শাহজাহানপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
২১ জুলাই ২০২৩, ১১:০২ পিএম | আপডেট: ২২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে অলিউল্লাহ রুবেল (৩৬) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজনীতির পাশাপাশি তিনি এলাকায় ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলবাগ জোয়ারদার লেনে এ ঘটনা ঘটে। স্ত্রী ও এক মেয়েকে নিয়ে জোয়ারদার লেনের ১৫৩/এ নম্বর ভাড়া বাসায় থাকতেন রুবেল। তার বাবার নাম শেখ নবী উল্লাহ খোকন। শান্তিবাগে তাদের নিজেদের বাড়ি রয়েছে। ইন্টারনেট ব্যবসার দ্বন্ধের কারনে এ হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় গতকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
হাসপাতালে রুবেলের ভগ্নীপতি মো. মামুন আহমেদ সিদ্দিকী জানান, রাতে রাজারবাগ থেকে বাসায় ফিরছিলেন রুবেল। পথে ৪-৫ জন তাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুবেলের মাথায়, ডান হাতে, কাঁধে, ডান পায়েসহ সারা শরীরেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে।
তিনি আরও জানান, রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক। বর্তমানে যুবলীগের রাজনীতি করতেন। এলাকায় তার ইন্টারনেট ও ডিমের ব্যবসা রয়েছে। তার স্ত্রী তানজিনা দেয়ান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য। কারা এই হত্যাকা- ঘটিয়েছে তা জানাতে পারেনি স্বজনরা।
শাহজাহানপুর থানার ওসি মো. ফারুকুল আলম জানান, রুবেলের সারা শরীরেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। খুব দ্রুতই ঘাতকদের আইনের আওতায় আনা হবে।
অন্যদিকে হাতিরঝিল থেকে এক অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশের লেকের পানিতে ওই যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবকের আনুমানিক বয়স ২৫ বছর হবে।
তিনি আরও বলেন, লাশের নাম পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া লাশের কোনো দাবিদার পাওয়া যায়নি। আমরা প্রাথমিকভাবে লাশের সুরতহাল শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। যুবকের কীভাবে মৃত্যু হয়েছে এ বিষয়ে আমরা তদন্ত করছি।
লাশের কোনো আঘাতের চিহ্ন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আঘাতের চিহ্ন দেখতে হলে শার্ট প্যান্ট খুলতে হবে। তাই মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে ছিল কালো একটি ফুল হাতা শার্ট ও একটি জিন্স প্যান্ট।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার
১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন
’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়
চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি
দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়
তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি
সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ
ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে
ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক