সড়কে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি

দুর্ভোগে নাকাল উত্তরাবাসী

Daily Inqilab উত্তরা সংবাদদাতা

২০ আগস্ট ২০২৩, ১১:০০ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও পানিবদ্ধতায় নাকাল রাজধানীর উত্তরখান-দক্ষিণখান ও তুরাগ এলাকাবাসী। সড়কের খানাখন্দ ছাড়াও রয়েছে গ্যাস ও পানির সঙ্কট। নতুন ওয়ার্ডগুলোর মেইন সড়কে জমে থাকা পানি ও বড় বড় সিমেন্টের পাইপ, ইট-বালুর স্তুপ ও যানজটে জনদুর্ভোগ চরমে। ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করে ২০১৮ সালে সিটি করপোরেশন গেজেট পাশ করে রাজধানী বৃহত্তর উত্তরা এলাকার নতুন ওয়ার্ড ঘোষণা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন।

প্রায় ৬ লাখ লোকের বসবাস রাজধানীর উত্তরখান, দক্ষিণখান ও তুরাগসহ নতুন ওয়ার্ডে। অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও পানিবদ্ধতার কারণে প্রায় ১৫ মাস যাবত সড়কের বেহাল দশা। রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে পরিবহন সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় উত্তরখান মাস্টার বাড়ি কলাবাগান, মুন্ডা এলাকার কয়েকটি সুতা ফেক্টরী, গার্মেন্টস ফেক্টরীসহ ২০ /২৫টি মাঝারি শিল্প প্রতিষ্ঠান প্রায় বন্ধের মুখে। এছাড়াও দক্ষিণখান প্রেমবাগান, আর্মি সোসাইটি, হলান ও আনল এলাকার শতাধিক ওয়াশ ফেক্টরী, ছোট ছোট গার্মেন্টস ফেক্টরীসহ বিভিন্ন বেকারিগুলো রয়েছে আর্থিক হুমকির মুখে। তুরাগের নলভোগ, রানাভোলা, বাউনিয়া এলাকার বিভিন্ন ফ্যাক্টরী যে কোন সময়ে বন্ধ হয়ে যেতে পারে বলে জানান মালিকগণ। উৎপাদনমুখী এ ধরনের প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় বাড়ছে বেকারত্ব, ফলে চুরি ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয়রা জানান, মূল সড়কের পাশাপাশি শাখা রাস্তার ও বেহাল দশা। বৃষ্টি ছাড়াই অনেক জায়গায় ড্রেন থেকে ময়লা পানি উঠে রাস্তা তলিয়ে যাচ্ছে। ২০১৮ সালে উত্তরখান দক্ষিণখান ও হরিরামপুর ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করে সিটি করপোরেশন গেজেট পাশ করা হয়। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি স্বল্প মেয়াদে নতুন ১৭টি ওয়ার্ডে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ২য় দফা কাউন্সিল নির্বাচন হয়।
সরেজমিনে এখানকার নতুন ওয়ার্ডের শাখা রাস্তা গুলো ঘুরে দেখা যায়, উত্তরখান-দক্ষিণখান ও তুরাগের সড়কগুলোতে স্থানীয় নেতা কর্মীদের দলীয় কোন্দলের কারণে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। ঢাকা-১৮ আসনের নতুন ওয়ার্ড গুলোর রাস্তাঘাট খানাখন্দে ভরা। একটু বৃষ্টি হলেই রাস্তা ঘাট ডুবে যায়। অসুস্থ রোগীরা এ রাস্তা দিয়ে চলাচলের সময় ঝাঁকিতে রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যায়। গর্ভবতী মহিলা ও শিক্ষার্থীরা নানান ঝুকি নিয়ে এ রাস্তায় চলাচল করে। সু-পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তায় পানি দীর্ঘসময় জমে থাকার কারণে অধিকাংশ রাস্তা মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।

সরেজমিনে ঘুরে আরো দেখা যায়,নতুন ওয়ার্ডের পাড়া মহল্লার রাস্তাগুলো বিভিন্ন জায়গায় কার্পেটিং উঠে ইটের সলিং ভেঙে বড় বড় গর্তে পরিনত হয়েছে। এই সমস্যাগুলোর মধ্যেই প্রতিদিন পথ চলতে হচ্ছে উত্তরখান ও দক্ষিণখান ও তুরাগের বাসিন্দাদের। জয়নাল মার্কেট, দক্ষিণখান থানা রোড, বাবুর্চী বাড়ি রোড, কাওলা নর্দাপাড়া আশকোনা প্রাইমারি স্কুল রোগ, উচ্চারটেক মেডিকেল রোড, নগইরাবাড়ী রোড, পন্ডিত পাড়া থেকে সোনার খোলা, সিটি কমপ্লেক্স রোড, দক্ষিণখান বাজার থেকে মাজার রোড, মাস্টারপাড়া হতে বালু মাঠ ও হেলাল মার্কেট হয়ে চানপাড়া,কলাবাগান মুন্ডারোড ও মাউসাইদ এলাকা।

তুরাগের দলিপাড়া, বটতলা থেকে ডেসকো অফিস, হয়ে ভুমি অফিস সংলগ্ন রাস্তা, রাজাবাড়ী, ভাটুলিয়া ধউর, নলভোগ, রানা ভোলা ধরংগারটেক, নয়ানগর ফুলবাড়িয়া ছাড়াও এলাকার আভ্যন্তরিন রাস্তা গুলোর এতোটাই খারাপ অবস্থা পায়ে হেটে চলাচলের অনোপযুগী হয়ে উঠেছে।
ভুক্তভুগি এলাকার বাসিন্দারা আক্ষেপ করে বলেন, ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশন হওয়ায় বর্তমানে আমরা আরো বেশি বিপদে আছি। আমাদের নিয়মিত ট্যাক্স বৃদ্ধি পেয়েছে, আমরা সেগুলো পরিশোধ ও করছি কিন্তু আমরা প্রয়োজনীয় নাগরীক সুবিধা তেমন পাচ্ছিনা।

এলাকার রাস্তাঘাট উন্নয়নের দাবি জানিয়ে, উত্তরখান দক্ষিণ খান, প্রেমবাগান, আজমপুর, নগইরাবাড়ী ও কলাবাগান মুন্ডা, রাজাবাড়ি হেলাল মার্কেট ও হযরত শাহ কবির (রহ.) মাজার এলাকার একাধিক স্থানীয় লোকজন ইনকিলাবকে বলেন, রাজনৈতিক দন্দ্বে নেতাদের প্রতিশ্রুতি জাদুঘরেই বন্দি। সরকারি ছুটির দিন ছাড়া বাসাবাড়ীতে সকাল বেলা গ্যাস থাকে না। রাস্তা ঘাটও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ ধীর গতিতে চলছে। এবিষয়ে তারা মেয়র মহোদয় ও ঢাকা ১৮-আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের সহযোগিতা কামনা করছে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, নতুন ওয়ার্ডগুলোকে মেইন স্টিমিংয়ের সাথে সংযুক্ত করে উন্নয়ন কাজ শুরু হয়েছে।

একনেক প্রকল্পের ৪ হাজার ২৫ কোটি টাকা, সরকারি বরাদ্দের কিছু অংশ ছাড় হওয়ায় নতুন ওয়ার্ডে ড্রেন ও রাস্তা সংস্কার কাজ শুরু হলেও ঠিকাদারের ভুলে এটি থমকে গেছে। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ বলেন, সরকারি বরাদ্দের একটা বড় অংশ ছাড় হলেও এটি চাহিদার তুলনায় অনেক কম, তবে উন্নয়নের কাজ চলছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস