গোয়ালন্দে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক
২৪ জুলাই ২০২৩, ১০:৩৭ পিএম | আপডেট: ২৫ জুলাই ২০২৩, ১২:০৮ এএম
রাজবাড়ীর গোয়ালন্দে সোনালী আঁশ পাট চাষে কৃষকের সুদিন ফিরছে। পাটের দাম ভালো পাওয়ায় পাট চাষে আগ্রহী কৃষকেরা। চলতি পাট মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় পাট কাটা জাগ দেওয়া ও পাট কাঠি থেকে পাটের আঁশ ছাড়ানো কাজে ব্যস্ত সময় পার করছে এ অঞ্চলের কৃষকেরা।
উপজেলার বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখা গেছে, পাট কাটার মৌসুম শুরুতে পর্যাপ্ত বৃষ্টি পাত না হওয়ায় পুকুর, ডোবা, নালায় পানি ছিলো না। এতে পাট জাগ দেওয়া নিয়ে চরম বিপাকে ছিলো কৃষকেরা। অনেকই ঘোড়ার গাড়ি, নছিমন, ভ্যান গাড়িতে করে মাঠ থেকে পাট এনে পদ্মার মোড়, ক্যানালঘাট, বেপারী পাড়া, উজানচর, হামেদের হাট, মুন্সী বাজার, দেবগ্রাম, হোসেন মন্ডলপাড়া, অন্তরমোড় এলাকায় পদ্মা নদীতে পাট জাগ দিচ্ছে কৃষকেরা। এতে করে কৃষকের বাড়ি খরচ গুনতে হচ্ছে। পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়াতে পদ্মার মরা শাখাগুলো পানি ডুকে যাওয়াতে পাট জাগ দিতে পারছে তারা। আবার অনেক এলাকাতে দেখা গেছে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুসহ পাট কেটে নদী নালা খালবিল ও ডোবায় জাগ দেওয়া পাটের আঁশ ছাড়ানোর কাজ করছে। এবং নতুন পাট হাট-বাজারে নিয়ে তাহা বিক্রি করাসহ সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছে এই উপজেলার কৃষকেরা। গত বছরের চেয়ে এবার পাটের আবাদ অনেক বেশি হয়েছে। আর চলতি মৌসুমে এই উপজেলায় ৪৮ শত ৭০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে।
গত বছরের তুলনায় এবার ২ শত হেক্টর জমিতে পাট বেশি আবাদ হয়েছে। তবে পাট আবাদের শুরুতেই বৃষ্টির পানিতে নিচু জমির কিছু পাট তলিয়ে নষ্ট হয়। পাট কাটার মৌসুম শুরুতেই অনাবৃতি আর টানা তাপদহ খরার কারণে পাট জাগ দেওয়া জন্য পানি সঙ্কটে পড়েছে কৃষকেরা। পদ্মা নদীর পানি ছাড়া পাট জাগ দিতে পারছে না তারা।
চরঅঞ্চলের কৃষক হাসান বলেন, আমি এবার পাঁচ বিঘা জমিতে পাট আবাদ করেছিলাম। প্রতি বিঘা জমিতে পাট আবাদ করতে খরচ হয়েছে ৮ থেকে ১০ হাজার টাকা। পাট উৎপাদন হয়েছে প্রতি বিঘা জমিতে ৮ থেকে ১০ মণ করে। যার বাজার দর প্রতি মণ ২৮ শত টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। এছাড়ও বিঘা প্রতি প্রায় ২ থেকে ৩ হাজার টাকার পাঠকাঠি পাওয়া যায়। এবার পাটের আবাদ অনেক ভালো হয়েছে। আগামীতে আরো বেশি করে পাট আবাদ করার চিন্তা ভাবনা করছি।
আরেক কৃষক মফিজুল বলেন, এই বছর আমি তিন বিঘা জমিতে পাট আবাদ করেছি। গত বছরের চেয়ে এবার পাটের ভালো ফলন হয়েছিলো। তবে পানি সঙ্কটের কারণে ঘোড়ার গাড়ি ভাড়া করে পদ্মা নদীতে নিয়ে পাট জাগ দিয়ে ছিলাম। পদ্মা পানি পরিষ্কার থাকায় পাটের কালার অনেক ভালো হয়েছে।
বাজারে ব্যাপক চাহিদা থাকায় ভালো দামও পেয়েছি। সব খরচ মিটিয়ে অনেক টাকা লাভ হয়েছে। আগামী বছরে আরো দুই বিঘা বেশি করে আবাদ করবো।
গোয়ালন্দ উপজেলা কৃষিবিদ মো. খোকন উজ্জামান বলেন, এ বছরে এই উপজেলায় ৪৮ শত ৭০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ২ শত হেক্টর জমিতে পাট বেশি আবাদ হয়েছে। ফলনও ভালো হয়েছে। কৃষক ভরা পাট মৌসুমে পাট কাটা জাগ দেওয়া এবং পাটে আঁশ ছাড়ানো নিয়ে ব্যস্ত সময় পার করছে। পাটের দাম গত বছরের চেয়ে বেশি হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস