তিস্তার পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপরে উলিপুর ও রাজারহাট উপজেলার চার হাজার পরিবার পানিবন্দি

আট জেলায় বন্যা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৬ আগস্ট ২০২৩, ১১:২২ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

ভারতীয় ঢল ও ভারী বর্ষণে তিস্তা নদীতে পানি প্রবাহ বেড়ে বিপদসীমা অতিক্রম করলেও তা কিছুটা কমতে শুরু করেছে। তবে তিস্তা নদীর বাম তীরে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেও কুড়িগ্রামে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে রাজারহাট ও উলিপুর উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় চার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে ৩৪০ একর জমির ফসল। তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্রীজ সংলগ্ন কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামে হু হু করে বাড়ছে তিস্তার পানি, ৪ হাজার পরিবার পানিবন্দী। নদীতে পানি বেড়ে যাওয়ায় চরাঞ্চলসহ নি¤œাঞ্চল প্লাবিত হয়ে পড়ায় বন্যার আশংকায় দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। অনেক দিকে রংপুর বিভাগের আট জেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বলে জানা গেছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুড়িগ্রাম কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত ১৪ ঘণ্টার ব্যবধানে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ৩১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৫৮ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৭২ সেন্টিমিটার, ধরলা নদীর পানি সদর পয়েন্টে ৯৭ সেন্টিমিটার, দুধকুমার নদ পাটেশ্বরী পয়েন্টে ৪২ সেন্টিমিটার বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি ও ভারতীয় ঢলে তিস্তার পানি বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত হলেও অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৮ আগষ্ট পর্যন্ত অব্যাহত থাকবে এবং ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের বিপদসীমার কাছাকাছি পৌছানোর সম্ভাবনা রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ইনকিলাবকে বলেন, কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে রাজারহাট উপজেলার দুটি ইউনিয়ন এবং উলিপুরের একটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। জেলায় ৩৬২ মেট্রিক টন চাল, ৫ লাখ নগদ টাকা ও ৩ হাজার ৭০০ প্যাকেট শুকনা খাবার, শিশুখাদ্য বাবদ ২ লাখ ও গোখাদ্য ক্রয় বাবদ ৫ লাখ টাকা নগদ মজুত আছে বলে তিনি জানান

নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন ইনকিলাবকে বলেন, ভারী বৃষ্টির কারণে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রসহ সব নদ-নদীর পানি বাড়ছে। তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী অববাহিকায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। এ ছাড়া ব্রহ্মপুত্র অববাহিকায় উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন, সাহেবের আলগা ইউনিয়ন ও চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে মধ্যমেয়াদি বন্যা হতে পারে।

উলিপুর উপজেলার চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু ইনকিলাবকে বলেন, তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নদীতীরবর্তী থেতরাই ইউনিয়েনের চর রামনিয়াশা, জুয়ান সতরা, খারিজা, নাটশালা, চর গোড়াইপিয়ার এলাকায় প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তিস্তার তীরবর্তী চর গোরাইপিয়ার, হোকডাঙা, দড়িকিশোরপুর, কিশোরপুর, বামনপাড়া, কুমারপাড়ায় ভাঙনে ১ মাসে ১৮০টি পরিবার বসতভিটা হারিয়েছে। প্রায় ১০০ একর রোপা আমন তলিয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নদীভাঙনের শিকার ১৮০টি পরিবার ও পানিবন্দী মানুষের জন্য ত্রাণ চেয়ে আবেদন। এখন পর্যন্ত কোনো ত্রাণ পাইনি। আমরা দলীয় ভাবে খোজ খবর রাখছি। এছাড়া দললিয়া, গুনাইগাছ ও বজরা পানি বন্ধি হয়েছে কয়েক হাজার মানুষ।

তিস্তা নদীতীরবর্তী রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা, বিদ্যানন্দ ইউনিয়ন এবং উলিপুর উপজেলার থেতরাই, দললিয়া, গুনাইগাছ ও বজরা ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করলেও গতকাল রাত থেকে তা প্রবল আকার ধারণ করে। উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার নি¤œাঞ্চলের চরাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ, চর গতিয়াশাম, চর নাকেন্দা এলাকার প্রায় ১ হাজার ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে এসব চরাঞ্চলের প্রায় ৪০ একর জমির ফসল ডুবে গেছে। বন্যার্ত ১ হাজার ৫০০ পরিবারের জন্য মাত্র ৩ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছেন বলে জানান ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

বিদ্যানন্দ ইউপির চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম বলেন, তিস্তার পানি দুই দিন ধরে হু হু করে বাড়তে শুরু করেছে। এতে নদীতীরবর্তী নয়টি ওয়ার্ডের কিছু অংশ এবং চর বিদ্যানন্দ, আনন্দ বাজার এলাকা প্লাবিত হয়েছে। এসব চরাঞ্চলের প্রায় ২০০ একর ফসল পানিতে তলিয়ে গেছে। গতকাল রাতে তিস্তার পানি বাড়ায় বিদ্যানন্দ ইউনিয়নের ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে। তিনি বলেন, ‘এবার পানি যেভাবে বাড়ছে, তাতে করে মোটামুটি বড় বন্যা দেখা দেবে। গতকাল উপজেলা প্রশাসনের মাধ্যমে তিন মেট্রিক টন চাল পেয়েছি। এত লোক পানিবন্দী, এই সামান্য চাল কাকে রেখে কাকে দিই?’ চাল বিতরণ নিয়ে দুশ্চিন্তায় আছেন বলে তিনি জানান।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী পাড়ের জেলা গুলোর মধ্যে কুড়িগ্রাম, লালমনিহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা জেলার নি¤œাঞ্চল ও নি¤œ চরাঞ্চলগুলোতে বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে।
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে তাসনিম বলেন, তিস্তার পানি বাড়ছে। মাঝের চরে পানি উঠতেছে। খিতাবখাঁ, গতিয়াসাম এবং সরিষাবাড়ি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। খিতাব খাঁ প্রাইমারি স্কুলটি হুমকির মুখে রয়েছে। তাৎক্ষনিকভাবে অর্ধশতাধিক পরিবারের মাঝে শুকনা খবার দেওয়া হয়েছে। এছাড়া ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নে ৬টন চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা শফিকুল ইসলাম বেবু জানান, কুড়িগ্রামে তিস্তার নদীর পানি বিপদসীমার ৪১ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এছাড়া ব্রহ্মপুত্র,দুধকুমার, ধরলাসহ অনান্য নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী মানুষজন বন্যার আতঙ্কে রয়েছে।তবে পাউবো বলছে এ অবস্থায় স্বল্প মেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে। কুড়িগ্রাম সদর পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার ৯৭ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৪১ সে.মি উপর দিয়ে বয়ে যাচ্ছে।এ অবস্থায় জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ, নয়ারহাট,সাহেবের আলগাসহ নি¤œাঞ্চল প্লাবিত হয়ে স্বল্প মেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

তিস্তার গোড়াইপিয়া এলাকার বাসিন্দা মো, আইয়ুব আলী বলেন, ২-৩ দিন থেকে আবারও তিস্তা নদীর পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে,ধান ক্ষেত নিয়ে খুব দুঃশ্চিন্তায় আছে। তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও নদী ভাঙে, পানি কমলেও নদী ভাঙে। তিস্তা পাড়ের মানুষের বারোমাসেই কষ্ট,কেউ দেখে না। খিতাব খাঁ গ্রামে সুরমান আলী বলেন, দিন রাতে সমানে বৃষ্টি হচ্ছে তিস্তার পানি বাড়ছে।গরু ছাগল নিয়ে ফের হামারগুলার ভোগান্তি শুরু হইল।
চিলমারী(কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে শুরু করেছে। চতুর্থ দফায় পানি বাড়ার সাথে সাথে দুশ্চিন্তায় পড়েছেন নদী তীরবর্তী মানুষজন। এদিকে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৫৮ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৭২ সেন্টিমিটার, ধরলার পানি সেতু পয়েন্টে ৯৭ সেন্টিমিটার ও দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৪২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চিলমারীর ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি পাওয়ায় নদ-নদীর অববাহিকার অষ্টমীরচর ও নয়ারহাট ইউনিয়নের নি¤œাঞ্চল প্লাবিত হয়ে পড়ায় বন্যার আশংকায় দিন পাড় করছেন নদী পাড়ের মানুষজন।

লালমনিরহাট সংবাদাতা জানান উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে তিস্তা নদীতে পানি প্রবাহ বেড়ে বিপৎসীমা অতিক্রম করলেও তা নিচে নামতে শুরু করেছে। ফলে তিস্তা নদীর বাম তীরে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে। গতকাল শনিবার দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ০৫ মিটার। যা (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ মিটার) বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা ব্যারেজ ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা জানান উজানে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তার পানি প্রবাহ বেড়েছে। সবগুলো জলকপাট খুলে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে। শুক্রবার সকাল ৯টায় বিপৎসীমা অতিক্রম করে টানা ২৪ ঘণ্টা তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহিত হয়। ফলে নি¤œাঞ্চল ডুবে যায়। তবে ২৪ ঘণ্টা পরে উজানের ঢেউ কমে আসায় পানি প্রবাহ বিপৎসীমার নিচে নেমে এসেছে। লালমনিরহাটে বন্যা পরিস্থিতি উন্নতি ঘটেছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস

উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস

কুষ্টিয়ায়  স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০

কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০

জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান

জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান

ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির  ক্ষতি করতে পারবে না : আমিনুল হক

ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির  ক্ষতি করতে পারবে না : আমিনুল হক

যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম

যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ

সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত

সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত

ব্যবসা গুটিয়ে নিতে এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা

ব্যবসা গুটিয়ে নিতে এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা

ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব প্রভাব পড়বে না: প্রেস সচিব

ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব প্রভাব পড়বে না: প্রেস সচিব