বর্ষার শুরুতেই সড়কে দুর্ভোগ
২২ জুন ২০২৩, ১১:০৩ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১১:৫৩ পিএম
চট্টগ্রামে উন্নয়নে ধীরগতি সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি
ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা
বর্ষার শুরুতেই সড়কে নেমে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। উন্নয়ন কাজে ধীরগতি, সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি এবং সংস্কারের অভাবে মহানগরীর ও জেলায় বেশিরভাগ সড়কের অবস্থা এখন বেহাল। সড়কজুড়ে বড় বড় গর্ত, খানাখন্দ। তাতে আটকা পড়ছে যানবাহন, বাড়ছে যানজট, নাকাল হচ্ছে যাত্রীরা। এ অবস্থায় ঈদ যাত্রায় জনভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। বেশিরভাগ এলাকায় পাইলিং ও গার্ডার বসানোর কাজ শেষ হলেও সড়ক রয়ে গেছে ভাঙাচোরা। বিশেষ করে নগরীর নিমতলা বিশ^রোড থেকে ফকিরহাট হয়ে বারিক বিল্ডিং, আগ্রাবাদ, দেওয়ানহাট এবং লালখান বাজার অংশের অবস্থা বেহাল। ফকিরহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত সড়কের দুইপাশে বড় বড় গর্ত। বৃষ্টি হলেই গর্তে পানি জমে ডোবার আকার নিচ্ছে। বন্দরের আমদানি-রফতানি পণ্যবাহি ভারি যানবাহন চলাচল করায় এ সড়কের অবস্থা আরও নাজুক হচ্ছে। যানজট এখন স্থায়ী রূপ নিয়েছে। প্রধান সড়কের ওই অংশে যানজট ছড়িয়ে পড়ছে আশপাশের সড়কেও।
যানবাহন চালকেরা বলছেন, সড়কে সৃষ্ট বড় বড় গর্ত ভরাট করলে এমন দুর্ভোগে পড়তে হতো না। দীর্ঘ কয়েক মাস ধরে ওই অংশে সড়কের বেহাল অবস্থা হলেও নির্বিকার সিডিএ এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রধান সড়কের ইপিজেড থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত অংশে গার্ডার বসানোর কাজ শেষ হয়েছে। কিন্তু একপাশে এখনও নর্দমা নির্মাণের কাজ শেষ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে। সড়কের একপাশে পানি জমে রীতিমত খালের রূপ নিচ্ছে।
বিগত ২০১৯ সালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয়। তিন দফায় সময় এবং বাজেট বাড়িয়ে প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন মাস পর্যন্ত করা হয়েছে। সাড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হলেও সড়কে সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। মহানগরীর ব্যস্ততম মুরাদপুর জংশনের অবস্থাও বেহাল। সিডিএর পানিবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে সেখানে কালভার্ট নির্মাণের কাজ চলছে। দেড় মাসের মধ্যে কাজ শেষ করার টার্গেট ধরা হলেও চার মাসেও কাজ শেষ হয়নি। সড়কের একপাশ বন্ধ রেখে কালভার্ট নির্মাণ করা হচ্ছে।
চট্টগ্রাম মহানগরীর সাথে উত্তর চট্টগ্রামের বিভিন্ন রুটের সাথে সংযোগ সৃষ্টিকারী ওই জংশনে এমন বেহাল অবস্থায় আশপাশের সড়কে যানজট স্থায়ী রূপ নিয়েছে। বন্ধ সড়কের পাশে ফুটওভার ব্রিজ দিয়ে পথচারীদের পার হতে হচ্ছে। সকালে অফিস শুরু এবং বিকেলে ছুটির সময় ফুটওভার ব্রিজকে ঘিরে সেখানে তীব্র জনজটের সৃষ্টি হয়। বৃষ্টি হলে সড়কজুড়ে কাদা পানির প্লাবন দেখা দেয়। তাতে যানবাহন চলাচল ব্যাহত হয়। মহানগরীর আরও কয়েকটি সড়কে চলছে উন্নয়নের খোঁড়াখুঁড়ি। উন্নয়ন কাজের জন্য রাস্তা কাটার পর যথাসময়ে তা ভরাট ও সংস্কার না করায় সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে বেহাল সড়কে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে।
মহানগরীর প্রবেশপথগুলোতে সড়কের অবস্থা আরও বেহাল। সংস্কারের অভাবে সড়কজুড়ে গর্ত। তাতে যানবাহন আটকা পড়ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ এ অঞ্চলের আঞ্চলিক মহাসড়কগুলোর অবস্থাও একই রকম। সড়কের বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়েছে, উঠে গেছে ইট-কংকর। আর ক’দিন পরেই শুরু হবে ঘরমুখো মানুষের যাত্রা। সড়কে বেহালদশায় যানজট এবং যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আলফাডাঙ্গায় চলছে হালি পেঁয়াজ লাগানোর মহোৎসব, শ্রমিকের অভাবে বাড়ছে চাষির খরচ
শ্রীনগরে পুকুর থেকে ভাসমান বৃদ্ধের লাশ উদ্ধার
কলকাতায় দেশদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত থাকা চিন্ময়ের আইনজীবী এবার জাতিসংঘে যাওয়ার হুমকি দিলেন
রোববার হারিছ চৌধুরীর পুনর্দাফন
চলছে বিক্ষোভ, তারেক রহমানকে স্মারকলিপি, জবির অন্যান্য সংগঠনের প্রতিবাদ
চীনে তৈরি হবে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ
কোহলির আরও বড় শাস্তি প্রাপ্য ছিল: পন্টিং
বান্দরবানে আগুন দিয়ে ১৭ ঘর পুড়ে দেয়ার সাথে জড়িত দের ছাড় দেয়া হবে না- পার্বত্য উপদেষ্টা
জাহাজ সেভেন মার্ডারের খুনি ধর্মান্তরিত ইরফানের অজানা কাহিনী
খুলনার তাবলীগ মসজিদ এলাকায় সেনাবাহিনীর টহল
দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? জামায়াত আমীরের প্রশ্ন
ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক
নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া-তারেক রহমানের আইনগত কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
শুরু হয়েছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট, বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম
'কাঠামোর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক উপযোগী করলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারব
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
ভর শীতে ও গারো পাহাড় সীমান্তাঞ্চলের বিলে-ঝিলে দেখা মিলছে না অতিথি পাখির!
এ বছর আর হচ্ছে না বিজিবি-বিএসএফের বৈঠক
দীর্ঘদিন শরীর সুস্থ রাখার উপায়
গফরগাঁওয়ে ভয়াবহ ব্রহ্মপুত্র ট্রেন দুর্ঘটনা: গুরুতর আহত ১