পদ্মার তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন বসতভিটা-ইটভাটা
২৭ আগস্ট ২০২৩, ১১:৪১ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
ফরিদপুর সদর থানার ৪টি পয়েন্ট নদী ভাঙন চলছে। এ ভাঙন প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডিক্রিরচড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও ২ নং ওয়ার্ডে ব্যাপক নদী ভাঙন অব্যাহতের অবস্থা দেখা গেছে। প্রতি ঘণ্টায় নতুন নতুন বসতভিটা, গাছপালা ও ফসলি জমিসহ বড় বড় মাটির চাপ সকলের চোখের সামনে আছড়ে পড়ছে পদ্মায়। কেউ নতুন বাড়িঘর ভাঙছে, কেউ গরু-বাচুর নৌকায় তুলছে কেউবা সখের গাছের কিছু ডালপালা কেটে কিছু খড়ির জোগার করছে। বড় বড় ফলদ গাছ এবং বহু মুল্যবান গাছ চোখের সামনেই বড় বড় মাটির চাপে রাক্ষসী পদ্মায় ঘ্রাস করছে।
গত ২৪ ঘণ্টায় এই দুটি ওয়ার্ডে অব্যাহত ভাঙনে ৩০টি বসতভিটা একটি ইটের ভাটার অর্ধেক পরিমাণ ও সরকারি সড়কসহ প্রায় একশ বিঘা ফসলি জমি গাছপালাসহ নদী ভাঙন পদ্মার বুকে বিলীন হয়ে গেছে। এ নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নাই।
অপরদিকে, সদর থানার নর্থচ্যানেল ইউনিয়নের ৩ নং ও ৫ নং ওয়ার্ডে ৪টি গ্রামেও ব্যাপক নদীভাঙন অব্যাহত আছে। গত দুই মাসে দুটি ইউনিয়নের ৮টি গ্রামের কমপক্ষে ৫০০ বিঘা ফসলি জমি সরকারি কাঁচা পাকা সড়ক, মসজিদ, মাদরাসা, স্কুল, হাসপাতাল ও ২ থেকে ৩ কিলোমিটার সরকারি পাকা রাস্তার নদী ভাঙনে বিলীন হয়ে গেছে।
ডিক্রিরচড়ের অব্যাহত নদী ভাঙনের বিষয় ডিক্রিরচড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. হায়দার আলী খান ইনকিলাবকে বলেন, আমি ভাঙন এলাকা পরিদর্শন করেছি। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৫ থেকে ৩০টি ছোট বড় বসত ঘর নদীভাঙন বিলীন হয়ে গেছে। ভাঙনের তীব্রতা এবং এবং পদ্মার পানির তোড় এতটাই বেশি ছোট নৌকা বা ট্রলার স্রোতের তীব্রতায় সঠিক সময় এপার থেকে ওপারে যেতে পারছে না। কেউ কেউ বাড়িঘর ভেঙে গাছপালা কেটে এবং গরু-বাছুর নিয়ে তড়িঘড়ি করে ছুটতেও পারছে না। বড়ই কষ্টে আছে নদী ভাঙনকবলিত মানুষ। থেমে দিন রাত বৃষ্টি আবার হটাৎ রোদেলা গরমে প্রচ- ভ্যাপসা গরমে হাপিয়ে উঠছে নদী ভাঙনকবলিত মানুষ। যারা নৌকা বা ট্রলারে এপার থেকে ওপারে যাওয়ার সামর্থ নেই বা বাড়ির ঘরের মায়া ছাড়তে পারছেন না তারা বাড়ির আসবাবপত্র নিয়ে পদ্মার চড়েই বাঁশ বা খ্ুঁটি পুঁতে সরকারি রাস্তার উপর মাচা পেতে গবাদিপশুসহ কোনো রকম মাথা গুজার ঠাঁই করতে ব্যস্ততম সময় পার করছে। পাশাপাশি প্রচ- ভাঙনের মুখে পড়ছে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবজাল হোসেন খানের চড়ের বুকে গড়ে উঠা একমাত্র ইটের ভাটাটি। গত ২৪ ঘণ্টায় ইতোমধ্যেই তার ভাটার উত্তরাংশের রাস্তাসহ এক তৃতীয়াংশ পদ্মার তীব্র ভাঙনে বিলীন হয়ে গেছে।
বিএনপি নেতা আবজাল হোসেন খান পলাশ ইনকিলাবকে বলেন, ভাঙন ঠেকানোর স্থায়ী কোনো ব্যবস্থা নাই। ভাঙন ঠেকানোর কেউ আছে কিনা তাও জানি না। আমার এই ভাটাটি সম্পূর্ণ পদ্মার বুকে চলে গেলে আমি ৪ থেকে ৫ কোটি টাকা লোকসানে পড়বো। সবইতো ব্যাংক লোনের উপর করা।
তিনি আরো বলেন, যাদের জমিজিরাত ভিটে মাটি কিছু নাই তারাই বাড়ি করছে চড়ে। এখানেও নদী ভাঙন। সর্বহারা নদী ভাঙনকবলিত নিঃস্ব হওয়া মানুষগুলো বারবারই নদী ভাঙনের শিকার হয়ে বড়ই অসহায় হয়ে পড়ছে।
অপরদিকে, ইনকিলাবের সাথে কথা হয় নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজী মোফাজ্জেল মিয়ার সাথে তিনি বলেন, আমার ইউনিয়নের ৩ নং ও ৫ নং ওয়ার্ডে দীর্ঘ ৫ থেকে ৬ মাস যাবৎ নদী ভাঙন চলছে ইতোমধ্যে এক হাজার বিঘা তিন ফসলি জমি তিন শতাধিক বাড়িঘর, সরকারি ২ কিলোমিটার পাকা সড়ক পদ্মার বুকো বিলীন হয়ে গেছে। ভাঙন থেকে মাত্র একশ গজ দুরত্বে আছে নতুন তিনটি গ্রাম, হাসপাতাল, স্কুল, মসজিদ, প্রধান সড়ক। প্রচ- হুমকীতে এলজিইডির অর্থায়নে করা তিন কোটি টাকার বৃহত্তর গোলডাঙ্গী ব্রিজ।
এই বিষয় ইনকিলাবের সাথে কথায় সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীর সাথে, তিনি বলেন, আমার আপতকালীন অর্থ খরচের ফান্ড সামান্য, বহুবার পাউবোর ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছি।
পাউবোর নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা ইনকিলাবের বলেন, আমরা জিওব্যাগ ডাম্পিং করে ভাঙন রোধের চেষ্টা করছি। বর্তমানে বিশেষ ফান্ডের স্বল্পতা আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিষয় চিঠি দিয়েছি। ভাঙন ঠেকাতে আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক