প্রত্যাশিত সেবা মিলছে না থানায়
১১ আগস্ট ২০২৩, ১১:১৩ পিএম | আপডেট: ১২ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
জনগণের প্রত্যাশিত সেবা দিতে পুলিশের কেউ গাফিলতি দেখালে ব্যবস্থা নেয়া হবে Ñডিএমপি কমিশনার
রাজধানীর কাকরাইল মোড়ে রিকশা থেকে নামছিলেন তরুণী ফাতেমা তাসনিম। ঠিক এ মুহূর্তেই এক টানে তার কানের দুল নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা এক ছিনতাইকারীর। কিংকর্তব্যবিমূঢ় ফাতেমা নিজের কান চেপে ধরে চিৎকার শুরু করেন। গত ২ আগস্ট সন্ধ্যায় এ ঘটনার প্রত্যক্ষদর্শী দু’যুবক ছিনতাইকারী ধরতে তার পিছু ছুটতে থাকেন। ছিনতাইকারী পিছু নেয়া যুবককে বেøড দিয়ে আঘাতের চেষ্টা করে। কিন্তু সাহসী যুবক ‘ট্রাইপড’ দিয়ে আঘাত করলে ছিনতাইকারী মাটিতে পড়ে যান। ধরা পড়ে ছিনতাইকারী। তরুণী ফিরে পায় তার কানের দুল। কিন্তু ছেড়ে দিলেন আটক ওই ছিনতাইকারীকে। পুলিশকে জানানো বা আইনগত ব্যবস্থা না নেয়ায় প্রশ্ন করা হয় তরুণী ফাতেমা তাসনিমকে। অবচেতন মনে তার সহজ-সরল জবাব, গত মাসে তিনি শাহবাগ এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় শাহবাগ থানায় অভিযোগও দিয়েছিলেন; কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশের ঝামেলা ও হয়রানি এড়াতেই এবার আর তিনি এ বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নিতে আগ্রহী নন।
এ ধরনের ভুক্তভোগী এক ফাতেমাই নন। খুব বেশি নির্ভরশীল না হলে ভুক্তভোগীরা থানার দ্বারস্থ হতে চান না। ডিএমপির থানাগুলো এখন মডেল এবং ডিজিটাল হলেও প্রত্যাশিত সেবা মিলছে না। সাধারণ মানুষকে এখনো বন্ধু হিসেবে মেনে নিতে পারেনি পুলিশ। তারা উল্টো হয়রানির শিকার হচ্ছেন। তবে এর উল্টোটা হয় প্রভাবশালী কিংবা বিত্তশালীদের বেলায়। থানা পুলিশ ব্যবহার করে কৌশলে তারা প্রতিপক্ষকে ঘায়েল কিংবা স্বার্থ উদ্ধারে সমর্থ হন।
ভুক্তভোগীদের একটি কমন অভিযোগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিরুদ্ধে। আর সেটা হলো ওসিদের ফোন করেও কোনো ফল মিলছে না। বেশিরভাগ ক্ষেত্রে অপরিচিতি নম্বর থেকে আসা ফোনকল রিসিভ করেন না তারা।
এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক ইনকিলাবকে বলেন, ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ জানালে আমরা তাৎক্ষনিক প্রতিকার নেই। জনগনের প্রত্যাশিত সেবা দিতে পুলিশের কেউ গাফিলতি দেখালে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
ভুক্তভোগী আরেক তরুণী শরীয়তপুর জেলার নড়িয়া ভড্ডা বিঝারী এলাকার কালাচান শেখের কন্যা কলি আক্তার। তাকে আমেরিকায় পাঠানোর নামে ১৫ লাখ টাকা হাতিয়ে নেয় এক প্রতারক দম্পতি। আমেরিকায় পাঠাতে না পারায় টাকা ফেরত চাইতে গত ২৬ জুন ছোট বোন সুমাইয়াকে নিয়ে ঢাকার লালবাগ থানাধীন আজিমপুর নিউ পল্টন লেনের ২৩/ডি (২য় তলা) প্রতারক আবু হোসেন সাজ্জাদ ও ডলি দম্পতির বাসায় যান ভুক্তভোগী কলি। টাকা ফেরত চাইতেই ওই তরুণীকে শারীরিক নির্যাতনসহ শ্লীলতাহানির চেষ্টা করে সাজ্জাদ দম্পতি। কেড়ে নেয় হয় কলির সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা। ভবিষ্যতে টাকা ফেরত চাইলে হত্যারও হুমকি দেয়া হয়। চিকিৎসা শেষে ওই ভুক্তভোগী থানায় মামলা করতে যান। অনেক টালবাহানার পর অনেক ঘটনা আড়াল করে গত ৩ জুলাই মামলা নেয় লালবাগ থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন একই থানার এসআই সুব্রত কুমার সিং। আসামিদের গ্রেফতারের কথা বলে ভূক্তভোগী তরুণীকে বেশ কয়েকদিন সন্ধ্যায় থানায় ডেকে নেন পুলিশের ওই কর্মকর্তা। কলির অভিযোগ, আসামিকে চিনিয়ে দেয়ার বাহানায় এসআই সুব্রত তাকে থানায় বসিয়ে রাখেন। একদিন রাতে যখন আসামি ধরতে যাবে এর আগে তিনি কোথাও একটি ফোন করেন। এর পরই বলেন, আসামিরা বাসায় নেই। আপনি চলে যান। কলি বলেন, মামলার বিষয়টি আসামিরা জানতো না। পুলিশের ওই কর্মকর্তাই আসামিদের আত্মগোপনে যেতে এবং জামিন পেতে সহায়তা করেছে। এছাড়া আমাদের কাছ থেকে নেয়া সকল তথ্য সরবরাহ করার বিনিময়ে আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুস নিয়েছেন। কলি বলেন, পুলিশের ওই কর্মকর্তার কারনে আমার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবার আশঙ্কা রয়েছে।
গত ২৪ জুলাই রাতে পল্লবীর কালশী আদর্শ নগর এলাকার ১১ নম্বর রোডের ২১ নম্বরস্থ লাভলীর বাসায় পুলিশের অভিযানকালে বাইরে থেকে তালাবদ্ধ ঘরে আত্মহত্যা করে তার তরুণী কন্যা বৈশাখী আক্তার। নিহতের স্বজনদের দাবি, তারা এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনা কিংবা হত্যা মামলা করতে চেয়েছিলেন। কিন্তু পল্লবী থানা পুলিশ ও প্রভাবশালীদের চাপে নেওয়া হয়েছে অপমৃত্যুর মামলা। আবার ভাঙচুরের মামলায় আসামি করা হয়েছে নিহত বৈশাখীর আত্মীয়-স্বজনদের।
গত ২৫ জুলাই ফরিদপুর নগরকান্দা থেকে ঢাকার গুলিস্থানে এসে নিখোঁজ মাসুদ মিয়ার স্ত্রী জিডি করার জন্য একাধিকবার নগরকান্দা থানায় গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। অবশেষে ৫ দিন পর গত ২ অক্টোবর জিডি গ্রহণ করে থানা।
গত ৩ আগস্ট মাদারীপুর সদর উপজেলার ভদ্রখোলা এলাকায় আমির আলী নামে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় তুহিন মোল্লা নামে এক পুলিশ সদস্য জড়িত থাকায় মামলা নিতে গড়িমসি অভিযোগ উঠে থানা পুলিশের বিরুদ্ধে।
গত ২৯ জুলাই যাত্রাবাড়ির ছনটেক এলাকা থেকে অপহৃত হন ৬ষ্ট শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে তুলে নিয়ে যায় এক বখাটে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় অপহণের মামলা করতে চাইলে পুলিশ মামলা নিয়ে একটি জিডি নেয়। পুলিশ ভুক্তভোগীর পরিবারের কাছেই টাকা দাবি করে। মামলা না নেয়া এবং টাকা দাবির বিষয়টি গনমাধ্যমে এলে সংশ্লিস্ট পুলিশ কর্মকর্তার নির্দেশে দু’দিন পরে মামলা হয় এবং পরবর্তীতে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
আলোচিত এক প্রতারক জাতীয় গৃৃহায়ণ কর্তৃপক্ষের চাকরিচ্যুত চেইনম্যান মুজিুবুর রহমান। যিনি নিজেকে কখনো স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপসচিব, কখনো রাজউকের অথরাইজড অফিসার আবার কখনো জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারনার মাধমে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। উক্ত মুজিবুর তার পক্ষে সাফাই সাক্ষী দিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দুই কর্মচারী শংকর কুমার সিকদার এবং দিদারুল ইসলামকে হুমকি দেন। এ ব্যাপারে দিদারুল ও শংকর একাধিকবার শাহবাগ থানায় গেলেও পুলিশ তাদের জিডি গ্রহণ করেনি। সবশেষে একজন পুলিশ কর্মকর্তার নির্দেশে সম্প্রতি জিডি নেয় শাহবাগ থানা।
অথচ শাহবাগ থানা এলাকার বাসিন্দা কিংবা অত্র থানা এলাকায় নিজের কোনো অফিস এমনকি অত্র এলাকায় উল্লেখযোগ্য কোনো ঘটনার উল্লেখ না থাকলেও উক্ত মুজিবুর রহমান শাহবাগ থানায় গত ১৬ ফেব্রæয়ারি একটি জিডি করেন নং-১১৪৫। রহস্যজনক কারণে জিডির বিষয়টি জানতেন না তদন্ত কর্মকর্তাও। এ রহস্যজনক জিডির বিষয়টি নিয়ে দৈনিক ইনকিলাবে রিপোর্ট প্রকাশিত হলে জিডির তদন্তের জন্য আদালতের অনুমতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই তমিজ। কিন্তু বাদী মুজিবুর রহমান আদালতে উপস্থিত হননি। অথচ ওই জিডি দিয়ে প্রতারণার কাজ করেছেন।
থানা মামলা কিংবা জিডি গ্রহণে অনিহা প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র হিসেবে উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন ইনকিলাবকে বলেন, মামলার সংখ্যা বেড়ে গেলে থানার দায়িত্বরত কর্মকর্তার পারফরম্যান্স খারাপ হয়। এটা ভেবে অনেকে মামলা নিতে চায় না। তবে সিনিয়র অফিসারেরর নলেজে আসা মাত্র অভিযোগ গ্রহণ করতে নির্দেশ দেয়া হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা