সামর্থ্যরে প্রমাণ দিলো নেপাল
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম
এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ পর্বে শক্তিশালী ভারতের বিপক্ষে সামর্থ্যরে প্রমাণ দিলো পুঁচকে নেপাল। গতকাল শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বৃষ্টিবিঘিœত ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নেপাল ওপেনার আসিফ শেখের হাফসেঞ্চুরি ও লোয়ার অর্ডার ব্যাটার সোমপাল কামির দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে ভারতের বিপক্ষে ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয় নেপাল। আসিফ সর্বোচ্চ ৫৮ রান করেন। আট নম্বরে নেমে ৪৮ রানের ইনিংস খেলেন কামি। ম্যাচে নেপালী ব্যাটাররা সাহসীকতার সঙ্গেই লড়াই করেন। ভারতের বিশ্বখ্যাত বোলিং স্কোয়াডের সামনে তারা বুকচিতিয়েই ব্যাট চালান। ভারতীয়দের বিপক্ষে যে কোন ঘরণার ক্রিকেটে এটাই ছিল নেপালের প্রথম ম্যাচ। কিন্তু নেপাল ব্যাটারদের খেলা দেখে তা বোঝা যায়নি।
ম্যাচে টস জিতে প্রথমে নেপালকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে ব্যাট হাতে নামা নেপাল ইনিংসের প্রথম পাঁচ ওভারে তিনটি ক্যাচ ফেলেন ভারতীয় ফিল্ডাররা। এই সুযোগে দলকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার আসিফ-কুশল ভুর্টেল। ৫৯ বলে ৬৫ রানের জুটি গড়েন তারা। দশম ওভারে ভুর্টেলকে ৩৮ রানে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন পেসার শারদুল ঠাকুর। কুশলের ২৫ বলের ইনিংসে ৩টি চার ও দুই ছয়ের মার ছিল। তার বিদায়ের পর রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন ভীম শর্কী (৭)। ভীম আউট হওয়ার সময় নেপালের সংগ্রহ ছিল ৭৭ রান। দলীয় ৯৩ রানে নেপাল হারায় তৃতীয় উইকেট। বিশতম ওভারের শেষ বলে নেপাল অধিনায়ক রোহিত পাউডেলের দুর্দান্ত ক্যাচ লুফে নেন রোহিত শর্মা। জাদেজার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে পাউডেল ফেরার আগে করেন ৮ বলে ৫ রান। ২১.৫ ওভারে আউট হন কুশল মাল্লা (২)। তিনিও জাদেজার শিকার হন। তার ক্যাচটি ধরেন মোহাম্মদ সিরাজ। নেপাল ১০১ রানে ৪ উইকেট হারানোর পর দলকে আসিফ শেখই এগিয়ে নিয়ে যান। একপ্রান্তে সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে সামিল হলেও অন্যপ্রান্তে দলের রানের চাকা সচল রাখেন তিনি। ২৮তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারে দশম হাফসেঞ্চুরি পূর্ণ করতে ৮৮ বল খেলেন আসিফ। হাফসেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি এই ব্যাটার। ৩০তম ওভারে দলীয় ১৩২ রানে আসিফকে প্যাভিলিয়নে ফেরত পাঠান পেসার মোহাম্মদ সিরাজ। ৫৮ রানের ইনিংস খেলার পথে ৯৭ বল মোকাবেলায় ৮টি চারের মার মারেন আসিফ। ১৪৪ রানে ষষ্ঠ উইকেট পতন হলে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে নেপাল। কিন্তু সপ্তম উইকেটে ৫০ রানের জুটি গড়ে নেপালের রান ২শর কাছে নিয়ে যান কামি ও দিপেন্দ্র সিং আইরি। ব্যক্তিগত ২৯ রানে আইরিকে শিকার করে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন হার্ডিক পান্ডিয়া। এরপর নেপালের রান ২শ পার করেন কামি। হাফসেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে ৪৮তম ওভারে অষ্টম ব্যাটার হিসেবে মোহাম্মদ সামির বলে আউট হয়ে থামেন তিনি। ১টি চার ও ২টি ছক্কায় ৫৬ বলে ৪৮ রান করেন কামি। শেষ পর্যন্ত ১০ বল বাকী থাকতে ২৩০ রানে অলআউট হলেও সম্মানজনক সংগ্রহ পায় নেপাল। ভারতের জাদেজা ৪০ ও সিরাজ ৬১ রানে পান ৩টি করে উইকেট।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বেগমগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত
ফতুল্লায় শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
টানা ৪০ রাতের পর সূর্যোদয়
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের ফুটবল প্রতিযোগিতার উৎসব
দেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করল সরকার
কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী
বাউফলে উপজেলা ছাত্রদলের আহবায়কের বহিষ্কার দাবি
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়
খালেদা জিয়া অনেকটা ভালো আছেন : মির্জা ফখরুল
সুস্থ প্রতিযোগিতা না থাকলে গণমাধ্যমের স্বাভাবিক বিকাশ হবেনা- কমিশন প্রধান
সিংগাইরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মালি আছে, বাগান নেই
পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ
নতুন খেলোয়াড় চান গুয়ার্দিওলা
এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দ ১৬ সম্পদ
সিলেটসহ দেশের পাথর ও বালু মহাল নিয়ে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত
দৌলতপুরে নগদের মার্কেটিং অফিসারকে কুপিয়ে জখম
গোলের সুযোগ নষ্ট, হাভার্টজের পরিবারকে হত্যার হুমকি
ইসলামী আন্দোলনের আয়োজনে ভোলা জেলার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত