বালা-মুছিবত থেকে পরিত্রাণে আল্লাহর অনুগ্রহের বিকল্প নেই
২৮ জুলাই ২০২৩, ১১:২৯ পিএম | আপডেট: ২৯ জুলাই ২০২৩, ১২:০১ এএম
আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ, মহামরী, আজাব, গজবের মাধ্যমে তাঁর বান্দাদের অন্তরে ভয়ের সৃষ্টি করেন। যাতে বান্দাগণ আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশিত পথে ফিরে আসে। কিয়ামত অতি সন্নিকটে। চারদিকে গুনাহ, নাফরমানি, ঈমান ধ্বংশ করার যত কৌশল রয়েছে তা বিদ্যমান। এমন অবস্থায় গুনাহ থেকে মুক্তথেকে ঈমান টিকিয়ে রাখার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। মসজিদ কেবল ইবাদাতেরই জায়গা নয়, বরং ইতিহাস পড়লে দেখবেন মসজিদ থেকেই জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারণ হতো। মসজিদই ছিল মুসলমানদের পার্লামেন্ট। গতকাল রাজধানীর মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমের জুম্মার পূর্ব বয়ানে খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান এসব কথা বলেন।
খতিব বলেন, আমরা নিজেদের কৃতকর্ম ও গুনাহের দরুন আজ বিভিন্ন বালা-মুছিবতে জর্জড়িত। সমগ্র বিশ্বব্যাপি অর্থনৈতিক মন্দা বিরাজমান, জ্বালানি ও খনিজ সম্পদ ক্রমশ হ্রাস পাচ্ছে, জলবায়ু ও আবহাওয়া পরিবর্তনের কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে অহরোহ, তাপদাহ, খড়া, জলচ্ছাস, ঘুর্নিঝড়, দাবানল, সাগর ও নদীর পানি হ্রাস, অতিবৃষ্টি ও অনাবৃষ্টির ফলে ফসল নষ্ট হচ্ছে, ভূমিধসে মানুষ প্রাণ হারাচ্ছে। পত্রপত্রিকা খুললেই এসকল সংবাদ দৃষ্টিতে আসে। সর্বপরি আল্লাহ কর্তৃক প্রণিত জীবন বিধান অনুযায়ি ব্যক্তি, পারিবার ও সমাজ প্রতিষ্ঠা করা। আমাদের নাফরমানী ও পাপাচারের কারণে যেন আমার এমন বিপর্যয়ে আপতিত না হই সেদিকে লক্ষ রেখে নিজেদের পরিবার ও সমাজকে পাপমুক্ত রাখার ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকতে হবে।
আল্লাহর গজব ও আজাবের কথা বর্ণনা দিতে গিয়ে পবিত্র কুরআন থেকে উদ্বৃতি দিয়ে খতিব বলেন, মহান আল্লাহ বলেন, ‘আমি ভয় দেখানোর জন্যই (তাদের কাছে আজাবের) নিদর্শনগুলো পাঠাই’ (সুরা বনি ইসরাইল : ৫৯)। মহান আল্লাহ আরো বলেন, “বলে দাও, ‘আল্লাহ তোমাদের ওপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম ’ (সুরা আনআম : ৬৫)। হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহর নাফরমানী, ক্রমবর্ধমান গুনাহ অব্যাহত রাখলে ক্রমশই মানুষ আল্লাহর গজব ও আজাবের সম্মুখিন হতে থাকে। তাই আল্লাহ প্রদত্ত গজব আজাব যা থেকে রক্ষা পাওয়ার কোন উপায় নেই। সুতরাং সকল বালামুছিবত থেকে পরিত্রাণ পেতে আল্লাহ অনুগ্রহের বিকল্প নেই। আর আল্লাহর অনুগ্রহ পেতে অবশ্যই আমাদের তাঁর নির্দেশিত পথে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। মিরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম কাসেমী জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, এ মাসে পৃথিবীর বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। এদিনে আল্লাহ তায়ালা তার কুদরত প্রকাশ করেছেন। বনি ইসরাইলের জন্য সমুদ্রে রাস্তা বানিয়ে তাদেরকে নিরাপদে পার করে দিয়েছেন। আর একই রাস্তায় ফেরাউন ও তার অনুসারীদেরকে ডুবিয়ে মেরেছেন। (সহীহ বুখারী ১/৪৮১)। এ মাসে রোযা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘রমযানের পর আল্লাহর মাস মুহাররমের রোযা হল সর্বশ্রেষ্ঠ।’ (সহীহ মুসলিম ২/৩৬৮)।
খতীব আরও বলেন, আশুরার দিন রোযা রাখার পাশাপাশি আমাদের বেশি বেশি তওবা ইস্তিগফার ও অন্যান্য নেক আমল করা উচিত। মহান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমীন। মিরপুরের বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আবদুল্লাহ ফিরোজী জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেন, আশুরার রোযা সম্পর্কে আরেকটি হাদীসে আছে, ‘তোমরা আশুরার রোযা রাখ এবং ইহুদীদের সাদৃশ্য পরিত্যাগ করে আশুরার আগে বা পরে আরো একদিন রোযা রাখ।’ (মুসনাদে আহমদ ১/২৪১)। ‘হায় হোসেন’, ‘হায় আলী’ ইত্যাদি বলে বলে বিলাপ ও মাতম করা এবং ছুরি মেরে নিজের বুক ও পিঠ থেকে রক্ত বের করা। এগুলো করনেওয়ালা, দর্শক ও শ্রোতা সবার প্রতি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অভিসম্পাত করেছেন। (আবূ দাউদ, হা. নং ৩১২)। এছাড়াও শরীয়ত বিবর্জিত অন্যান্য কাজ থেকে এদিন বিরত থাকা। মহান আল্লাহ তায়ালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমীন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড