মানব মস্তিষ্কে কৃমির সংক্রমণ শনাক্ত হলো প্রথমবার
২৯ আগস্ট ২০২৩, ১০:৫৯ পিএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
বিশ্বে গত ৩০ বছরে করোনভাইরাস সহ প্রায় ৩০টি নতুন ধরনের সংক্রমণ ঘটনা আবিস্তৃত হয়েছে। কিন্তু এবার একটি বিরল ধরনের সংক্রমণ আবিষ্কার করেছেন চিকিৎসকরা। তারা প্রথমবারের মতো মানব মস্তিষ্কে জীবন্ত কৃমি খুঁজে পেয়েছেন, বিশে^ যার কোনো নজির এর আগে দেখা যায়নি। গতকাল মঙ্গলবার প্রকাশিত ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস জার্নালে একটি নতুন গবেষণাপত্রে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) এবং ক্যানবেরা হাসপাতালের গবেষকরা জানিয়েছেন যে, তারা এক নারীর মস্তিষ্কে ৮ সেন্টিমিটার (৩.১৫ ইঞ্চি) লম্বা কৃমি খুঁজে পেয়েছেন। এএনইউ ও ক্যানবেরা হাসপাতালের সংক্রামক রোগের বিশেষজ্ঞ সঞ্জয় সেনানায়েক বলেছেন যে, এই ঘটনা প্রাণী থেকে মানুষে রোগ ছড়ানোর ক্রমবর্ধমান ভয়াবহতার ঝুঁকির দিকেই ইঙ্গিত করছে।
সঞ্জয় এক বিবৃতিতে বলেছেন, ‘শুধু মানুষের ক্ষেত্রেই নয়, আমাদের জানামতে স্তন্যপায়ী প্রজাতির মস্তিষ্কে ওফিডাসকারিস শনাক্তের ঘটনা এটিই প্রথম। সাধারণত এ ধরনের গোলকৃমি পেটে থলেওয়ালা প্রাণী ও ছোট স্তন্যপায়ী প্রাণীর মধ্যে পাওয়া যায়, যা অজগরের খাদ্য হলে, সাপের মধ্যেই কৃমির এই প্রজাতিটি তার জীবনচক্র সম্পন্ন করে।’
ক্যানবেরা হাসপাতালের ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজির পরিচালক এবং এএনইউ মেডিকেল স্কুলের সহযোগী অধ্যাপক কারিনা কেনেডি বলেছেন, ‘৬৪ বছর বয়সী এই নারী সম্ভবত ‘ওয়ার্রিগাল গ্রিন্স’ থেকে সংক্রমিত হয়েছেন। এটি এক ধরনের অস্ট্রেলীয় ঘাস, যা খাওয়া যায়। তিনি সম্ভবত বাড়ির কাছ থেকে এটি সংগ্রহ করেছিলেন এবং রান্না করে খেয়েছিলেন। এই ঘাসগুলি হল অজগরদের আবাসস্থল যেখানে সেগুলো মল ত্যাগ করার মধ্য দিয়ে ওফিডাসকারিসের ডিম ছড়িয়ে থাকে।’ গবেষকরা বলছেন যে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ সাউথ ওয়েলসের ওই মহিলা সম্ভবত সেই ঘাস স্পর্শ করার মাধ্যমে বা খাওয়ার পর সংক্রমিত হয়েছিলেন। তারা ঘটনাটিকে অবিশ্বাস্যভাবে স্থিতিস্থাপক হিসাবে বর্ণনা করে বলেছেন যে, গোলকৃমি বিভিণœ ধরণের পরিবেশে উন্নতি ঘটাতে পারে।
সর্বপপ্রথম ২০২১ সালের জানুয়ারিতে সেই নারীর শরীর খারাপ করতে শুরু করে। ৩ সপ্তাহের মধ্যে পরিস্থিতি এমন গিয়ে দাঁড়ায় যে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। প্রাথমিকভাবে তার লক্ষণগুলো ছিল পেটে ব্যথা ও ডায়রিয়া। পরে তার জ্বর ও শ্বাসকষ্টও হওয়া শুরু হয়। সে বছর আর কৃমি শনাক্ত করা যায়নি। কারণ নানা পরীক্ষা নিরীক্ষা করলেও চিকিৎসকদের ভাবনায়ও আসেনি যে এটি মস্তিষ্কে বাসা বাঁধতে পারে। এরপর, ২০২২ সালে সেই নারী ভুলে যাওয়া ও বিষণœতাজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলে ডাক্তাররা তার মস্তিস্ক পরীক্ষা করেন। এমআরআই পরীক্ষায় তার মস্তিষ্কে ক্ষত শনাক্ত হয়। পরে একজন নিউরোসার্জন বিষয়টি খতিয়ে দেখতে গেলে তিনিই কৃমির সন্ধান পান, যা তাকে বেশ হতবাক করে। পরে একজন পরজীবী বিশেষজ্ঞ এটিকে কৃমি হিসেবে নিশ্চিত করেন।
সেনানায়েকে বলেন, ‘এই ঘটনাটি প্রাণী থেকে মানুষের মধ্যে রোগ ছড়ানোর ক্রমবর্ধমান ঝুঁকিকে প্রতিফলিত করে। গত ৩০ বছরে বিশ্বে প্রায় ৩০টি নতুন সংক্রমণ ঘটেছে। বিশ্বব্যাপী উদীয়মান সংক্রমণগুলির মধ্যে প্রায় ৭৫ শতাংশ প্রাণীবাহিত, যার অর্থ প্রাণীজগত থেকে মনুষ্যজগতে সংক্রমণ বাহিত হয়েছে। এর মধ্যে রয়েছে করোনাভাইরাস। এই ওফিডাসকারিস সংক্রমণ মানুষ থেকে মানুষে ঘটে না, তাই এটি সার্স, কোভিড-১৯ বা ইবোলার মতো মহামারী সৃষ্টি করবে না। তবে, সাপ এবং পরজীবী বিশ্বের অন্যান্য অংশে পাওয়া যায়, তাই সম্ভবত অন্যান্য দেশে অন্যান্য সংক্রমণগুলি আগামী বছরগুলিতে স্বীকৃত হবে। সূত্র : আল জাজিরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড