যানজটে নগরবাসীর ভোগান্তি
০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
রাজধানীতে গতকাল শুক্রবার বড় দুই রাজনৈতিক দলের কর্মসূচি পালন করা হয়। একদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টা থেকে সমাবেশ শুরু হয়। অন্যদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে দলটি।
এসব কর্মসূচি ঘিরে ভিআইপি গমনাগমন, রাজধানী ও দেশের বিভিন্ন স্থান থেকে অনেক নেতাকর্মীদের আগমন হয়েছে। ফলে ছুটির দিন হলেও এসব কর্মসূচির জন্য রাজধানীর কিছু রাস্তা বন্ধ রাখা হয়েছে। এতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে আশপাশের সড়কে। যানজটসহ ভোগান্তিতে পড়েছে নগরবাসী। সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ শুরু হয় বিকাল ৩টায়। প্রধান অতিথি হিসেবে সমাবেশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩টা ৪০ মিনিটে সমাবেশের মঞ্চে আসেন প্রধানমন্ত্রী। এ ছাড়া একই দিনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে দলটি। বিকালে বিএনপির উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হয়। এসব সড়ক র্যালিটি অতিক্রম করায় সেসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অন্যদিকে মৎস্য ভবন থেকে শাহবাগমুখী রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিলো। এই রাস্তায় কোনও গাড়িই প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিক থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের হেঁটে মিছিল নিয়ে শাহবাগে রাস্তায় ও সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা গেছে।
ছাত্রলীগের সমাবেশের জন্য সকাল ১০টা পর থেকে পরবর্তী ট্রাফিক নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং ভিসি ভবন ক্রসিং এই ১১টি পয়েন্ট বন্ধ রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ কারণে আশপাশের বিকল্প রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বিকাল ৩টার পর রাজধানীর কয়েকটি সড়ক সরেজমিনে তীব্র যানজট দেখা গেছে। বিশেষ করে ধানমন্ডি ৩২ হয়ে কলাবাগান, নিউমার্কেট, আজিমপুর পর্যন্ত পুরো রাস্তায় হাজার হাজার গাড়ি যানজটে আটকে থাকতে দেখা গেছে। দীর্ঘক্ষণ গাড়ি বন্ধ রেখে চালকদের অলস সময় পার করতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার সড়ক দিয়ে চলাফেরা করা যাত্রীরা। অনেককে পরিবহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। এতে আবার প্রচ- ভিড় ঠেলে রাস্তায় হাঁটতে হচ্ছে তাদের। অনেককে গাড়ি না পেয়ে পরিবার-পরিজন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। অনেকেই বিরক্তি প্রকাশ করছেন। এ ছাড়া ফার্মগেট, মগবাজার, পল্টন, প্রেসক্লাব রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানজট সৃষ্টি হয়েছে।
নারায়ণগঞ্জের সাইনবোর্ড অভিমুখী ঠিকানা পরিবহনের একটি বাসের সহকারী বলেন, আসাদগেট পর্যন্ত তেমন জ্যাম পাইনি। ধানমন্ডি ৩২-এ ঢুকেই জ্যাম ঠেলে সায়েন্সল্যাবে আসতে হয়েছে। শুক্রবার ৫ মিনিটে এই জায়গা পার হওয়ার কথা। অথচ ৪০ মিনিট পার হলেও গাড়ি নড়ছেই না।
আজিমপুর অভিমুখী এক যাত্রী বলেন, ঢাকায় রাজনৈতিক সমাবেশ মানে সাধারণ মানুষের যত ভোগান্তি। ছুটির দিন হলেও আমাদের লাভ কী? আমাদের তো অন্য দিনের মতো জ্যাম ঠেলেই বাসায় যেতে হচ্ছে। রাজধানীর এলিফ্যান্ট রোডে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য বলেন, রেগুলার তেমন কোনও গাড়ি নেই বললেই চলে। যা আছে সব প্রোগ্রামের গাড়ি। এ জন্য গাড়ির সঙ্কট রয়েছে।
রমনা ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. জয়নুল আবেদীন বলেন, ছুটির দিন হিসেবে সড়কে তেমন যানজট নেই। তবে সমাবেশকে কেন্দ্র করে কোথাও কোথাও যানজট সৃষ্টি হয়েছে। এদিকে নিউ মার্কেটের দিকে যানজট আছে। এ ছাড়া বিএনপির র্যালির জন্য পল্টনে কিছু পয়েন্টে যানজট সৃষ্টি হয়েছে। তা ছাড়া অন্য সড়কগুলোয় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
দাবানল নিয়ন্ত্রণে সব প্রচেষ্টা ব্যর্থ: লস অ্যাঞ্জেলেসে আযান দেয়ার ভিডিও ভাইরাল
ফ্যাশন ব্র্যান্ড শেইনের সাফল্যের পেছনের কাহিনী, কম দামে সুন্দর পোশাক
সিলেটকে কঠিন লক্ষ্য দিল চট্টগ্রাম
পীরগনজ ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ চিকিৎসক সহ ৫৫ পদ শূন্য - সেবা ব্যহত
মেহেরপুর সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালকের বদলির দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জের পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তাকে বরখাস্ত
হাসিনাসহ অন্যদের পাওয়া কলরেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ
মেয়েসহ সাবেক আইজি বেনজীরের আয়কর নথি জব্দের নির্দেশ
শেখ রেহানাসহ ৩ সন্তানের বিরুদ্ধে ৩ মামলা, ‘সহযোগী’ শেখ হাসিনা
গাজার শরনার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫ ফিলিস্তিনি
মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা
বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ