মহাসড়কের পাশে ময়লার ভাগাড়
২১ জুন ২০২৩, ১০:৫১ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১২:০০ এএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কটি। রূপগঞ্জ অংশে প্রায় ২০টি স্পটে মাছের ও সবজির আড়ৎসহ বাসাবাড়ি হাটবাজারের ময়লা ফেলানো হচ্ছে নিত্যদিন। শুধু তাই নয়, ভুলতা ফ্লাইওভারজুড়ে একই অবস্থা। আর এসব ময়লার স্তুপের কারণে দিন দিন পরিবেশ হুমকির মুখে পড়ছে। প্রকাশ্যে দিবালোকে ময়লা ফেলালেও প্রশাসন কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না।
পথে পথে ময়লার ভাগাড় জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। মহাসড়ক দিয়ে চলাচলরত যানবাহনের যাত্রী কিংবা পথচারীদের দুর্গন্ধে নাকে রুমাল চেপে চলতে হয়। রূপগঞ্জ উপজেলার রূপসী, বরপা, বরাব, বিশ্বরোড, ভুলতা, গোলাকান্দাইলসহ বেশকয়েকটি এলাকায় রাস্তার পাশে ময়লা ফেলার কারণে দূষিত হচ্ছে পরিবেশ। ময়লা-আর্বজনা পচেঁ গিয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে।
অভিযোগ রয়েছে, দুই মহাসড়কের দুই পাশের ময়লা পরিষ্কারের নামে অবৈধ দোকানপাট ও হাটবাজার থেকে তোলা হচ্ছে চাঁদা। আর এ চাঁদার টাকা যায় স্থানীয় একটি সিন্ডিকেটের পকেটে। পথচারি ও স্থানীয়রা ময়লা-আবর্জনার ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেও তেমন কোনো কাজ হয় নি। স্থানীয় জনপ্রতিনিধিরা ময়লা পরিষ্কারের নামে কয়েকদিন ফটোশেসন করেই সমাপ্ত। জোরালো পদক্ষেপ না নেয়ায় স্থানীয় এলাকাবাসী ও পথচারিরা ক্ষুব্ধ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ভুলতা ও গোলাকান্দাইল এলাকার বিসমিল্লাহ সবজি আড়ৎ, গাউছিয়া মাছের আড়ৎ, তাঁতবাজার, রেস্টুরেন্ট, ফুটপাত ও মার্কেটগুলোর ময়লা-আবর্জনা নিত্যদিন ভ্যানে করে ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের পাশে ফেলছে। ময়লার ফেলানো বাবদ এখানকার একটি সিন্ডিকেট নিয়মিত চাঁদাও আদায় করছে।
এছাড়াও উপজেলার রূপসী, বরপা, বরাব, বিশ্বরোডসহ যে স্থানগুলোতে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে সেখানে রয়েছে বাস স্টেশন। এ স্টেশনগুলোতে বাস থেকে প্রতিদিন হাজার যাত্রী উঠানামা করেন উঠানামার জন্য ময়লা দূর্গন্ধে যাত্রীদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তবে তারাবো পৌরসভার পরিস্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত কর্মীরা এসব স্থান থেকে ঠিকমত ময়লা-আবর্জনা পরিস্কার করে না বলেও পথচারিরা অভিযোগ করেন। রাস্তার পাশে ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষণের ফলে সাধারণ মানুষ নানা রকম জটিল রোগে আক্রান্ত হচ্ছে।
এশিয়ান হাইওয়ে বাইপাস ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে খাল রয়েছে। কল-কারখানা, হোটেল, বাড়ি ঘরের যত ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতা কর্মীরা অথবা সাধারণ মানুষ ভ্যান গাড়িসহ বিভিন্নভাবে এনে খাল ও রাস্তার পাশে ফেলেন। পরে ময়লাগুলোর মহাসড়কের পাশে এনে রাখা হয়। তবে তারাব পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা রূপসী, বরপা, বিশ্বরোড ও বরাব এলাকার ময়লা কয়েকদিন পরপর ময়লা ট্রাকের মাধ্যমে অন্যত্র নিয়ে গেলেও যতদিনে ময়লা নেওয়া হয় ততদিনে চারদিকে দূর্গন্ধ ছড়িয়ে পড়ে। ময়লার দূর্গন্ধে দূর্বিসহ হয়ে পড়েছে জনজীবন। এতে পথচারিদের যেন দুভোর্গের শেষ নেই। ময়লা আবর্জনাগুলো পচে গিয়ে দূর্গন্ধ্য বাতাসের সাথে মিশে তা পরিবেশ দূষণ করছে এবং পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে। সেইসাথে মহাসড়কের যে স্থানে ময়লা-আবর্জনা ফেলা হয় তার আশপাশে রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছপালা মরে যাচ্ছে। তবে সাধারণ মানুষে দাবি, ময়লা আবর্জনাগুলো মহাসড়কের পাশে বাস স্টেশনের সাথে না ফেলে অন্যত্র কোনো নির্জন স্থানে ফেলা হউক।
উপজেলা অফিস সূত্রে জানা গেছে, গত দুই মাস আগে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় মহাসড়কের দুই পাশে ময়লা আবর্জনার ব্যাপারে পদক্ষেপ নিতে বলা হয়। ওই সভা উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও পাট এবং বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া ও ইউএনও ফয়সাল হকসহ অনেকে। সেখানে ময়লা সড়ানোর ব্যাপারে জনপ্রতিনিধিদের দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পাওয়ার দুই দিন পর গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন ও ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুইয়ার উপস্থিতিতে মহাসড়কের কিছু ময়লা সড়ানোর কাজ শুরু করেন পরিচ্ছন্নকর্মীরা। তবে সেটা সাময়িক কয়েক দিনের জন্য। এতে করে স্থানীয় এলাকাবাসী ও পথচারিরা আরো ক্ষুব্ধ হয়।
গাজীপুরে যাওয়ার পথে সালাউদ্দিন নামের এক পথচারি বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে দীর্ঘ যানজট। আর যানজটের কারণে কোনো যানবাহন আসছে না। যার ফলে আমি গোলাকান্দাইল বাসস্টেশনে অপেক্ষা করছি কিন্তু ময়লা-আবর্জনার পচাঁ দুর্গন্ধে বমি করেছি। আমার মতো আরো অনেকে অসুস্থ্য অনুভব করেছে।
রিনা ইসলাম নামে এক গৃহিনী বলেন, মেয়েদের নিয়ে জলসিড়ি শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের যাওয়ার জন্য ভুলতা-গোলাকান্দাইল এলাকার বাসস্টেশনে অপেক্ষা কেেরত হয়। ময়লার দুর্গন্ধে বাসস্টেশনে দারানো যায় না। অসুস্থ্য হয়ে পড়তে হয়। এগুলো কি দেখার কেউ নেই?
ভুলতা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল আউয়াল বলেন, ময়লার দুর্গন্ধের কারণে ছাত্র-ছাত্রীদেরও সমস্যা হয়। সড়কের দুইপাসসহ ফ্লাইওভারটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সবার জন্য ভালো হতো। এর জন্য জোরালো পদক্ষেপ নেয়া দরকার।
এ বিষয়ে কথা হয় গাউছিয়া মাছের আড়তের সভাপতি নিবা দাসের সঙ্গে, তিনি বলেন, অনেকেইতো ময়লা-আবর্জনা ফেলায়, আমরাও ফেলাই। তবে, দুর্গন্ধ হচ্ছে সত্য। যারা যারা ময়লা-আবর্জনা ফেলায় তাদের ডেকে বিকল্প একটা ব্যবস্থা করা দরকার। আর আমরাতো আমাদের একটি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলাই।
এ ব্যাপারে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন বলেন, কয়েকদিন পরপরই উপজেলা প্রশাসনের উদ্যোগে ভুলতা ও গোলাকান্দাইল এলাকার মহাসড়কের দুইপাশ ও ফ্লাইওভারের নিচে আমরা ময়লা-আবর্জনা পরিষ্কার করাচ্ছি কিন্তু বারবার সতর্ক করার পরও ময়লা-আবর্জনা ফেলানো হচ্ছে। এভাবে ময়লা পরিষ্কার করতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়া কাজের জন্য ইউনিয়ন পরিষদের তেমন কোনো বাজেটও নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক বলেন, আইনশৃঙ্খলা মিটিংয়ে ময়লা-আবর্জনা পরিষ্কারের ব্যাপারে গোলাকান্দাইল ও ভুলতা ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। ময়লা-আবর্জনার বিষয়ে আরো ভালোভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ