যার মাল তার কাছে বুঝাইয়া দিতাছি
২৭ আগস্ট ২০২৩, ১১:৪৮ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
‘বিদেশে পাচার করলে পামু ৩০ থেকে ৪০ লাখ টাকা। সকালে ৫০ হাজার টাকা দে, তোর পোলা বিকেলে বাড়িতে যাবে। তোরা পুলিশের সাথে বসে আছোস, আমার সাথে কথা বলার দরকার নাই, আমি যার মাল তার কাছে বুঝাই দিছি’। রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকা থেকে অপহৃত কিশোর মো. নুর নবীকে খুন করার আগে তার পরিবারের কাছে ইমোতে এভাবেই শেষ ক্ষুদে বার্তা পাঠায় অপহরণকারি চক্রের সদস্যরা।
গত ২১ আগষ্ট বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর বাদল সর্দারের গলি এলাকার বাসিন্দা মো. গোলাম রসুলের ১৪ বছর বয়সী ছেলে মো. নুর নবী খেলতে গিয়ে নিখোঁজ হন। পরদিন নুর নবীকে অপহরণের কথা জানিয়ে মুক্তিপন দাবি করা হয় তার পরিবারের কাছে। ইমো নম্বরে মুক্তিপণ নিয়ে বিভিন্ন সময়ে ক্ষুদে বার্তা আদান প্রদান হয়। শেষে অপহৃতের পরিবার মুক্তিপণ দিতে সম্মত হলে চক্রের সদস্যদের পাঠানো বিকাশ নম্বরে আংশিক অর্থ পাঠানো হয়। যদিও ওই টাকা উঠায়নি তারা। পুলিশের সহযোগিতা নিয়েছে জানতে পেরে অপহরণকারীরা নুর নবীকে হত্যা করে লাশ ফেলে রাখে পরিত্যক্ত স্থানে।
গতকাল নুরনবীর বাসায় গিয়ে গিয়ে দেখা যায় পুত্র শোকে শোকাহত পুরো পরিবারের সদস্যরা। নুর নবীর পরিবারের সদস্যদের অভিযোগ, অপহৃত সন্তানকে ফিরে পেতে তারা ঘুরেছেন থানা পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুয়ারে দুয়ারে। কিন্তু কেউই ভুক্তভোগীকে উদ্ধারে যথাযথ উদ্যোগ নেয়নি। কী কারণে কি হলো জানেন না তার বাবা গোলাম রসুল। তিনি বলেন, ২১ আগষ্ট ছেলে নিখোঁজস হলে পরদিন সকালে যাত্রাবাড়ি থানায় যাই। নিজের জাতীয় পরিচয়পত্র সঙ্গে সঙ্গে না নেয়ায় জিডি নেয়নি পুলিশ। এরই মধ্যে ছেলের অপহৃত হবার তথ্য জানায় অপহরণকারী চক্র। বিষয়টি থানাকে জানাই। থানা মামলা নেয়নি। ওই দিনই একটি জিডি নেয়।
এরই মধ্যে মাঝে মধ্যেই অপহরণকারি চক্র ইমোতে ক্ষুদে বার্তা পাঠায়। আমরা তাদের বার্তার অপেক্ষা করতে থাকি। সময় গড়াতে থাকে। থানা পুলিশ একটি জিডি নিয়ে তাকে পরামর্শ দেয় র্যাবের সঙ্গে যোগাযোগ করতে। র্যাবের কাছে যাওয়া হলে সংস্থাটির কর্মকর্তারা জানান, তারা মামলা ছাড়া কোনো কাজ করতে পারবেন না। এরপর আবার থানায় যোগাযোগ করা হলে তারা কোনো মামলা নিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। এভাবে কেটে যায় চার দিন।
এর মধ্যেই একাধিকবার অপহরণকারীদের সঙ্গে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা হয়। অপহরণকারীরা প্রথমে জানায় নূর নবী বাংলাদেশের সীমান্ত এলাকায় আছে। শুধু নুর নবী একা নয়। তার সঙ্গে রয়েছে আরও ৫ জন। ইচ্ছে করলে নুরনবীকে ছেড়ে দিতে পারে । তবে এজন্য মুক্তিপণ লাগবে। তারা কখনো নুর নবীর ছবি পাঠায়। সর্বশেষ নুর নবীর একটি ভিডিও পাঠানো হয়।
বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয় মুক্তিপণের কিছু টাকা। প্রত্যেকটি বিষয়ে যথাসময়ে অবহিত করা হয়েছে পুলিশ এবং র্যাবকে। কিন্তু উদ্ধার করা যায়নি ভুক্তভোগী নুর নবীকে। একপর্যায়ে অপহরণকারীদের পাঠানো একটি ভিডিওর সূত্র ধরে নুর নবীর বড় ছেলে নিজেই চলে আসেন চট্টগ্রামে। সেখানে যাওয়ার পর ভাইকে তিনি পেয়েছেন। তবে জীবিত নয়, মৃত অবস্থায় হাসপাতালের মর্গে। তাদের অভিযোগ, ২১ থেকে ২$ তারিখ রাত পর্যন্ত সময়টা একেবারে কম নয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সোচ্চার হলে এর্ সময়ের মধ্যে নুরনবীকে উদ্ধার করা সম্ভব হতো।
নুরনবীর ভাই রমজান ইনকিলাবকে বলেন, গত ২৪ আগস্ট অপহরণকারীরা আমার বাবার ইমোতে নুরনবীর কয়েক সেকেন্ডের একটি ভিডিও পাঠায়। ভালো করে দেখলাম, আমার ভাইকে যেখানে দেখানো হয়েছে সেখানে চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন নাম লেখা ছিল। বিষয়টি পুলিশকে জানানোর পর আমি নিজেই রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। গত ২৫ তারিখ শুক্রবার সকালে ষোলশহর রেলস্টেশনে পৌঁছে নুর নবীর খবরাখবর নিই এবং স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলি। তাকে ভাইয়ের ছবি দেখিয়ে বলি আমার ভাইয়ের কোনো সন্ধান পেলে জানানোর জন্য। এরপর আমি সেখানে স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে চলে আসি। কিছুক্ষণ পর আমাকে স্টেশন মাস্টার ফোন দিয়ে বলে অজ্ঞাতনামা এক কিশোরের লাশ পাওয়া গেছে। তার পরামর্শে আমি পাঁচলাইশ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে চমেক হাসপাতালের মর্গে গিয়ে ছোট ভাইয়ের লাশ শনাক্ত করি।
খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগীর নুর নবীর বাবা মো. গোলাম রসুল পেশায় একজন বাবুর্চি। তার দুই ছেলে এক মেয়ে। বড় মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। বড় ছেলে রমজান যাত্রাবাড়ী এলাকায় একটি ওয়ার্কশপে চাকরি করেন। নুর নবী সবার ছোট। তবে বয়স ১৪ বছর হলেও সে এখনো প্রথম শ্রেণিতেই পড়ত।
গত ২১ আগস্ট বিকেলে নুর নবী খেলাধুলার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। প্রথম দিন নুর নবীর বন্ধুদের জিজ্ঞেস করলে তারা জানায়, সে হোসেন ভাই নামে একজনের জন্মদিনের অনুষ্ঠানে গেছে। ওই সময় থেকে হোসেনও নিখোঁজ। বাবা হারা হোসেনের মা এ ব্যাপারে থানায় জিডি করেন।
নুরনবীর বাবা বলেন, পরদিন দুপুরে আমার মোবাইলে কল করে অপরপ্রান্ত থেকে একজনে বলেন ‘তোমার ছেলে কোথায় আছে জান? ইমোতে ফোন দাও।’ এরপর আমি নম্বর সেট করে ইমোতে ফোন দিই। বেশ কয়েকবার দেওয়ার পরও কল রিসিভ হয়নি। এরই মধ্যে অপরপ্রান্ত থেকে মেসেজ দেওয়া হয় ‘এতো ফোন দিচ্ছ কেন? আমি ফ্রি হয়ে ফোন দেব।’ এক ঘণ্টা পর আবার ফোন দিই। তখন সে মেসেজ দেয় 'দিচ্ছি'। বিকেলে আমি আবার থানার উদ্দেশ্যে বের হই এসময় আবার অপরপ্রান্ত থেকে মেসেজ আসে 'ইন্ডিয়া বর্ডার।'
আমি ওসিকে বললে তিনি সবকিছু শুনে আমাকে জিডি করিয়ে দিলেন। এরপর আমি বাড়িতে চলে আসলাম। ২২ আগস্ট রাতে হঠাৎ মেসেজ আসল ৫০ হাজার টাকা পাঠাতে। এরপর সারারাত তারা একটা মেসেজ দেয় আমরা একটা দিই। বিষয়টি র্যাব-১০ কে জানালে তারা যাত্রাবাড়ী থানায় মামলা রেকর্ড করে আসার পরামর্শ দেন। আসেন।’ এদিকে অপহরণকারীরা আমাকে ফোন দিয়ে দ্রুত টাকা পাঠাতে বলে। ওসির সঙ্গে কথা বলি। তিনি বলেন, ‘আপনার কাজ চলছে, আমাদের টিম কাজ করছে।’ আমরা বিভিন্ন দপ্তরে যাই সহযোগিতার জন্য।
হঠাৎ দুপুরে আমাকে ওই পাশ থেকে একটি বিকাশ নম্বর দিয়ে ৫ মিনিটের মধ্যে টাকা পাঠাতে বলে। এরপর ওই নম্বরে আমরা ৫ হাজার টাকা বিকাশ করি এবং পুলিশ ও র্যাবকে নম্বরটা দিই। টাকা পাঠানোর পর ইমোতে অপর প্রান্ত থেকে ৫ হাজার টাকা কেন পাঠিয়েছি জানতে চায়। তারা আমাকে আমাকে বেশি চালাকি করতে মানা করে এবং বিকাশের নম্বরে ফোন দিতে মানা করে ইমোতে ব্লক করে দেয়।
এদিকে লাশ উদ্ধারের ঘটনায় পাঁচলাইশ থানা একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেখানের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা ইনকিলাবকে বলেন, নুর নবী যার সঙ্গে বের হয়েছিলো সেই হোসেন নামে অপর কিশোরকে উদ্ধার করা হয়েছে। আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনে অভিযান চালাচ্ছি। হোসেন এ ঘটনার সঙ্গে জড়িত কিনা জানতে চাইলে তিনি তদন্তের স্বার্থে বেশি কিছু প্রকাশ না করার অনুরোধ করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক