুরাচাঁদপুর জেলার কাংভাইয়ে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বন্দুক যুদ্ধ চলে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে। রাজধানী ইম্ফল পশ্চিমের ইরিংবাম থানা থেকে অস্ত্র লুট করার চেষ্টা হয়। তবে নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের মুখে সে চেষ্টা ব্যর্থ হয়। গত মাসে গোলমাল শুরুর পর থানা এবং পুলিশ ব্যারাক থেকে প্রায় চার হাজার অস্ত্র, বিপুল গলা বারুদ লুট করে বিক্ষোভকারীরা। এখনও পর্যন্ত তারমধ্যে আটশো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।
সরকারি সূত্রের খবর, বিক্ষোভকারীদের উগ্র মনোভাব আঁচ করে রাজধানী ইম্ফলের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং মণিপুর র্যাপিড অ্যাকশন ফোর্স দিনেও টহল দিচ্ছে শহরে। সরকারি সূত্রে জানানো হয়েছে, শুক্রবার রাতে ইম্ফলে প্রায় হাজার জনতা এক বিজেপি বিধায়কের বাড়ি ঘিরে ফেলে আগুন দেয়ার চেষ্টা করে। মণিপুর পুলিশের তৎপরতায় জনতাকে ছত্রভঙ্গ করে দেয়া সম্ভব হয়। তারা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে দুজন বিজেপি ও একজন কংগ্রেস বিধায়কের বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। তাদের অন্যতম হলেন কেন্দ্রের পররাষ্ট্রপ্রতিমন্ত্রী আরকে রঞ্জন। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে আর একদল জনতা মধ্যরাতে সিনজেমাইতে বিজেপি অফিস ঘেরাও করে। তবে সেনাবাহিনী এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পার্টি অফিসের কোনও ক্ষতি হয়নি। অন্যদিকে, শুক্রবার মধ্যরাতেই ইম্ফলের পোরামপেটের কাছে বিজেপির মহিলা শাখার সভানেত্রী শারদা দেবীর বাড়িতে একদল লোক ভাঙচুর করার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ছত্রভঙ্গ করতে সক্ষম হয়।
শুক্রবারই এক অবসরপ্রাপ্ত আইএএস অফিসারের বাংলো লাগোয়া একটি গুদাম বিক্ষোভকারীদের আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় গুদামে আগুন দেয়ার পরে ক্ষিপ্ত জনতার সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সঙ্গর্ষ হয়। হামলাকারীরা ওয়াংখেই, পোরোম্পট এবং থাঙ্গাপাট এলাকায় রাস্তার মাঝখানে টায়ার এবং বর্জ্য পুড়িয়ে সেটিতে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে রাজধানী শহরে যানবাহনের তীব্র সমস্যা চলছে। সূত্র : টিওআই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ