নিখোঁজ টাইটানে আশা জাগাচ্ছে প্রাণের লক্ষণ
২১ জুন ২০২৩, ১১:০৩ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১২:০০ এএম
শতাধিক বছর আগে আটলান্টিকে সলিল সমাধি ঘটা ঐতিহাসিক টাইটানিক জাহাজের ভগ্নাবশেষ দেখলে গিয়ে বিপত্তি ঘটে। আস্ত সাবমেরিনই নিখোঁজ হয়ে যায়। ১৮ জুন নিখোঁজ হওয়ার পর মাত্র ৯৬ ঘণ্টার অক্সিজেন মজুত ছিল। আর ১২ ঘণ্টাও বাকি নেই। মেলেনি খোঁজ। আশা জাগাচ্ছে শুধু একটি ‘শব্দ’।
টাইটান নামের ওই সাবমেরিন নিখোঁজ হওয়ার পর উদ্ধারকার্যে নেমেছে মার্কিন উপকূলরক্ষী বাহিনী ও কানাডার একটি উদ্ধারকারী বাহিনী। অবিযানে নেমেছে ফ্রান্সের ডুবোজাহাজও। কিন্তু এখনও স্ট্রং কোনো সূত্র মেলেনি উদ্ধারকারীদের কাছে। শুধু ব্যাঙ্গিং শব্দই একমাত্র ‘ক্লু’। সময় দ্রুত কমে আসছে। উদ্ধারকারী দলের কাছে মস্তবড়ো চ্যালেঞ্জের হয়ে উঠেছে টাইটানের খোঁজ পাওয়া। পাঁচ পর্যটককে নিয়ে ছোটো সাবমেরিন বা সাবমার্সিবলটি আটলান্টিকের অতল তলে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। উদ্ধারকারীরা প্রাথমিকভাবে অনুমান করছে সমুদ্রের প্রায় ১২ হাজার ফুট নীচে অর্থাৎ সাড়ে তিন হাজার মিটারেরও নীচে আটকে রয়েছে সাবমেরিনটি।
রোববার সকালে পৌনে দশটা নাগাদ সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারপর থেকে তিনদিনেরও বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে। কোনো খোঁজ মেলেনি। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে আদৌ কি জীবিত রয়েছেন পাইলট-সহ পর্যটকরা। তবে আশাল বাণী শুনিয়েছেন উদ্ধারকারীরা। উদ্ধারকারীরা আটকে থাকা সাবমেরিনে প্রাণের স্পন্দন পেয়েছেন বলে জানতে পেরেছেন। প্রায় ৩০ মিনিট অন্তর একটি শব্দ পাওয়া যাচ্ছে। সেই শব্দই এখন একমাত্র সোর্স উদ্ধারকারীদের। জানা গিয়েছে সমুদ্রের তলদেশে ঘুটঘুটে অন্ধকার আর কনকনে শীতের মধ্যে চলছে অনুসন্ধান প্রক্রিয়া।
প্রসঙ্গেত উল্লেখ্য, ওশানগেট নামক একটি সংস্থা ১৯১২ সালে আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করে। সেই উদ্দেশে রোববার যাত্রা করেন পাঁচজন। পাইলট ও চার পর্যটকেক সেই অভিযান নামার পৌনে দু-ঘন্টা পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন সাবমেরিনে আটকে থাকা পাঁচজনকে কীভাবে উদ্ধার করা যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে। সাবমেরিনটির অনুসন্ধানের সময় আটলান্টিক মহাসাগরে পানির নীচে সোনার নামক ডিভাইস দ্বারা একটি শব্দ শনাক্ত করেছেন উদ্ধারকারীরা। প্রায় ৩০ মিনিট অন্তর আসা ঠুং শব্দ ধরেই চলছে উদ্ধারকার্য।
পানির নীচে শব্দ শোনার জন্য সোনার ডিভাইস ইনস্টল করা হয়েছিল। এমনকি অতিরিক্ত সোনার ইনস্টল করার পরেই ধাক্কাধাক্কি শোনা যাচ্ছিল। তবে এটি কখন বা কতক্ষণ শোনা গিয়েছিল তা স্পষ্ট নয়। কানাডিয়ান পি-৮ বিমান প্রতি ৩০ মিনিটে ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পায়। মঙ্গলবার রাতে আরেকটি আপডেটে বলা হয়েছে, আরও শব্দ শোনা গেছে। উদ্ধার করতে পানির নীচে রোবোটিক অনুসন্ধান অভিযানও চলছে। শব্দের উৎস অনুসন্ধানের প্রয়াসও চলছে। এখন কত তাড়াতাড়ি সেই উৎস সন্ধান করতে পারেন উদ্ধারকারীরা তার উপরই নির্ভর করবে পর্যটকদের জীবন। সূত্র : সিএনএন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত