ড. মঈন খান

গুমের পরিণতি শুভ হবে না

Daily Inqilab স্টাফ রিপোর্টার

৩০ আগস্ট ২০২৩, ১১:৪৫ পিএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের আর্তি সরকার শুনতে না পেলে এর পরিণতি শুভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসটিকে ‘বিষাদময়’ উল্লেখ করে তিনি বলেন, কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন কোমলমতি শিশুরা তারা মাইকের সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে তাদের বাবার স্মৃতি নিয়ে। একজন বলেছে, ‘এই গুম দিবস চাই না, আমি বাবা দিবস ফিরে পেতে চাই’। কল্পনা করেছেন, একটি শিশু কি মর্ম যাতনায় এই কথাটি বলতে পারে। সরকারকে এর জবাব দিতে হবে। অন্যথায় এই কালের ক্রন্দন ধ্বনি এই সরকার শুনতে না পায়, এই ক্রন্দনের বন্যায় আজকের স্বৈরাচারী সরকার ভেসে যাবে। গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিকাল তিনটা থেকে এক ঘণ্টার এ মানববন্ধনে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের একপাশে নেতাকর্মীরা মুখে কাপড় বেঁধে দাঁড়িয়ে দীর্ঘ মানবপ্রাচীর তৈরি করেন। ছিলেন গুম হওয়ার পরিবারের সদস্যরাও।

ড. আবদুল মঈন খান বলেন, আজকে এই মানববন্ধনে গুম হওয়া পরিবার এখানে উপস্থিত হওয়ায় তাদের ধন্যবাদ জালানেও আজকে তাদের জন্য, আমাদের জন্য বিশাদের দিন। সরকারকে এই জন্য জবাব দিতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিক-নির্দেশনায় এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত কর্মসূচি অনুসরণ করে আমরা এই সরকারকে বিদায় দেবো শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে। আমরা বাংলাদেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ।

তিনি বলেন, দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, এখানে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, এদেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হবে।

গুম হওয়া পারভেজ হোসেনের ছোট মেয়ে হৃদি বলেন, আমার বুকের সামনে এই ছবিটি আমার বাবার। আমি বাবাকে ১০ বছর দেখি না। আমি আমার পাপ্পাকে ফেরত চাই। আর ভালো লাগছে না আমার। বাবাকে আপনারা ফিরিয়ে দিন। আর গুম দিবস পালন করতে চাই না, বাবা দিবস ফেরত চাই।

গুম হওয়া মাহফুজুর রহমান সোহেলের ছোট্ট মেয়ে সাফা কান্না বিজড়িত কণ্ঠে বলেন, আমার বাবাকে আজকে ১০ বছর ধরে দেখি না। আমি ছোট কালে বাবাকে দেখিনি। বাবা ছাড়া ভালো লাগে না। আমি খুব কষ্টে আছি। সরকারের কাছে আমার একটাই চাওয়া আমার বাবাকে ফিরিয়ে দিন, আমি আর কিছু চাই না।

এছাড়া গুম হওয়া সাজেদুল ইসলাম সুমনের বোন সানজীদা ইসলাম তুলি, হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়া, মাজহারুল ইসলাম রাসেলের বড় ভাই লোটাস, মিরাজ খানের স্ত্রী আমেনা আখতার বৃষ্টি তাদের দুঃখ ও কষ্টের কথা বলতে গিয়ে বারবার অশ্রুসজল হয়ে পড়েন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, গুম-হত্যার বিচার চাইলে সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। আওয়ামী লীগকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে। আগামীতে ক্ষমতায় গিয়ে জাতীয় সরকার গঠন করতে পারলে আওয়ামী লীগ সরকারের সকল অপকর্মের বিচার করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম বলেন, সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলা যায় না। হারিয়ে যাওয়া মানুষদের ফিরে পেতে হলে সরকারের পতনের বিকল্প নেই। আওয়ামী লীগ মানেই অত্যাচার, আওয়ামী লীগ মানেই নিপীড়ন। সকলকে রাজপথে নেমে সোচ্চার হতে হবে, জানিয়ে দিতে হবে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপির নেতাকর্মীদের গুম করেছে। রাজপথে আন্দোলনে দাবি আদায়ের প্রস্তুতি নিন, দেশ-বিদেশের সকলে বিএনপির পাশে আছে। ঐক্যবদ্ধ আন্দোলনে ক্ষমতাসীনদের পরাজিত করা হবে।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরাফত আলী সপু, আনিসুর রহমান তালুকদার খোকন, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, কৃষক দলের হাসান জাফির তুহিন, ছাত্রদলের রাশেদ ইকবাল খান মানববন্ধনে বক্তব্য রাখেন। এ দিবস উপলক্ষে ঢাকা ছাড়াও দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে দলের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল করেন।###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে

বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে

সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে

সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে

এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক

এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন

বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়

বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়

আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি

আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি

মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ

মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ

বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি

বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা

বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা

গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ

গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা

না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা

না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২

ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ

ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ

ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু

ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু

ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা

ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা

মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫

মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা

দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা