আকস্মিক বন্যার আশঙ্কা
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম
চলতি সেপ্টেম্বর (ভাদ্র-আশি^ন) মৌসুমী বায়ুর প্রভাবে উজান-ভাটিতে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন এলাকায় আবারও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। গতকাল বিকাল অবধি দেশের উত্তর জনপদের অন্যতম প্রধান অববাহিকায় যমুনা নদের পানি ৯টি পয়েন্টের মধ্যে ৭টিতেই বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে এ বছর ভরা বর্ষা মৌসুমে বিশেষত গত মে, জুন ও জুলাই মাসে (আষাঢ়-শ্রাবণ) সারা দেশে সার্বিকভাবে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত হয়েছে গড়ে ৬৭ শতাংশই কম। অথচ বর্ষাকাল শেষ হতেই গেল আগস্ট মাসে ৩৬ শতাংশ বেশি বর্ষণ হয়েছে। বছরজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বে অবস্থান করছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শরতেও অনেক এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে ৮৭ মিলিমিটার। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় ৩৪ মি.মি. বর্ষণ হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে গতকাল সন্ধ্যায় জানা গেছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এ বছর ‘এল নিনো’র সক্রিয় প্রভাবে বাংলাদেশসহ এশিয়ার দেশসমূহে এলোমেলো আবহাওয়া বিরাজ করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে ‘এল নিনো’র ধাক্কায় সমগ্র বিশে^ আবহাওয়া-প্রকৃতি রুক্ষ-রুদ্র, বিপরীতমুখী ও আগ্রাসী রূপ নিয়েছে। এতে করে উচ্চমাত্রার তাপপ্রবাহ, হঠাৎ বষ্টি, অতিবৃষ্টি-বন্যা, খরা-অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ-দুর্বিপাকের প্রকোপ বাড়ছে শুধু তাই নয়। নতুন নতুন উপসর্গ ও জটিলতা নিয়ে বিভিন্ন ধরনের রোগব্যাধির প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু যার অন্যতম। সামগ্রিকভাবে ঝুঁকিতে পড়েছে জনস্বাস্থ্য। কৃষি-খামারে উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে এবং উৎপাদন খরচ বেড়ে গেছে। পানি ও মাটির ব্যবস্থাপনায় সঙ্কট তৈরি হয়েছে। ভূ-গর্ভস্থ পানির মজুদ দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে লবণাক্ততার আগ্রাসন।
গতকাল রোববার বিকেলে আবহাওয়া অধিদপ্তরে (বিএমডি) অনুষ্ঠিত সমন্বিত বিশেষজ্ঞ কমিটির সভায় দেওয়া পূর্বাভাসে জানা গেছে, চলতি সেপ্টেম্বর (ভাদ্র-আশি^ন) মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু কিছু জায়গায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বর্ষাত্তোর সময়ে অর্থাৎ শরতে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠলে এর প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে এই বন্যার আশঙ্কা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি এবং এর মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের লক্ষ্যে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ও আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান। পূর্বাভাসে আরও জানানো হয়, চলতি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন মাঝারি ধরনের বজ্র ঝড় এবং সারাদেশে তিন থেকে চার দিন হালকা বজ্র ঝড় হতে পারে। চলতি সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিক হারে ও পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশে ২ থেকে ৩টি মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তখন সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশিই থাকতে পারে, আগের মাসগুলোতে উষ্ণায়ন প্রবণতা ও তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির ধারাবাহিকতায়।
অন্যদিকে গত আগস্ট (শ্রাবণ-ভাদ্র) মাসের আবহাওয়া পরিস্থিতির পর্যালোচনায় জানা গেছে, গেল মাসে সারা দেশে সার্বিকভাবে স্বাভাবিকের চেয়ে গড়ে ৩৬ শতাংশ বেশিই বৃষ্টিপাত হয়েছে। আবার, সেই বৃষ্টিপাতেও ছিল অঞ্চলভেদে অসঙ্গতি। যেমন- বরিশাল বিভাগে আগস্ট মাসের স্বাভাবিক বৃষ্টিপাত ধরা হয় যেখানে ৪৩৩ মিলিমিটার, সেখানে বৃষ্টি ঝরেছে ৭৭৯ মি.মি.। অর্থাৎ ৮০ শতাংশই বেশি। চট্টগ্রাম বিভাগে ৫৬ শতাংশ, ঢাকা বিভাগে ১৭ দশমিক ৩ শতাংশ, সিলেট বিভাগে ৪৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। অথচ খুলনা বিভাগে ৯ দশমিক ৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে।
গত ৬ আগস্ট চট্টগ্রামে ৩২২ মি.মি. বর্ষণ ছিল গেল মাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আবহাওয়া বিভাগ জানায়, গেল মাসে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠার ফলে এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ, মৌসুমী নিম্নচাপের প্রভাবে আগস্টের বিভিন্ন সময়ে ভারী বর্ষণ হয়েছে। অন্যদিকে গত জুলাই মাসে সার্বিকভাবে সারা দেশে স্বাভাবিকের চেয়ে গড়ে ৫১ শতাংশ বৃষ্টিপাতে ঘাটতি ছিল। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত টানা তিন মাসেও সারা দেশে গড়ে ৭০ ভাগ কম বৃষ্টিপাত হয়েছে। গেল মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত ৩১ আগস্ট চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সে.। এ সময়ে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যথাক্রমে দশমিক ৬ এবং দশমিক ৪ ডিগ্রি সে. বেশি ছিল। চলতি সেপ্টেম্বর মাসেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ঊর্ধ্বে থাকার পূর্বাভাস দেয়া হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
দুমকিতে নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
দাবানলে সব ঘরবাড়ি পুড়লেও অলৌকিকভাবে অক্ষত একটি বাড়ি!
নিজ দলের দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীদের গ্রেফতার করার দাবি আওয়ামীলীগ নেতার
রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে দাউদকান্দিতে ধানের চারা রোপন কর্মসূচি
ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মতবিনিময় সভায় চরমোনাই পীর
ধামরাইয়ে যুবকের লাশ উদ্ধার
ফেনীতে বন্যায় ব্রিজ ভেঙে খালে ৪ মাসেও সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে
সউদী আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে
মুজিবনগর সেচ প্রকল্পে দুদকের অভিযান ব্যাপক দুর্নীতির অভিযোগ
শীত আসতেই রাজনগরে শুরু হয়েছে নাচ-গান আর জুয়ার আসর
বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
বুড়িচংয়ে কাকদী নদীর পাড় কাটায় বাধঁ ভাঙ্গার আশঙ্কা বিরাজমান
বীজ সরবরাহে প্রতারণা উপরে সুন্দর গাছে আলু ফলন নেই
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর
ভারতের মহাকুম্ভ মেলায় পবিত্র নদীতে স্নানের মহোৎসব , আধ্যাত্মিকতার মহাযজ্ঞ
কলাপাড়ায় বিএনপি'র দপ্তর সম্পাদকের বাসায় চুরি
কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল
রাজউক উত্তরা জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
নিষিদ্ধ সংগঠন সহ-সভাপতি সজল ১ দিনের রিমান্ডে
কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন