দুদকে যোগ দিলেন কমিশনার আছিয়া খাতুন
০২ জুলাই ২০২৩, ১১:২৪ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত কমিশনার, অবসরপ্রাপ্ত সচিব মোছা: আছিয়া খাতুন যোগদান করেছেন। গতকাল রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে তিনি যোগদান করেন। তিনি বিদায়ী কমিশনার ড. মো: মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হলেন। যোগদানের পরপরই মোছা: আছিয়া খাতুনকে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও কমিশনার (তদন্ত) মো: জহুরুল হক তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় দুদক সচিব মো: মাহবুব হোসেন,মহাপরিচালকগণ,পরিচালক এবং উপ-পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোছা: আছিয়া খাতুন দুর্নীতি দমন কমিশনের প্রথম নারী কমিশনার। কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খানের মেয়াদ গত ১ জুলাই (শুক্রবার) শেষ হয়। তার আগেই গত ১৩ জুন অনুসন্ধান কমিটির সুপারিশক্রমে মোছা: আছিয়া খাতুনকে এ পদে নিয়োগ দেয়া হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৬(১) ধারার বিধান মতে তাকে এ নিয়োগ দেয়া হয়। যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৫ বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্বপালনকালে তিনি দুদক আইনের ১৩ ধারার বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন ও সুবিধাদি প্রাপ্ত হবেন।
এর আগে মোছা: আছিয়া খাতুন গতবছর ৩ জানুয়ারি সরকারের সচিব হিসেবে অবসরে যান। উয় চুয়াডাঙ্গার দর্শনায় ১৯৬৩ সালে জন্ম মোছা: আছিয়া খাতুনের। পড়াশুনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ওই বিশ্ববিদ্যালয়ে তিনি এম.কম (হিসাব বিজ্ঞান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে সন্তানের জননী।
আছিয়া খাতুন ১৯৯১ সালের ২৬ জানুয়ারি বিসিএস (্রপ্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামে যোগদান করেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী ও খুলনাতে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে ও উপ-সচিব থাকাকালীন পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির পরিচালক পদে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের বাইরে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে কাউন্সেলর পদেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির মেম্বার ডিরেক্টিং স্টাফ (এমডিএস) পদে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ৭ জুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব পদে যোগদান করেন মোছা: আছিয়া খাতুন। এ পদ থেকেই ২০২২ সালের ৩ জানুয়ারি তিনি অবসরে যান। তার স্বামী মো: মোকাম্মেল হোসেন বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত।
###
সাঈদ আহমেদ/৩৬০
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
২০২৫ সালে মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজার 'রিকশা গার্ল' সিনেমা
ধামরাইয়ে সাবেক পৌর মেয়র উপজেলা আ' লীগের সাধানর সম্পাদক গোলাম কবির গ্রেফতার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
পাঠ্যপুস্তক থেকে নোংরা শব্দ বাদ দিতে হবে শিক্ষা ব্যবস্থাকে অধিকাংশ মানুষের চেতনার আলোকে সাজাতে হবে
নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত শ্রমিকদল নেতার ৬ দিন পর মৃত্যু
১০ মামলার আসামী সিলেট মহানগর আ‘লীগ নেতা বিজিত গ্রেপ্তার
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি
হিমেলের দুচোখ হারানো মামলা মির্জাপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আল্লাহর একাত্ববাদ কায়েম করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে
কুয়াকাটায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬৭ হাজার জরিমানা
ভ্রমণকারীদের জন্য মেডিকেল ডেবিট কার্ড নিয়ে এল ভিসা ও ব্র্যাক ব্যাংক পিএলসি
সংস্কারবিহীন নির্বাচন দেশে নব্য ফ্যাসিবাদের জন্ম দেবে
নেত্রকোনার পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
আটঘরিয়ায় নারীর মৃতদেহ উদ্ধার
রামপালে ইউপি চেয়ারম্যান নাসির বরখাস্ত
রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান শাখায় অপ্রীতিকর ঘটনা
খুলনা বারের সাবেক সম্পাদক কারাগারে
ঢাকার উদ্দেশে ছেড়ে গেল ‘রূপসী বাংলা’ ট্রেন, উৎফুল্ল যাত্রীরা