জেলে থেকেই হত্যার পরিকল্পনা করে সিরিয়াল কিলার সাগর
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম
বগুড়ার শাজাহানপুরে দক্ষিণ বগুড়ার ত্রাস সাগর বাহিনীর হাতে নিহত প্রভাষক ও আওয়ামী লীগ নেতা পারভেজ তালুকদার এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে শনিবার। এদিকে পারভেজ হত্যার ঘটনায় গতকাল রোববার দুপুরে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহত পারভেজের স্ত্রী শামসুন্নাহার। মামলায় ৭ জনকে এজাহারনামীয় ও কয়েকজনকে অজ্ঞাত পরিচয় উল্লেখ করে এজাহার দেয়া হয়েছে।
নৃশংস এই হত্যার ঘটনায় শাজাহানপুর উপজেলা জুড়ে সাগর বাহিনীর বিরুদ্ধে মানুষের মনে তীব্র ক্ষোভ একই সাথে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পারভেজ হত্যার কারণ জানাতে গিয়ে নিহত পারভেজের বড় ভাই মো. নুরুজ্জামান তারুকদার পান্নু বলেন, দুই বছর আগে সাবরুল বাজারের বাবু নামের একজন ব্যবসায়ী সাগর বাহিনীর হাতে নিহত হয়। ওই হত্যা মামলায় তিনি ছিলেন একজন স্বাক্ষী। তিনি ওই সাবরুল ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন বিধায় তাকে মামলার আসামি করা হয়। এতে ক্ষিপ্ত হয় সাগর। এছাড়াও নিজ এলাকায় তিনি কোটি টাকা মুল্যের বাড়ি কিনলে ওই বাড়ি ক্রয় বাবদ ১০ লাখ টাকা চাঁদা চেয়ে বসে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারাত্মক ক্ষিপ্ত হয় সাগর। এই ঘটনা জানতে পেরে পান্নুর ছোট ভাই বগুড়া সদরের কৈচর বিএম টেকনিক্যাল কলেজের প্রভাষক ও আশেকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি পারভেজ তালুকদার বগুড়ার পুলিশ সুপারের অফিসে গিয়ে সাগরের হুমকির বিষয়টি অবহিত করে।
খবরটি জানার পর সাগর পান্নু তালুকদারকে চাকু মারার এবং পারভেজের হাতের কবজি কেটে নেয়ার হুমকি দেয়। এরপর এক মাস আগে সে দলবল নিয়ে পাপ্পুকে প্রকাশ্যে ছুরিকাঘাতে জখম করে। সেই সাথে তাঁর প্রভাষক ছোটভাইকে হাতের কবজি কেটে নেয়ার পুনরাবৃত্তি করে। তারপরও আরও বড় হামলা থেকে বাঁচার জন্য মামলা পর্যন্ত করেননি প্প্পাুর পরিবার। এই কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে পাপ্পু তারুকদার বলেন, ছোট ভাই পারভেজ শনিবার সাগর বাহিনীর হাতে নিহত হয়েছে মর্মে খবর পাওয়ার সাথে সাথে তাদের বয়োবৃদ্ধ পিতা মনসুর রহমান তালুকদার জ্ঞান হারিয়ে ফেলেন। ফলে গুজব রটে যায় যে সে পুত্রের শোকে মৃত্যুবরণ করেছে। পাপ্পু জানান তার পিতা জীবিত রয়েছেন।
তিনি আরো জানিয়েছেন খুনি সাগর বর্তমানে বগুড়া কারাগারে আটক রয়েছে। কারাগার থেকেই সে পরিকল্পিতভাবে নিজের লোকদের দিয়ে তার ছোট ভাইকে খুন করিয়েছে। এটাই তার মার্ডারের নতুন কৌশল।
শনিবার পারভেজ হত্যার পরপরই একটি ভিডিও বার্তায় আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী জানান, পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণেই সাগর বাহিনীর হাতে প্রাণ দিল পারভেজ। তিনি আরও বলেন, সাগর বাহিনীর সন্ত্রাস ও হত্যাকা-ের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন করায় জেলখানা থেকেই সে ৩০ লাখ টাকায় সন্ত্রাসী ভাড়া করে তাকেও হত্যার পরিকল্পনা করেছে। এদিকে শাজাহানপুর উপজেলার নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন নেতা বলেন, সাগর তালুকদার ও তার সহযোগি সন্ত্রাসীরা উপজেলা স্বেচ্ছা সেবকলীগের নেতা পরিচয়ে এবং সংগঠনটির সভাপতি ভিপি শাহীনের নাম ভাঙিয়ে যাবতীয় সন্ত্রাস ও কোটি কোটি টাকার চাঁদাবাজি করে।
অন্য একটি সুত্র জানায়, মাত্র ৩১ বছর বয়সী সাগর একজন সিরিয়াল কিলার। তার আধিপত্যবাদীতার বিরুদ্ধে কাউকে হুমকি মনে করলে সে দ্রুত তাকে সরিয়ে দেয়। এইসব সিরিয়াল, হত্যাকা-ের সময় সে হয় পরিকল্পিতভাবে পুলিশকে ম্যানেজ করে কারাগারে যায়। দেশের বিশেষ কোন অঞ্চলে অথবা নিকট প্রতিবেশি দেশে সফরে চলে যায়। ফলে তাকে মামলায় অভিযুক্ত করা যায় না।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ী সীমান্তবর্তী উপজলায় জন সচেতনতামূলক সভা ও গণসংযাগ
দুমকিতে নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
দাবানলে সব ঘরবাড়ি পুড়লেও অলৌকিকভাবে অক্ষত একটি বাড়ি!
নিজ দলের দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীদের গ্রেফতার করার দাবি আওয়ামীলীগ নেতার
রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে দাউদকান্দিতে ধানের চারা রোপন কর্মসূচি
ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মতবিনিময় সভায় চরমোনাই পীর
ধামরাইয়ে যুবকের লাশ উদ্ধার
ফেনীতে বন্যায় ব্রিজ ভেঙে খালে ৪ মাসেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে
সউদী আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে
মুজিবনগর সেচ প্রকল্পে দুদকের অভিযান ব্যাপক দুর্নীতির অভিযোগ
শীত আসতেই রাজনগরে শুরু হয়েছে নাচ-গান আর জুয়ার আসর
বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
বুড়িচংয়ে কাকদী নদীর পাড় কাটায় বাধঁ ভাঙ্গার আশঙ্কা বিরাজমান
বীজ সরবরাহে প্রতারণা উপরে সুন্দর গাছে আলু ফলন নেই
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর
ভারতের মহাকুম্ভ মেলায় পবিত্র নদীতে স্নানের মহোৎসব , আধ্যাত্মিকতার মহাযজ্ঞ
কলাপাড়ায় বিএনপি'র দপ্তর সম্পাদকের বাসায় চুরি
কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল
রাজউক উত্তরা জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
নিষিদ্ধ সংগঠন সহ-সভাপতি সজল ১ দিনের রিমান্ডে