কুড়িগ্রামে বেড়েই চলছে নদীর পানি
২১ জুন ২০২৩, ১০:৪৮ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১২:০০ এএম
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারসহ প্রধান প্রধান নদ-নদীর পনি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল সকালে দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার মাত্র ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে ধরলার পানি তবে কিছুটা কমেছে তিস্তা নদীর পানি। পানি বাড়ায় নদী অববাহিকার চরাঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে বাড়ির চারপাশে পানি উঠে পানিবন্দি হয়ে পড়েছ বিস্তীর্ণ লোকালয়ের মানুষ। পানিতে তলিয়ে গেছে সবজি, আমনের চারাসহ পাট। গত মঙ্গলবার রাত থেকে এ জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত জেলায় ৯৯ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আরও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নদীর পানি আরোও বৃদ্ধি পাওয়ার আশংকা করা হচ্ছে।
পানি বৃদ্ধি পেয়ে ব্রহ্মপুত্র অববাহিকার উলিপুর ও সদর উপজেলার মুসার চর, পুর্ববালাডোবার চর, ফকিরের চর, পোড়ার চরসহ কয়েকটি চরে ঘর-বাড়িতে বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। এছাড়া দুধকুমার নদীর অববাহিকার চরাঞ্চল এবং নিম্নাঞ্চল পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকার সড়ক ও আবাদি জমি তলিয়ে গেছে। কুড়িগ্রামের পাউবো জানায়, প্রধান নদ-নদীগুলোর পনি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে দীর্ঘমেয়াদী বন্যা হওয়ার আশংকা নেই।
কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুল ইনকিলাবকে জানান, বন্যা মোকাবেলার সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জেলায় ৫৪১ মেট্রিক টন চাল, নগদ ১০ লাখ ২১ হাজার টাকা ও শুকনো খাবার মজুদ রয়েছে। যেখানে প্রয়োজন হবে- তাৎক্ষণিকভাবে বিতরণ করা হবে।
এদিকে, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে পানি আবারো বাড়তে শুরু করেছে। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী লোকজন। ইতিমধ্যে তিস্তার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছেন। গতকাল বুধবার বিকেল দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৯৫ সেন্টিমিটার, যা বিপদসীমার দশমিক ২০ সেন্টিমিটার নিচে প্রবাহিত হয়। ভোর ৬টা থেকে তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ডালিয়া পাউবো’র নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা এসব তথ্য জানান।
তিস্তায় পানি বেড়ে যাওয়ায় নীলফামারী জেলার ২টি উপজেলাসহ লালমনিরহাটের পাঁচ উপজেলা এবং রংপুরের ৩টি উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরের বসতবাড়িগুলোতে পানি উঠেছে। এতে ভোগান্তিতে পড়েন এলাকার বাসিন্দারা। রাস্তায় পানি ওঠায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, তিস্তার পানি বেড়ে যাওয়ায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী, কচুয়া, মর্ণেয়া ইউনিয়ন কাউনিয়া ও পীরগাছা উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলসমুহ. নীলফামারী জেলার ডিমলা ও ডোমার লালমনিরহাট জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী ও সদর উপজেলার ফলিমারীর চর খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ড ইউনিয়নের নিম্নাঞ্চলে বানের পানি ঢুকে পড়েছে। এতে প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের সানিয়জান নদী পার হতে গিয়ে রাজু নামের একজন এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছেন। সে উপজেলার দালাল পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। লালমনিরহাটের গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল জানান, ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত