ঈদ যাত্রায় ফিটনেসবিহীন বাস নয়
২১ জুন ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১২:০০ এএম
ঈদ উপলক্ষে প্রতি বছরই রাস্তায় নামানো হয় ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় বাস। এসব বাসে যাত্রী পরিবহন করা হয়। নেয়া হয় স্বাভাবিক ভাড়ার চেয়ে বেশি ভাড়া। ফিটনেসবিহীন এইসব বাসে যাতায়াতের সময় ঘটে দুর্ঘটনা। নানা দিক বিবেচনা করে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা শহরের লক্কড়-ঝক্কড় কোনো বাস দূরপাল্লার রুটে রিজার্ভে পাঠানো যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমনায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
সভায় বেশকিছু সিদ্ধান্ত নেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এর মধ্যে রয়েছে- ঈদে বকশিশ ও শ্রমিকদের বেকার ভাতার নামে অতিরিক্ত কোনো টাকা আদায় করা যাবে না, যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানো ও ড্রাইভারের অনুপস্থিতিতে হেলপার দিয়ে গাড়ি চালানো যাবে না, বাস টার্মিনালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকারের পাশাপাশি প্রতিটি টার্মিনালে বিশেষ করে সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিক সমন্বয়ে একটি ভিজিল্যান্স কমিটি গঠনের সিদ্ধান্ত।
ঈদযাত্রায় সিটি সার্ভিস বাস ঢাকার বাইরে গেলেই রুট পারমিট বাতিলের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। এসব বাস দূরপাল্লায় গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। গতকাল বুধবার তিনি এ তথ্য জানান।
এনায়েত উল্যাহ বলেন, বিভিন্ন পরিবহন যেমন প্রজাপতি পরিবহন, নিউ পল্লবী এক্সপ্রেস, কনক পরিবহন গাবতলী-মিরপুর-১-মিরপুর ১০-কালশী-কুড়িল বিশ্বরোড-এয়ারপোর্ট-উত্তরা-আব্দুল্লাহপুর রুটে চলাচল করে। এমন অনেক সিটি সার্ভিস ঈদের আগে যাত্রী নিয়ে রংপুর-কুড়িগ্রামসহ ঢাকার বিভিন্ন প্রান্তে যায়। ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, এবার ঈদে সিটি সার্ভিস বাস দূরপাল্লায় গেলেই তাদের বিরুদ্ধে রুট পারমিট বাতিলের সুপারিশসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ পরিবহন নেতা বলেন, আমরা সংশ্লিষ্টরা মিটিংয়ে বসেই এমন সিদ্ধান্ত নিয়েছি। ঢাকার চেকপোস্টে সিটি সার্ভিস বাসগুলো দূরে কোথাও গেলে আটকে দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হবে। ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ভাড়া বাড়বে না। কোনো যাত্রীই নেই। এখনো অনেক গাড়ি খালি যাচ্ছে। বাড়তি ভাড়া কীভাবে আদায় করছে? এসব খবর সত্য নয়।
এদিকে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কড় যানবাহন চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, দেশে গণপরিবহন সঙ্কটের সুযোগকে কাজে লাগিয়ে, একসঙ্গে লাখো যাত্রী ঈদযাত্রার বহরে পথে নামার সুযোগ লুফে নিতে কতিপয় অসাধু পরিবহন মালিকেরা প্রতি বছর ঈদে ফিটনেসবিহীন বাস ও লঞ্চ রং করে রাস্তায় নামায়। এসব যানবাহন মাঝপথে দুর্ঘটনায় পড়লে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। পথে দীর্ঘ যানজটের ভোগান্তি তৈরি হয়। এছাড়া অতিরিক্ত মুনাফার লোভে একজন চালককে বিশ্রামহীনভাবে ১০-১২ ঘণ্টা যানবাহন চালাতে বাধ্য করায় এবং অদক্ষ চালক দিয়ে আনফিট যানবাহন চালানোয় সড়ক ও নৌ দুর্ঘটনায় প্রতি বছর ঈদে কয়েক শ যাত্রীর প্রাণহানি ঘটে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ মতে, গত বছর ঈদুল আজহায় ৩১৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত এবং ৭৭৪ জন আহত হন। এবারও ঈদযাত্রার বহরে মোটরসাইকেল যুক্ত থাকায় সড়ক দুর্ঘটনা ভয়াবহ হারে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সর্তক করেছে সংগঠনটি। মোজাম্মেল হক বলেন, কিছু অতি লোভী পরিবহন মালিকেরা অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চালাতে মরিয়া হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, ভাড়া নৈরাজ্যকারীদের বিরুদ্ধে সরকার প্রতি বছর ঈদে কাগুজে বাঘের মতো হুঁশিয়ারি উচ্চারণ করলেও দৃষ্টান্তমূলক কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার কারণে এবারের ঈদেও সকল পথে দ্বিগুণ-তিনগুণ অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য হতে পারে।
অতিরিক্ত যাত্রী ও বেশি ভাড়া আদায়ের লোভে প্রতি বছর সড়ক ও নৌ-পথে ফিটনেসবিহীন যানবাহনে যাত্রী বহন, পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন, নৌ পথে পর্যাপ্ত বয়া-বাতি ও জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকায় দূর্যোগপূর্ণ নৌ মৌসুমে নৌ-পথের যাত্রীরা ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই বন্ধে কঠোর নজরদারি রাখারও দাবি জানান তিনি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ