বিদেশিদের কাছে ধরনা দিয়েও কোনো লাভ হবে না
২২ জুলাই ২০২৩, ১১:৪০ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল মানিকগঞ্জের দুর্গম চরাঞ্চলের নাটাখোলা পুলিশের তদন্ত কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, এদেশের জনগণ সবাইকে চিহ্নিত করেছে। জনগণ ইতোমধ্যে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কোনো ষড়যন্ত্র এখানে কাজ হবে না। বিদেশীদের কাছে ধরনা দিয়েও কোনো লাভ হবে না। দু-একদিনের মধ্যে টের পেয়ে যাবে তারা জনগণ থেকে সরে গিয়েছে।
গতকাল শনিবার মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে মহান মুক্তিযুদ্ধে হরিণা ক্যাম্প ও সুতালড়ি লঞ্চ আক্রমণের ওপর নির্মিত মুরাল উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি এই নির্বাচন কমিশন আমাদের একটি সুন্দর নির্বাচন উপহার দেবেন।
প্রধানমন্ত্রী উন্নয়নের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাঙালি জাতি আলোকিত। আজকে বাংলাদেশ কোথায় থেকে কোথায় গেছে তা দেশের মানুষ ভাল করেই জানেন। আমি সারা বাংলাদেশের খবর জানি তারা আর অন্ধকারে ফিরে যেতে চায় না। তাদের একটাই কথা যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততদিন দেশ আলোকিত থাকবে।
মন্ত্রী বলেন, আমরা মুক্তিযোদ্ধারা যতদিন থাকবো মাথা উঁচু করে থাকবো। এদেশ আমরা স্বাধীন করেছি। এদেশে বঙ্গবন্ধুর ডাকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। যতদিন আমরা মুক্তিযুদ্ধরা থাকবো, মুক্তিযুদ্ধোরা বেঁচে থাকবে। ততদিন আমরা কোনো অন্যায় হতে দিবো না। এখানে ষড়যন্ত্রের মাধ্যমে কোনকিছু হতে দিবো না। আমরা যেন বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকিত বাংলাদেশ দেখতে পারি এবং একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ হবে।
মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি, হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. রেজাউর রহমান খান জানু, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. মমিন উদ্দিনসহ উপজেলার বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় সর্বস্তরের জনগণ।
পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, হরিরামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে প্রায় লক্ষাধিক মানুষ মুল ভূখন্ড থেকে বিছিন্ন। জমি বিরোধসহ নানা কারণে এসব এলাকায় প্রায় ছোট বড় আইনশৃঙ্খলা অবনতির ঘটনা ঘটে। কিন্তু যাতায়াত ব্যবস্থা সহজ না হওয়ায় সময় মতো তারা পুলিশি সেবা পান না। এ তদন্ত কেন্দ্রে তৈরির মাধ্যমে চরবাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
উল্লেখ্য, এ সময় চরাঞ্চলের তিনটি ইউনিয়নের জনগণের নিরাপত্তার জন্য চার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত তদন্ত কেন্দ্রও উদ্বোধন করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শেরপুরে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান বিল্লাল চৌধুরীসহ গ্রেফতার-২
নোয়াখালীতে মাটির ট্রাক চাপায় প্রাণ গেল কিশোর চালকের
আমরা চাঁদাবাজ-দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে চাই : ডা.শফিকুর রহমান
কলাপাড়ায় মাছ বোঝাই পিকআপের চাঁপায় শ্রমিকের মৃত্যু, চালক আটক
উত্তরখানে পুলিশ ছাত্র-জনতা ও নাগরিক সমাজের সমন্বয় সভা
তারেক রহমানের চার মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল
ছাগলনাইয়া স্পোর্টস এরিনার যাত্রা শুরু
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ
ফরিদপুরে সাংবাদিকের 'বাবা-মা' সহ তিনজনকে কুঁপিয়ে জখম
সেনা নয়, পিটিআই শুধুমাত্র সরকারের সাথে কথা বলছে: ব্যারিস্টার গহর
প্রায় ১৪ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশালের দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে মাঠে আমন কাটার ধুম চলছে
ফেনীতে হত্যা মামলার আসামী তাঁতীলীগ নেতার বিরুদ্ধে বালু লুটের অভিযোগ
মির্জাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারির মায়ের ইন্তেকাল
সিরিয়ার নেতার সঙ্গে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
মতলবে ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
ভৈরবে মধু সংগ্রহে ব্যস্ত খামারি মৌয়ালরা
নোয়াখালীতে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর
আদমদীঘিতে সবজির বাজারে ধস কৃষকের কপালে পরেছে দুশ্চিন্তার ভাঁজ
সরে দাঁড়ানো মানে অবসর নয়: রোহিত
জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শেখ