গায়েবি ১৬ কবরে তোলপাড়
৩০ আগস্ট ২০২৩, ১১:৫৩ পিএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
এ যেন সৈয়দ ওয়ালীউল্লাহ ‘লালসালু’ উপন্যাসের মজিদের মহব্বতনগর গ্রামে প্রাচীন কবর আবিস্কারের কাহিনী। গ্রামে ফিরে মজিদ দ্রুত জঙ্গল পরিষ্কার করে ‘মোদাচ্ছের পীরের মাজার’ চিহ্নিত করে প্রাচীন কবর নতুন রূপ দিয়ে ব্যবসা ফাঁদে। হঠাৎ করে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় ১৬টি কবর আবিস্কার হয়েছে। হঠাৎ করে আবিস্কার করা ওই কবরগুলো দেখতে দূর দূরন্ত থেকে প্রতিদিন বিপুল সংখ্যক লোকজন ছুটে আসছেন। ১৬ কবর নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেন কৌতূহলের শেষ নেই। কবরস্থানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে একটি চক্র গুজব ছড়ায়। গুজবের সেই ডালপালা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। যা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্যময় ওই কবরগুলো নিয়ে দেখা দিয়েছে জনমনে নানা রকমের প্রশ্ন। প্রকৃত ঘটনার জানার চেষ্টা করছেন উৎসুক মানুষ। প্রশ্ন হচ্ছে এই কবরগুলো কার? হঠাৎ করে এগুলো কারা আবিস্কার করলো? কবর আবিস্কারের পেছনের রহস্যই বা কী।
জানতে চাইলে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা বলেন, রমিজ মোল্লা গোরস্থানের ১৬টি নতুন কবর এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের অনুরোধ জানিয়ে একটি লিখিত আবেদন করেছেন। ওই আবেদনের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনারকে আহবায়ক, পৌর উপসহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারকে সদস্য করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
জানা গেছে, গোরস্থানের জায়গা বিক্রির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাজানো ১৬টি ‘গায়েবি কবর’র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনার তদন্তে নেমেছেন প্রশাসন। জমিজমা সংক্রান্ত ঘটনাকে ঘিরে ধর্মীয় বিষয়কে পূঁজি করে কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার মোল্লাবাড়ির পারিবারিক গোরস্থান নিয়ে এমন ঘটনায় স্থানীয়রা ধিক্কার ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনার রহস্য উদঘাটনে দেবিদ্বার উপজেলা প্রশাসন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর এলাকার মোল্লা বংশ বেশ প্রাচীন একটি গোত্র। প্রায় দুইশ বছর আগে মোল্লা বংশের পরিবারের মারা যাওয়া সদস্যদের দাফন সম্পন্নের জন্য গড়ে তোলা হয় মোল্লা বাড়ির পারিবারিক গোরস্থান। যে সময়ে গোরস্থানটি করা হয় তখন দেবিদ্বার পৌর এলাকাও ছিল না, আবার গোরস্থানের পাশে নিউমার্কেটও ছিল না। পরে জনসংখ্যা বৃদ্ধির এবং জায়গা জমির দাম বেড়ে যায়। কালের বিবর্তনে গোরস্থানের পাশে নির্মিত হয় দেবিদ্বার নিউ মার্কেট। ফলে সময়ের প্রেক্ষিতে ওই এলাকায় জমির মূল্য দিন দিন বৃদ্ধি পেতে থাকে।
সম্প্রতি ওই গোরস্থানের (নিউ মার্কেট সংলগ্ন) দুই শতক জমি বিক্রির জন্য প্রস্তুতি নেন মোল্লাবাড়ির বংশধর মো. রমিজ উদ্দিন মোল্লা। এতে প্রতিপক্ষের লোকজন বেঁকে বসেন। ওই জায়গা যাতে রমিজ উদ্দির মোল্লা বিক্রি করতে না পারেন সেখানে নতুন মাটি ফেলে ১৬টি কবরের উপরিঅংশ তৈরি করে তাতে ফুল গাছ লাগিয়ে এক অভিনব কৌশল প্রয়োগ করে প্রতিপক্ষ। ১৯৪৮ সালে রচিত ‘লালসালু’ উপন্যাসের মজিদের মহব্বতনগর গ্রামে দ্রুতই জঙ্গল পরিষ্কার করে কবরকে মোদাচ্ছের নামে এক পীরের মাজার হিসেবে পরিচিত করে তোলার মতোই। ওই উপন্যাসের দেখানো হয়েছে প্রাচীন সেই কবর নতুন রূপদিয়ে মাজার ব্যবসা করে মজিদ বিত্তবৈভবের মালিক হন। আর দেবিদ্বারের ১৬ কবরের এই রকম দৃশ্যের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ‘গায়েবি কবর’ আখ্যায়িত দিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে একটি গ্রুপ।
গত বুধবার ঘটনার বিষয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এটি মোল্লা বাড়ির প্রায় দুই’শ বছরের প্রাচীন পারিবারিক গোরস্থান। এখানে মোল্লা বাড়ির অনেক লোককে দাফন করা হয়েছে। ইদানিং মোল্লা বাড়ির কেউ মারা যায়নি, নতুন কোন খবর খোঁড়াও হয়নি।
স্থানীয় বাসিন্দরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়েবি ও নতুন কবর নামে যে সংবাদ ছড়িয়ে পড়েছে তা মিথ্যা এবং ধর্মীয় বিষয় তথা মুসলমানদের শেষ ঠিকানা নিয়ে ঠাট্টামসকারা যারা করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয়রা আরও জানান, এ গোরস্থানের পাশে মার্কেট হচ্ছে। ওই মার্কেটে রমিজ উদ্দিন মোল্লা কবরস্থানের জায়গা থেকে সম্ভবত দুই শতক জায়গা বিক্রি করতে চান এবং তিনি সীমানা নির্ধারণ করে একটি দেয়ালও নির্মাণ করেন। পরে মোল্লা বাড়ির আলমগীর মোল্লা, নজু মোল্লা এবং খালেক মোল্লা ওই দেয়াল ভেঙ্গে সেখানে সারিবদ্ধভাবে ১৬টি নতুন কবর তৈরি করে। যাতে রমিজ মোল্লা গোরস্থানের জায়গা বিক্রি করতে না পারেন। তবে এখানে গায়েবি কবর নিয়ে যে গুজব ছড়িয়ে পড়েছে তা সত্য নয়। দেবিদ্বার নিউ মার্কেটের প্রবীণ ব্যবসায়ী হাজী আব্দুল লতিফ মোল্লা বলেন, মার্কেটের পাশের গোরস্থানে হঠাৎ এতগুলো নতুন কবর দেখে শঙ্কিত হয়ে পড়ি। কারা মারা গেলেন, কারা কবর দিলেন? জানাজা কখন হলো? কিছুই তো জানি না। যদি এটি মিথ্যাচার হয়ে থাকে তাহলে বিচার হওয় উচিত।
মোল্লা বাড়ির মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, এ গোরস্থানে রমিজ মোল্লার মা দাদাসহ আমাদের স্বজনদের কবর রয়েছে। এ গোরস্থানটির তিন দিকেই দেয়াল এক পাশে পুকুর। মোল্লা বাড়ির রমিজ মোল্লা এ কবরস্থানে তার দুই শতক জমি আছে দাবি করে পাশে নির্মাণাধীন মার্কেটের ডেভলাপারদের কাছে বিক্রি করার চেষ্টা করেন। এরপর থেকেই যত বিপত্তি দেখা দেয়।
মোল্লা বাড়ির বংশধর রমিজ উদ্দিন মোল্লা বলেন, আমার পূর্ব পুরুষদের গোরস্থান যৌথ মালিকানাধীন সম্পত্তির ওপর নির্দিষ্ট করা রয়েছে। গোরস্থানের পাশে আমার প্রায় দুই শতক জমি রয়েছে। ওই জমির আরএস এবং সিএস খতিয়ানে পুকুরপাড় উল্লেখ আছে। এখানে আগে কোনো কবর ছিল না। এরই মধ্যে কে বা কারা আমার জমির সীমানা প্রাচীর ভেঙে সারিবদ্ধভাবে ১৬টি নতুন কবর বানিয়েছে। আমি কবরের পরিচয় শনাক্তের জন্য উপজেলা প্রশাসনে আবেদন করেছি।
তদন্ত কমিটির আহবায়ক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম বলেন, নিরপেক্ষ তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। অভিজ্ঞতা হল দেবিদ্বারের কেউ কবরের জায়গা বিক্রি করতে প্রস্তুত, আবার কেউ খালি জায়গায় গায়েবি কবর সৃজন করায় দক্ষতা দেখাচ্ছেন। এ কবরের রহস্য উদঘাটনে ইউএনও মহোদয় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন পেলেই সত্যটা প্রকাশ হবে। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা
মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা
লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ২৪, ছড়িয়ে পড়ছে আরও নতুন এলাকায়
পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল