‘আমি না বাঁচলেও আমার গর্ভের সন্তানটা যেন বাঁচে’
২২ আগস্ট ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
রাজধানীর মিরপুর ১৪ এলাকার বাসিন্দা মিসেস শারমিন আক্তার ৯ মাসের অন্তঃসত্ত্বা। আগামী ৮ সেপ্টেম্বর ডেলিভারির তারিখ। প্লাটিলেট কমে যাওয়ায় এক হাসপাতাল তাকে রাখেনি; অন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছে। গত ৫দিন ধরে শরীরে জ্বর তার। প্রথমে সাধারণ জ্বর মনে করে খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু গর্ভের সন্তানের নড়াচড়া কমে আসায় দ্রুত হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন বলে জানান। এ কথা শোনার পর থেকে অনাগত সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় আছেন শারমিন। বারবার বলছেন, ‘আমি না বাঁচলেও আমার গর্ভের শিশুটা যেন বাঁচে’। গতকাল মঙ্গলবার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে শারমিন আক্তারের সঙ্গে কথা হয়। তিনি বলেন, চারদিন যাবত জ্বর, তবে গতকাল থেকে জ্বর প্রায় নেই বললেই চলে। জ্বর আসার পর আমি আমার সন্তানের নড়াচড়া কম অনুভব করি। এক পর্যায়ে মনে হচ্ছিল নড়াচড়া বন্ধ হয়ে গেছে। এরপর বাসার পাশের একটি হাসপাতালে যাই। সেখানে ডেঙ্গু পরীক্ষা করার পর পজিটিভ আসে। আল্লাহর কাছে বলি, প্রয়োজনে তিনি আমাকে নিয়ে যান, তবু আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। তার কিছু হলে আমি মেনে নিতে পারব না। আমি মরে গেলেও আমার সন্তানটা যেন বেঁচে থাকে।
শারমিন বলেন, শুরুতে বাসায় ছিলাম, কিন্তু ডেঙ্গু পজিটিভ আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখি প্লাটিলেটও কমে আসছে। ডাক্তার দেখানোর পর তিনি জানান পরিস্থিতি ভালো নয়। যে কারণে আমাকে তারা রাখেনি, অন্য হাসপাতালে চলে যেতে বলে। এরপর খোঁজ নিয়ে এই হাসপাতালে আসি। জ্বরের প্রথম দিন অনেক তাপমাত্রা ছিল, সাথে প্রচ- বমি ছিল জানিয়ে এই গর্ভবতী তরুণী বলেন, এখন আমার গর্ভের সন্তানের ৯ মাস চলছে। আগামী ৮ সেপ্টেম্বর ডেলিভারির তারিখ। ডেঙ্গু নিয়ে চারদিকে কেবল ভয়ের কথাবার্তা শুনছি। গর্ভবতী মায়েদের খবরও পাচ্ছি। সবমিলিয়ে মানসিকভাবে খুব খারাপ অবস্থায় পড়ে গেছি। আল্লাহর কাছে বলি, প্রয়োজনে তিনি আমাকে নিয়ে যান, তবু আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। তার কিছু হলে আমি মেনে নিতে পারব না। আমি মরে গেলেও যেন আমার সন্তানটা বেঁচে থাকে।
তিনি বলেন, পটে বাচ্চা আসার পর থেকে তাকে নিয়ে কত স্বপ্ন দেখছি। খেয়ে না খেয়ে তাকে মানুষের মতো মানুষ বানাব। বাচ্চার নড়াচড়া অনুভব করলে দারুণ আনন্দ লাগত। কিন্তু জ্বর হওয়ার পর বাচ্চার নড়াচড়া না পেয়ে আমি প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তবে আলহামদুলিল্লাহ, এখন আবার নড়াচড়া টের পাচ্ছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস