শ্বশুরবাড়িতে বেড়াতে এসে বাবা-ছেলের মৃত্যু
০৯ জুলাই ২০২৩, ১১:৩৩ পিএম | আপডেট: ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
নেত্রকোনায়-ময়মনসিংহ সড়কে বাস-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। এছাড়া নিহতের স্ত্রী ও তিন সন্তানসহ ৫ জন আহত হয়েছে। গতকাল রোববার সাড়ে ৪টার দিকে সড়কের সাকুয়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের শাহবাজপুরের কামারউড়া গ্রামের আবুল হাশেম ওরফে আলাউদ্দিন ও তার ছেলে বনি আমিন। আহতরা হলেন- আলাউদ্দিনের স্ত্রী রুবিয়া আক্তার, মেয়ে আয়েশা আক্তার, ফাতেমা আক্তার, ছেলে আদম আলী ও অটোরিকশা চালক।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার শাহবাজপুর উপজেলার কামারউড়া গ্রামের আমজাদ ফকিরের ছেলে আবুল হাশেম ওরফে আলাউদ্দিন তার স্ত্রী ও ২ ছেলে ২ মেয়েকে নিয়ে ময়মনসিংহ থেকে সিএনজি যোগে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় খালু শ^শুরের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। সিএনজিটি বিকাল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজারের কাছে পৌঁছলে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছেলে বনি আমিন নিহত ও অন্যযাত্রীরা মারাত্মক আহত হয়।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পিতা আবুল হাশেম ওরফে আলাউদ্দিনের মৃত্যু হয়। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (নেত্রকোনা সদর সার্কেল) শিবলী সাদিক বলেন, দুঘর্টনা কবলিত বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও সিএনজির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন দুই ভারতীয় নাগরিক। গতকাল দুপুরে কানসাট-চৌডালা সড়কের করিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার মুনসুর আলীর ছেলে জিয়াউর রহমান। আহতরা হলেন- ভারতের মালদা জেলার রাজনগর মডেল মোথাবাড় এলাকার আবদুল খালেক ও তার স্ত্রী সায়েরা বেগম। আহতরা ভারতীয় নাগরিক ও সর্ম্পকে স্বামী স্ত্রী।
পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কানসাট-চৌডালা সড়কের হরিপুর-করিম বাজার এলাকায় একটি সিএনজি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজির তিন যাত্রী ও চালক গুরুতর আহত হন। স্থানীয়রা আহত তিন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুই ভারতীয় নাগরিককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ এ তথ্য জানান, এ ঘটনায় ট্রাক আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা
কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ইয়েমেনে হামলার সময় বিমানবন্দরে ছিলেন ডব্লিউএইচওর প্রধান
ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি
হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন
সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা
টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ
জাহাজে ৭ খুন : লাগাতার কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা
লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং: ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান