ক্ষতিপূরণ মেলেনি ১২ বছরেও
৩০ আগস্ট ২০২৩, ১১:০৯ পিএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
রাজধানী ঢাকা মহানগরীর সৌন্দর্য বৃদ্ধি, অবৈধ দখল থেকে লেক উদ্ধারসহ বেশ কিছু উদ্দেশ্যকে সামনে রেখে ২০১০ সালে শুরু হয় ‘গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন’ প্রকল্পের কাজ। শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালে, কিন্তু তা হয়নি। তারপর খরচ বাড়ানো ছাড়াও এ প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ৫ বার। তবুও এ প্রকল্পের কাজ কাজ হয়নি। ছয় বারের মতো এবার চার বছর সময় বাড়িয়ে প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব দেয়া হচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে না। এদিকে উচ্চ আদালতে রিটের আদেশ আমলে নিচ্ছে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের জিওবি’র অর্থায়নের ‘গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন’ বাস্তবায়নাধীন প্রকল্পের সংশোধিত ডিপিপিতে কাজের পরিধি নির্ধারণ ও ব্যয় নির্ধারণের যৌক্তিকতা নিরুপণের লক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলেও তার কোনো প্রতিবেদন দাখিল করতে পারেনি বলে জানা গেছে। তবে রাজউক উন্নয়ন প্রকল্পে বাস্তবায়ন বাদ দিয়ে জমি, প্লট-ফ্ল্যাট এবং নতুন নতুন বাড়ির প্ল্যান পাশ কাজে বেশি মানোযোগী বলে জানা গেছে। এ প্রকল্প বাস্তবায়ন না হওয়ার কারণে একটি ক্ষতিগ্রস্ত জমির মালিকরা ভূমি উন্নয়ন কর দিতে পারছেন না।
জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. কাজী ওয়াছি উদ্দিন ইনকিলাবকে বলেন, গুলশান-বনানী-বারিধারার লেকের প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ চেয়ে অর্থ মন্ত্রণালয়ের চিঠি দেয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় রাজউকের নিজস্ব অর্থ থেকে বাস্তবায়ন করার নিদের্শনা দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য আমরা রাজউকে চিঠি দিয়েছি।
এদিকে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করে ঢাকা জেলা প্রশাসক (ডিসি)। ক্ষতিগ্রস্তদেরকে ৩ এবং ৬ ধারায় নোটিশও করা হয়। অথচ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের কোনও অর্থ ১২ বছর ধরে পরিশোধ করা হয়নি। গত বছর ২৫ এপ্রিল গুলশান-বনানী-বারিধারা লেক প্রকল্পে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল জারি করা হয়। রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা লেক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের বিদ্যমান আইন (২০১৭ সালে প্রণীত আইন) অনুযায়ী, ক্ষতিপূরণ প্রদানের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ভূমি মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ. শাখা), ঢাকা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে আগামী ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ভুক্তভোগী মো. লেহাজউদ্দিনসহ ৮৩ জনের পক্ষে করা রিটের শুনানি নিয়ে গত বছর ২৫ এপ্রলি বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।এদিকে খরচ বৃদ্ধি ছাড়াই উন্নয়ন প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় ৫ বার। তারপরও প্রকল্পের কাজ শুরু হচ্ছে না। প্রকল্পগুলোর ২০১৯-২০২০ অর্থ বছরের বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দেওয়া হলেও তার অগ্রগতি প্রতিবেদন বলা হয় প্রকল্পের কাজ চলমান। অর্থচ এ প্রকল্পের কাজ শুরুই করতে পারেনি রাজউক।
অন্যদিকে গত ১৭ আগষ্ট অর্থ মন্ত্রণালয়ে গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রস্তাবিত ১ম সংশোধিত ডিপিপির বর্ধিত ব্যয় একশত বায়ান্ন কোটি একাত্তর লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা রাজউকের নিজস্ব অর্থ থেকে প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে নিদের্শনা দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাজেট-২ অনুবিভাগ বাজেট-২৪ অধিশাখার পাঠানো চিঠিতে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্পের অর্থায়নের ধরন নির্ধারণ সংক্রান্ত। উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আর্থিক সক্ষমতা (বার্ষিক নিরীক্ষা রিপোর্ট অনুযায়ী) এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে বাংলাদেশ সরকারের কৃচ্ছতাসাধন নীতি বিবেচনায় ‘গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের প্রস্তাবিত ১ম সংশোধিত ডিপিপির বর্ধিত ব্যয় ১শ’ ৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা রাজউকের নিজস্ব আয় হতে সংস্থান করার সুযোগ রয়েছে মর্মে নির্দেশক্রমে জানিয়ে দেয়া হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক পরিকল্পনা কমিশনের এক সদস্য বলেন, গুলশান-বনানী-বারিধারা লেকের কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ কারণে রাজউকের কর্মকর্তারা বারবার ভুল তথ্য পাঠাচ্ছে। তাদের কারণে গত ১২বছরও ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের টাকা পাচ্ছে না।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রকল্পের আকার ৪১০ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার ৮৮৬ কোটি ১১ লাখ ৩২ হাজার টাকা করা হয় এবং প্রায় তিন বছর আগে প্রকল্পের সংশোধিত নকশাসহ প্রস্তাব এরই মধ্যে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। কিন্তু রাজউক থেকে এর কোনো সংশোধিত নকশাসহ প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠানো হচ্ছে না। বছরে পর বছর রাজউক উন্নয়ন প্রকল্পে ফাইল আটকে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো প্রতিবেদনে বলা হয়. রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্প ৪১০ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকা ব্যয় করা হয়েছে। মোট প্রকল্পের ব্যয়ের বিপরিদে ৭৪ দশমিক ৬১ শতাংশ দেখানো হয়েছে। প্রকল্পের মোট বাস্তব অগ্রগতি ভৌত খাতে ৭৫ শতাংশ এবং আর্থিক খাতে ৭৪ দশমিক ৬১ শতাংশ। প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতিতে বলা হয়েছে রাজধানীর গুলশান-বনানী-বারিধারা এলাকায় লেকের জমি অধিগ্রহণ, লেক খনন ও উন্নয়ন, ওয়াকওয়ে, কজওয়ে, ড্রাইভওয়ে নির্মাণ করা হয়েছে তা প্রতিবেদনে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ গত বছর প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মহাপরিচালক, বর্তমান প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো, তোফাজ্জল হোসেন মিয়া প্রকল্প এলাকা দুই বছর আগে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রকল্পের তেমন অগ্রগতি দেখতে পাননি। অথচ কাজ না করে, রাজধানীর গুলশান-বনানী-বারিধারা এলাকায় লেকের জমি অধিগ্রহণ, লেক খনন ও উন্নয়ন, ওয়াকওয়ে, কজওয়ে, ড্রাইভওয়ে নির্মাণ ব্যয় দেখিয়ে ৪১ কোটি টাকা প্রকল্পের নামে তুলে নেয়া হয়েছে। এখনো জমির মালিকরা জমি অধিগ্রহণের টাকা পায়নি অথচ প্রকল্পের প্রতিবেদনে টাকা দেয়ার কথা উল্লেখ করা হযেছে। কি কারণে প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে। এ খবরে বলা হয়েছে আরডিপিপি অনুমোদন বিলম্ব, মামলাজনিত কারণে বিলম্ব হচ্ছে। মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, পুনর্গঠিত সংশোধিত ও ডিপিপি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
প্রকল্পের পরিচালক সাবের হোসেন ইনকিলাবকে বলেন, গুলশান-বনানী এবং বারিধারা লেক উন্নয়ন প্রকল্পের সংশোধিত প্রস্তাব দ্রুত পরিকল্পনা কমিশনে পাঠাতে নির্দেশনা দিয়েছিল। তখন করোনার কারণে পাঠানো হয়নি। সংশোধিত নকশাসহ বিভিন্ন কাজ চলছে। যে কোনো সময় মন্ত্রণালয়ে পাঠানো হবে। অর্থমন্ত্রণালয়ের চিঠি এখনো আমরা পাইনি।
গত বছর উচ্চ আদালতে রিটকারীদের পক্ষে ব্যারিস্টার শেখ মোহাম্মদ তারিকুল ইসলাম শুনানি করেন। পরে ব্যারিস্টার শেখ মোহাম্মদ তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ করে রাজউক। অধিগ্রহণের আওতায় যাদের জমি পড়েছে, তাদেরকে এলএ কেসের পরিপ্রেক্ষিতে ৩ ধারা এবং ৬ ধারায় নোটিশ করা হয়েছে। অথচ তাদেরকে এখনও পর্যন্ত ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হয়নি। ক্ষতিপূরণের কোনো টাকা জেলা প্রশাসনে জমা দেয়নি রাজউক। অপরদিকে জমির মালিকরা দু’টি নোটিশপ্রাপ্ত হওয়ায় জমির খাজনা পরিশোধ করতে পারছেন না। এ কারণে জেলা প্রশাসনের দেয়া ৩ ধারা এবং ৬ ধারার নোটিশকে চ্যালেঞ্জ করেছি। শুনানি নিয়ে আদালত বিবাদীদের প্রতি রুল জারি করেছেন।
গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্পের সংশোধিত প্রস্তাব দ্রুত দেয়ার কথা জানিয়ে পরিকল্পনা কমিশন দুই বছর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)কে চিঠি দিয়েছে। অথচ এই দীর্ঘদিনেও সংশোধিত নকশাসহ প্রস্তাব দিতে পারেনি রাজউক। সরকার উন্নয়ন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করতে চায় অথচ রাজউকের ঢিলেমিতে তা সম্ভব হচ্ছে না।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড