শেরপুর উত্তরে জনপ্রিয় হয়ে উঠছে ড্রাগন ফল
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৪ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
শেরপুর জেলা (উত্তর)-এ দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে বিদেশী ড্রাগন ফল। বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ শুরু করেছেন কৃষকরা। জেলার শ্রীবরদী উপজেলার দহেরপাড় গ্রামে ড্রাগন চাষ করেছেন ৬ বন্ধু মিলে। করোনাকালে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে কৃষিক্ষেত্রে বিনিয়োগের সিদ্ধান্ত নেন তারা। এখন তারা লাভের মুখ দেখছেন। ৬ বন্ধু হলেন আজিজুল হাসান, আবু রায়হান, শামসুজ্জামান, শাহাদাত হোসেন, বিল্লাল হোসেন ও জুবায়ের হোসেন। ঝিনাইগাতী উপজেলার কালাকুড়া গ্রামের আল অমিনও ড্রাগন চাষে লাভের মুখ দেখছেন। ড্রাগন ফল মূলত আমেরিকার প্রসিদ্ধ একটি ফল। আশার কথা, সীমান্তবর্তী শেরপুর জেলায়ও ফলটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। দেশে মূলত ২০০৭ সালে থাইল্যান্ড, ফ্লোরিডা এবং ভিয়েতনাম হতে ফলটির বিভিন্ন জাত আনা হয়। ফলের গাছ ক্যাকটাস জাতীয়। কোনো পাতা নেই। গাছ দেড় থেকে আড়াই মিটার লম্বা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনসিটিউট (বারি) উদ্ভাবিত ড্রাগন ফলের নতুন জাত বারি ড্রাগন ফল-১ দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়েই জনপ্রিয় ফল। ফলের আকার বড়। পাকলে খোসার রং লাল হয়। শাঁস গাঢ় গোলাপী রঙের। লাল-সাদা ও রসালো ফলের ভেতরের বীজ ছোট ছোট কালো ও নরম। ওজন ১৫০ গ্রাম থেকে ৬০০ গ্রাম পর্যন্ত হয়। প্রধানত ৩ প্রজাতির লাল বা পিটাইয়া, কোস্টারিকা ও হলুদ রঙের ফল এটি। দেশে উদ্ভাবিত জাত বারি ড্রাগন ফল-১, বাউ ড্রাগন ফল-১ সাদা, বাউ ড্রাগন ফল-২ লাল ও বাউ ড্রাগন ফল-৩। কাটিং হতে চারা রোপণের ১-দেড় বছরেই ফল পাকে। রং লাল হলে সংগ্রহ করতে হয়। ফুল ফোটার ৩০-৪০ দিনেই ফল খাওয়া যায়। বছরে ৫-৭ বার ফল পাওয়া যায়। জুন থেকে অক্টোবর ও ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ফল পাওয়া যায়।
ঝিনাইগাতী উপজেলার কালাকুড়া গ্রামের ড্রাগন চাষি মো. আল আমিন বলেন, ক’বছর আগে ৫০ শতক জমিতে ৯০ হাজার টাকা খরচে ড্রাগনের আবাদ শুরু করেন। ২ বছর পর থেকেই বছরে ৯০ হাজার থেকে ২ টাকা করে আয় হচ্ছে। যা কিনা অন্য যে কোনো ফসলের চেয়ে কয়েকগুণ বেশি লাভ। ঝিনাইগাতীর প্রবীন চিকিৎসক শতবর্ষী ডা. আব্দুল বারী দৈনিক ইনকিলাবকে বলেন, ড্রাগন ফলটি ভিটামিন সি, মিনারেল এবং উচ্চ ফাইবারযুক্ত। ফলে ফিবার, ক্যারোটিন, ফসফরাস, এসকরবিক এসিড, প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রন রয়েছে।
শেরপুর কৃষি সম্প্রসারণ বিভাগের খামার বাড়ির অতিরিক্ত উপপরিচলক (উদ্ভিদ সংরক্ষণ) হুমায়ুন কবির দৈনিক ইনকিলাবকে বলেন, অন্য ফসলের তুলনায় উৎপাদন ব্যয় কম, ফলন বেশি। চড়া দাম পাওয়ায় চাষিরা বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন চাষ শুরু করেছেন।
ফল বিক্রেতা বিল্লাল জানান, দেশি ফলের মতো এ ফলের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যেকোন ফলের তুলনায় এ ফল বিক্রিতে লাভ ভাল। ক্রেতা আলহাজ¦. গোলাম মোস্তফা, আলহাজ¦, শরীফ উদ্দিন সরকার, আলহাজ¦, সরোয়ার্দী ( দুদু হাজী) ইনকিলাবকে বলেন, বাচ্চারা লাল টকটকে ড্রাগন ফল পছন্দ করে। বাজারে গেলেই আনতে বলে। দাম বেশি।
ফলের বাণিজ্যিক উৎপাদনে চাহিদার কথা জানতে চাইলে চাষিরা বলেন, মানুষ ড্রাগন ফলের প্রতি বেশ আসক্ত। ফলে এর বাণিজ্যিক চাহিদা ও বৃদ্ধি পেয়েছে। ফলে ক্রমশই চাষীরা বাণিজ্যিকভাবে চাষে আগ্রহী হচ্ছে। সব বয়সী মানুষের কাছেই এ ফল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ দৈনিক ইনকিলাবকে বলেন, ড্রাগন লতানো কাঁটাযুক্ত গাছে, কোনো পাতা নেই। দেখতে অনেকটা সবুজ ক্যাকটাসের মতো। গাছে সাধারণত রাতে স্বপরাগায়ণ হয়ে ফুল ফোটে। মাঝে মাঝে পর-পরাগায়ণ হয়ে থাকে। ফুল লম্বাটে সাদা ও হলুদ। মাছি, মৌমাছি ও পোকা-মাকড় পরাগায়ণ ত্বরান্বিত করে থাকে।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা ইসরাইলের, নিহত অন্তত ৩০
জুলাই ঘোষণা : কারা যাচ্ছেন আজকের বৈঠকে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ