দুই সিটিতেই নৌকার জয়
২১ জুন ২০২৩, ১০:৪৫ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১২:০০ এএম
রাজশাহী ও সিলেট সিটি কপোর্রেশন নির্বচানে মেয়র পদে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। রাজশাহী সিটি কর্পেরশেন নির্বাচনে তৃতীয় বারের মত বিপুল ভোটে মেয়র নির্বাচিত হলেন খায়রুজ্জামান লিটন। সিলেট নতুন নগরপিতা এখন আনোয়ারুজ্জামান চৌধুরী। রাজশাহীতে শিল্পকলা একাডেমীতে ঘোষিত ফলাফল অনুযায়ী ১৫৫ কেন্দ্রের মধ্যে ১৫৫টি কেন্দ্রেই লিটনের নৌকা মার্কা পেয়েছে ১ লাখ ৫৯ হাজার সাতশত সাতানব্বই ভোট। আর ভোট না করেও হাতপাখা পেয়েছেন ১৩,৩৯৩ ভোট। ত্রিশটি ওয়ার্ডের কাউন্সিলর পদে পুরানোদের আধিক্য বেশি। ছয়টি নতুন মুখ এসেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন যারা। এর মধ্যে নির্বাচন কমিশন সূত্রে পাওয়া নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে রজব আলী, ২ নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৩ নং ওয়ার্ডে কামাল হোসেন, ৪ নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম বাবু, ৫ নং ওয়ার্ডে কামরুজ্জামান কামরু, ৬ নং ওয়ার্ডে নুরুজ্জামান টুকু, ৭ নং ওয়ার্ডে মতিউর রহমান মতি, ৮ নং ওয়ার্ডে জানে আলম খান জনি, ৯ নং ওয়ার্ডে রাসেল জামান, ১০ নং ওয়ার্ডে আব্বাস আলী সরদার, ১১ নং ওয়ার্ডে আবু বক্কর কিনু , ১২ নং ওয়ার্ডে শরিফুল বাবু, ১৩ নং ওয়ার্ডে মোঃ আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন আনার, ১৫ নং ওয়ার্ডে আব্দুল সোবহান লিটন, ১৬ নং ওয়ার্ডে বেল্লাল আহমেদ, ১৭ নং ওয়ার্ডে আলহাজ্ব শাহাদত আলী সাহু , ১৮ নং ওয়ার্ডে মোঃ শহিদুল ইসলাম, ১৯ নং ওয়ার্ডে তহিদুল হক সুমন, ২০ নং ওয়ার্ডে মো: রবিউল ইসলাম, ২১ নং ওয়ার্ডে মো: নিজাম উল আযীম, ২২ নং ওয়ার্ডে আব্দুল হামিদ সরকার, ২৩ নং ওয়ার্ডে মাহতাব হোসেন চৌধুরী, ২৪ নং ওয়ার্ডে আরমান আলী, ২৫ নং ওয়ার্ডে আলি আল মাহমুদ লুকেন, ২৬ নং ওয়ার্ডে আখতারুজ্জামান কোয়েল, ২৭ নং ওয়ার্ডে মনিরুজ্জামান মনি, ২৮ নং ওয়ার্ডে আশরাফুল হোসেন বাচ্চু, ২৯ নং ওয়ার্ডে জাহের হোসেন সুজা, ৩০ নং ওয়ার্ডে মো. আলাউদ্দিন। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হয়েছে। সকালে উপশহর স্যাটেলাইট স্কুলে ভোট দেন আ. লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। আর জাকের পার্টির লতিফ আনোয়ার সুপ্ত ভোট দেন মুসলিম হাইস্কুলে। জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন আটকষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। নির্বাচনের দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল দুপুরে নগরীর ৪ নম্বর ওর্ডারে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষে ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় এক পক্ষ আরেক পক্ষের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। রাজশাহী সিটি নির্বাচনে এক ভোটকেন্দ্রে গোপণ কক্ষে একাধিকবার এক মহিলা প্রবেশ করায় তিনদিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে তালাইমারীর দারুল উলুম আলিম মাদরাসায় এ ঘটনা ঘটে।
এদিকে, সিলেট নগরপিতা এখন আনোয়ারুজ্জামান চৌধুরী। সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বড় ব্যবধানে জয়লাভ করে ১০ বছর পর নগর ভবনে নৌকাকে চালকের আসনে বসালেন আনোয়ারুজ্জামান চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩২১ ভোট। ৬৮ হাজার ২৯৩ হাজার ভোটের ব্যবধানে নজরুল ইসলাম বাবুলকে হারিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। নির্বাচনে ৪৭ ভাগ ভোটার উপস্থিত ছিলেন। সিসিক নির্বাচনের ভোট গ্রহণ গতকাল সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণের সময় বিকাল ৪টা পর্যন্ত থাকলেও কয়েকটি কেন্দ্রের ভেতরে ভোটারদের লাইন থাকায় ৪ টার পরে আরো কিছুক্ষণ ভোট গ্রহণ করা হয়। এবার মেয়র পদে ৮ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছে। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ ছিল ১ হাজার ৩৬৪টি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ