আরিচা-কাজিরহাট নৌরুটে ড্রেজিংয়ে ধীরগতি
২৬ আগস্ট ২০২৩, ১১:১৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
আরিচা-কাজিরহাট নৌরুটে এবছর ভরা বর্ষা মৌসুম থেকেই পাঁচটি ড্রেজার দিয়ে পলি অপসারণের কাজ করছে বিআইডব্লিউটিএ’র ড্রেজিং ইউনিট। এরপরও এ নৌপথের ফেরি সার্ভিস সচল রাখা কঠিন হয়ে পড়েছে। নাব্যতা সঙ্কটের কারণে গত শুক্রবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকে ফেরি। এ সময় নদী পার হতে আসা পণ্যবাহী ট্রাকগুলো ঘাটে আটকে থাকে এবং দুর্ভোগে পড়েন ট্রাক শ্রমিকরা।
ড্রেজিং বিভাগের অপরিকল্পিত ও ধীরগতির ড্রেজিং এবং এ নৌপথ থেকে পলি অপসারণে ব্যর্থতার কারণেই এ নাব্যতা সঙ্কটের সৃষ্টি হয়েছে। এতে ড্রেজিংয়ের নামে সরকারের কোটি কোটি টাকা খরচ হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। সরকারকা মাল, দড়িয়ায় ঢাল, এ নৌপথের অবস্থা অনেকটা এমনই হচ্ছে বলে অনেকে মনে করছেন।
গতকাল শনিবার সরেজমিনে আরিচা ঘাট ঘুরে দেখা গেছে, ৩টি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপারের চেষ্টা করা হচ্ছে। তাও আবার ঝুঁকিপূর্ণ। আরিচা ঘাটের কাছে চ্যানেল শুরু হওয়ায়, ওয়ান ওয়ে পদ্ধতিতে ফেরি চলাচল করছে। এতে সময় লাগছে অনেক বেশী। ফলে ঘাটে পার হতে আসা গাড়ির সংখ্যা বাড়ছে। দুর্ভোগের শিকার হচ্ছেন যানবাহন শ্রমিকরা।
এছাড়া স্থানীয় এক ব্যবসায়ী বালু মহাল হিসেবে আরিচা ঘাট সংলগ্ন যমুনা নদী এলাকার কিছু অংশ আরিচা ঘাটের অদুরে ইজারা নিয়েছেন। উদ্দেশ্যমূলকভাবে ড্রেজিংকৃত পলি চিহ্নিত জায়গায় ফেলা হচ্ছে। এতে নৌচ্যানেল খননের পর আবার ভরাট হয়ে যাচ্ছে। ফলে তথাকথিত এ ড্রেজিং কোনো কাজেই আসছে না বলে জানান স্থানীয়রা।
ট্রাক চালক আলম মিয়া বলেন, ফেরি পার হওয়ার জন্য গত দু’দিন ধরে আরিচা ঘাটে বসে আছি। নদী পার হতে পারছি না। কবে পার হবো তাও বলতে পারছি না। শুনছি নাব্যতা সঙ্কটের কারণে নাকি রাতের বেলায় ফেরি চলাচল করতে পারে না। যে কারণে আমাদের এই ভোগান্তি।
শিবালয় বন্দর ও সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি মো.শহিদুল ইসলাম বলেন, অন্যান্য বছর শুধু শুস্ক মৌসুমে ড্রেজিং করতে দেখা যেতো। কিন্তু এবার আরিচা-কাজিরহাট নৌরুটে ভরা বর্ষা থেকেই ড্রেজিং করতে দেখা গেছে। তাও আবার ড্রেজিংকৃত মাটি নৌপথের মাঝেই ফেলতে দেখা যাচ্ছে। এটা কি ধরনের ড্রেজিং আমাদের বোধগম্য হচ্ছে না। যে কারণে প্রায় এক মাসের বেশি সময় ধরে পাঁচটি ড্রেজার দিয়ে পলি অপসারণের কাজ করেও কোন লাভ হচ্ছে না। ফলে দফায় দফায় বন্ধ থাকছে ফেরি সার্ভিস। এতে একদিকে নাব্যতা সঙ্কট থেকেই যাচ্ছে। অপরদিকে ড্রেজিংয়ের নামে গচ্ছা যাচ্ছে সরকারের কোটি কোটি টাকা।
বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ ইনকিলাবকে বলেন, আরিচা-কাজিরহাট নৌরুটে ধীর গতিতে ড্রেজিং চলছে। ফলে পলি অপসারণ করতে না পারায় এ নৌপথে ফেরি চলাচল করা সম্ভব হচ্ছে না। ফেরিগুলো দফায় দফায় ডুবোচরে ধাক্কা খাচ্ছে। এতে ফেরির বড় ধরণের ক্ষতি হতে পারে বলে শুক্রবার থেকে ২৪ ঘণ্টা বন্ধ রাখা হয়। তবে সুফিকা কালাম, বেগম রোকেয়া ও কুঞ্জলতা নামের কম ধারণক্ষমতা সম্পন্ন ফেরি দিয়ে শনিবার সকাল থেকে ফেরি সার্ভিস চালু রাখার চেষ্টা করা হচ্ছে। ড্রেজিং সম্পন্ন হলেই বড় ফেরি দিয়ে স্বাভাবিক ফেরি চলাচল সম্ভব হবে।
এছাড়া ফেরি ঘাটের দক্ষিণ দিকে অবস্থিত আরিচা লঞ্চ ঘাট পন্টুন। এর অদুরেই চলছে ড্রেজিং। সরু এ নৌপথের মাঝ দিয়ে ফেরি চলাচল অত্যান্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটনার আশঙ্কা করছেন তিনি।
এ সম্পর্কে জানতে চেয়ে বিআইডব্লিউটিএর ড্রেজিং ইউনিটের নির্বাহী প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলী আক্কাস আলীকে ফোনে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কেউ ফোন কল ধরেননি এবং খুদে বার্তারও উত্তর দেয়নি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত
ব্যবসা গুটিয়ে নিতে এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা
ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব প্রভাব পড়বে না: প্রেস সচিব