সেপ্টেম্বরে ঢাকায় আসছে আইএমএফ
২৯ আগস্ট ২০২৩, ১১:১১ পিএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
আগামী সেপ্টেম্বরে ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি মিশন। বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক (সামষ্টিক অর্থনীতি) রিস্কসহ ফিসক্যাল রিস্ক বিশ্লেষণ করতে মিশনটি ১৫ দিন বাংলাদেশে থাকবেন। এ সময় বাংলাদেশের ডেট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, রিসেন্ট অ্যান্ড এক্সপেক্টেড ট্রেন্ডস ইন এক্সটার্নাল নন-কনসেশনাল বরোয়িং এর তথ্য পর্যালোচনাসহ সরকারি ঋণের ঝুঁকি নির্ধারণ করা হবে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, আইএমএফ থেকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার শর্তের সঙ্গে সংস্থাটির এই টেকনিক্যাল অ্যাসিসটেন্স (টিএ) মিশন সফরের কোনো সম্পর্ক নেই। এটি একটি নিয়মিত মিশন বলে উল্লেখ করেন তিনি।
তিনি জানান, আগামী ডিসেম্বরে বাংলাদেশ আইএমএফ থেকে ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ার আশা করছে। তার আগে ঋণের শর্ত বাস্তবায়ন যাচাই করতে আগামী ৪ অক্টোবর রিভিউ মিশন আসবে।
আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে অর্থ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে আইএমএফের এই টেকনিক্যাল অ্যাসিসটেন্স (টিএ) মিশন। এই সময়ে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক রিস্ক অ্যানালাইসিস, ডেট সাসটেইনেবিলিটি অ্যানালাইসিস এবং মিডিয়াম টার্ম ম্যাক্রোইকোনোমিক পলিসি স্টেট্মেন্ট (এমটিএমপিএস)-এ ম্যাক্রোইকোনমিক ও ফিসক্যাল আউটলুকে চিহ্নিত ঝুঁকিগুলো নিয়ে আলোচনা করবে এই মিশন।
আইএমএফ মিশনের আসন্ন এই সফর উপলক্ষে প্রস্তুতি নেয়া শুরু করেছে অর্থ বিভাগ। প্রয়োজনীয় তথ্যাদি ও সহায়তার জন্য গত সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনয়ন দিতে বলেছে অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগ। সফরের প্রথম দুইদিন অর্থ বিভাগের বিভিন্ন উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে সভা করবে আইএমএফ। এরমধ্যে বাংলাদেশের ফিসক্যাল রিস্ক ম্যানেজমেন্টের লিগ্যাল ও ইনস্টিটিউশনাল সেটিং এবং স্টেট ওন এন্টারপ্রাইজেসগুলোর পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, স্টেট ওন এন্টারপ্রাইজেস (এসওইএস) নিয়ে আইএমএফ অনেক তথ্যই জানতে চাইবে। যেমন- স্টেট ওন এন্টারপ্রাইজেসগুলোর গভর্নেন্স ফ্রেমওয়ার্ক কেমন, এসওইএসগুলোর কন্ট্রোল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ওভারসাইটস, পাবলিক সার্ভিস অবলিগেশনস অব এসওইএস, ফাইন্যান্সিয়াল সাপোর্ট ও এসওইএস এবং ট্র্যাক রেকর্ড অব ডেট সার্ভিস পেমেন্ট অবলিগেশনস নিয়ে আলোচনা হবে।
তারা জানান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের কোনো ফিসক্যাল রিস্ক তৈরি হচ্ছে কি-না, তাও পর্যালোচনা করবে আইএমএফ। পিপিপি রিলেটেড ফার্ম অ্যান্ড কন্টিনজেন্ট লায়াবিলিটিস বিশ্লেষণ করবে এই মিশন।
এছাড়া, রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানগুলোকে দেয়া সরকারের গ্যারান্টি ও ঋণের ব্যবস্থাপনা বিশ্লেষণ করবে আইএমএফ টিম। এরমধ্যে কারেন্ট স্টক অব গ্যারান্টিস, বিনিফিশিয়ারিজ, আউটস্ট্যান্ডিং গ্যারান্টিস, সার্ভিসিং অব গ্যারান্টেড ডেট এবং আগামী তিন অর্থবছরে কী পরিমাণ গ্যারান্টি দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে, তা পর্যালোচনা করবে। অধিকন্তু, গ্যারান্টেড ডেট সার্ভিসিংয়ের জন্য বাজেটে কোন ধরনের প্রভিশন রাখা হয়েছে, তা যাচাই করে ঝুঁকি নির্ধারণ করা হবে। একই সঙ্গে, স্টেট ওন এন্টারপ্রাইজেস এবং সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের ঋণ, স্টক অব ডেট, প্রাইসিং, রিকভারি এবং আগামী তিন বছরের প্রজেক্টেড ডেট সার্ভিসের তথ্য যাচাই করবে আইএমএফ।
সফরকালে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের ম্যাক্রোইকোনোমি ও ফিসক্যাল ম্যানেজমেন্টে কোন ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে, তাও বিশ্লেষণ করবে আইএমএফ। দেশের অর্থনীতিতে প্রাকৃতিক দুর্যোগের নেতিবাচক প্রভাব, রাজস্ব আদায়ের উপর প্রাকৃতিক দুর্যোগের প্রভাবসহ দুর্যোগ মোকাবেলায় সরকারকে বাজেট থেকে কী পরিমাণ আর্থিক সহায়তা দিতে হয়, তা বিশ্লেষণ করবে আইএমএফ।##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড