দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
৩১ আগস্ট ২০২৩, ১০:১৬ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
নাটোর ও নীলফামারীর সৈয়দপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও চারজন আহত হয়েছে। আমাদের বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রসহ চারজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ও বুধবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বড়াইগ্রামের দ্বারিখৈড় গ্রামের মৃত আয়েজউদ্দিন মন্ডলের ছেলে আব্দুর রহমান মন্ডল, গড়মাটি গ্রামের সাবেক সেনা সদস্য ডাবলু সরকারের ছেলে মাহমুদুল হাসান মনন এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডলি গ্রামের লালন মিয়ার ছেলে আরিয়ান হোসেন আবির। নিহত দুই বন্ধু মনন ও আবির রাজাপুর কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গতকাল সকালে আব্দুর রহমান মন্ডল মোটরসাইকেলে কয়েন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে পাঁচবাড়িয়া এলাকায় একটি রাশিয়ান ট্রাক্টর মোটরসাইকেলে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এর আগে গত বুধবার রাতে মোটরসাইকেলে আবিরকে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল। পথে গড়মাটি রশিদ অটোরাইস মিল এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবির ও মনন ঘটনাস্থলেই মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার উপ পরিদর্শক আলীমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি জব্দ করা হয়েছে।
লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের লালপুর উপজেলার কদমচিলান এলাকায় দাঁড়িয়ে থাকা লেগুনার পিছনে ট্রাকের ধাক্কায় এক নারী ইপিজেড কর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় একটি বেসকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সিমা খাতুন লালপুর উপজেলার কদিমচিলান গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার ঈশ^রদী ইপিজেডের ভাড়া করা একটি লেগুনা নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলানে দাঁড়িয়ে ইপিজেডের কর্মী তুলছিলেন। এসময় একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই লেগুনার পিছনে ধাাক্কা দিলে লেগুনা সড়কের পাশে গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ইপিজেড কর্মী নিহত হয়। বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলিমুল ইসলম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও লেগুনা জব্দ করে আনা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। মামলা প্রস্তুতি চলছে।
সৈয়দপুর (নিলফামারী) উপজেলা সংবাদদাতা জানান, নীলফামারীর সৈয়দপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের জিয়ার বাজার এলাকায় ইজিবাইক উল্টে পড়ে এক শিশু নিহত হয়েছে। নিহত দিপু জিয়ার বাজার সংলগ্ন ডাক্তারপাড়া এলাকার মানিক চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় ইজিবাইক চালককে স্থানীয়রা আটক করলেও পরে কৌঁশলে সেখান থেকে পালিয়ে যান তিনি।
নিহতের বাবা জানান, বাড়ি সংলগ্ন সড়কের পাশে পতিত এক জমিতে গরু-ছাগল বাধা ছিল। দিপু আমার সাথে সেই গরু-ছাগল দেখতে যায়। ফেরার সময় দৌঁড় দিয়ে রাস্তা পার হচ্ছিল সে। এ সময় দ্রুত বেগে আসা একটি ইজিবাইক ব্রেক কষলে উল্টে দিপুর ওপর পড়ে। এতে তার নাক ও মুখ দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়। স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক দিপুকে মৃত্যু ঘোষণা করে।
এদিকে নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর বাইপাস সড়কের ধলাগাছ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল হক বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী বড়বাড়ি এলাকার মৃত তবার উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান, গতকাল সকালে কর্মস্থলে যাওয়ার সময় পরিবহন বাস তাকে ধাক্কা দেয়। এ সময় বাসসহ তিনি একটি দোকানঘরের সাথে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুব মোরশেদ বলেন, আইনিপ্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসচালক পলাতক রয়েছে। তবে বাসটি জব্দ করা হয়েছে।
****************
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা
মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা