মালয়েশিয়ায় পাসপোর্টের জন্য হাহাকার
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট নবায়নের জন্য তিন চার মাসেও নতুন পাসপোর্ট পাচ্ছে না। রীতিমত পাসপোর্টের জন্য প্রবাসীদের মাঝে চলছে হাহাকার। কুয়ালালামপুর থেকে একাধিক ভুক্তভোগি এতথ্য জানিয়েছে। যথাসময়ে পাসপোর্ট হাতে না পাওয়ায় অনেক বাংলাদেশির ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। পাসপোর্টের অভাবে অনেক প্রবাসী অবৈধ হবার ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। দেশটিতে আট লক্ষাধিক বাংলাদেশি কঠোর পরিশ্রম করে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠাচ্ছে। মালয়েশিয়ায় অবৈধ অভিসাসী কর্মীদের বৈধকরণের কর্মসূচি আগামী ডিসেম্বর মাসেই শেষ হচ্ছে। নতুন পাসপোর্ট দ্রুত হাতে না পাওয়ায় অনেক প্রবাসী বৈধকরণের সুযোগ থেকে বঞ্চিত হবার আশঙ্কা দেখা দিয়েছে।
করোনী মহামারি শেষ হলেও দেশটির বিভিন্ন জেলায় এখনো পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণ করায় পাসপোর্ট হাতে পেতে ৪/৫ মাস সময় লেগে যাচ্ছে। ভুক্তভোগি প্রবাসীরা কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন থেকে সরাসরি পাসপোর্ট বিতরণের জোর দাবি জানিয়েছেন। এদিকে, বৈধকরণের সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ হাই কমিশন সম্প্রতি বিশেষ ব্যবস্থায় ২ হাজার বাংলাদেশিকে পাসপোর্ট সরবরাহ করেছে। হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। জনবল সঙ্কটের দরুণ মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদানে হিমসিম খাচ্ছে। এক শ্রেণির দালাল চক্রের মাধ্যমে বকশিস দিলেই দ্রুত পাসপোর্ট মেলে এমন অভিযোগও রয়েছে।
কুয়ালালামপুরস্থ ভেস্ট মার্কেটিং এসডিএন বিএইচডি’র ডিরেক্টর মোহাম্মদ রুহুল আমিন গত ৩০ মে পাসপোর্ট নবায়নের জন্য পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে গতকাল বৃহস্পতিবার পর্যন্তও পাসপোর্ট হাতে পাননি। রাতে কুয়ালালামপুর থেকে প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ রুহুল আমিন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মালয়েশিয়ায় সকল বিদেশি দূতাবাসগুলোতে নিজ নিজ দেশের প্রবাসীরা সরাসরি পাসপোর্ট নবায়নের জন্য জমা দিচ্ছে এবং রিসিভ করছে। অথচ আমলাতন্ত্রিক জটিলতার দরুণ করোনা যাওয়ার দু’বছর পরেও বিনা কারণে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট জমা নিচ্ছে এবং নতুন পাসপোর্ট বিতরণ করছে। এতে প্রবাসীরা নতুন পাসপোর্ট হাতে পেতে ৫/৬ মাস সময় লাগছে। ফলে অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে অবৈধ হয়ে যাচ্ছে। প্রবাসী ব্যবসায়ী রুহুল আমিন বলেন, পাসপোর্টের জন্য মালয়েশিয়ায় হাহাকার চলছে। তিনি হাই কমিশন থেকে সরাসরি পুরাতন পাসপোর্ট জমা এবং নতুন পাসপোর্ট বিতরণের কার্যক্রম চালুর জোর দাবি জানান।
মালয়েশিয়ায় বাংলাদেশিদের বৈধ করতে চলমান রিক্যালিব্রেশন ২.০ কর্মসূচিকে সামনে রেখে পাসপোর্ট সেবা দিয়ে যাচ্ছে সেখানকার বাংলাদেশ হাই কমিশন। এরই অংশ হিসেবে কুয়ালালামপুরে বিশেষ ব্যবস্থায় দুই হাজারের বেশি পাসপোর্ট বিতরণ করেছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের ঘোষণা অনুযায়ী গত ৭ সেপ্টেম্বর অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে পাসপোর্ট পেতে আবেদন করা ২০৪১ জনকে ৯ ও ১০ সেপ্টেম্বর পাসপোর্ট দেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন। তিনি জানান, বিশেষ ব্যবস্থা ছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার পাসপোর্ট বিতরণ করা হচ্ছে। এদিকে, সোমবার কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুয়ালালামপুরের সিটি ব্যাংক লি. (সিবিএল) মানি ট্রান্সফার হাউজ থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন প্রবাসীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় চলমান বৈধকরণ প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার লক্ষ্যে পোস্ট অফিসের পাশাপাশি কুয়ালালামপুরের সিটি ব্যাংক লি. (সিবিএল) মানি ট্রান্সফার হাউজ থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। সরাসরি পাসপোর্ট সেবা পেতে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এতে আরও বলা হয়, যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে শুধু তারাই উপস্থিত হয়ে সরাসরি পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। তাছাড়া পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটিও যথারীতি চালু থাকবে। নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য ধঢ়ঢ়ড়রহঃসবহঃ.নফযপশষ.মড়া.নফ/ড়ঃযবৎ ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। এছাড়া ডাকযোগে এসব পাসপোর্ট সংগ্রহ করতে হলে ধঢ়ঢ়ড়রহঃসবহঃ.নফযপশষ.মড়া.নফ/ঢ়ড়ংষধলঁ ঠিকানায় প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা ইসরাইলের, নিহত অন্তত ৩০
জুলাই ঘোষণা : কারা যাচ্ছেন আজকের বৈঠকে
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস-ইসরাইল
যে সব শর্তে গাজায় যুদ্ধবিরতি
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ