বাধা উপেক্ষা করে ৫ অক্টোবর রোডমার্চে নামবে জনতার ঢল
০১ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
সরকার পতনে এক দফা দাবিতে আগামী ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী রোডমার্চে জনতার ঢল নামবে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, হামলা, মামলা আর বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনস্রোত ঠেকানো যাবে না। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির পূর্বঘোষিত রোডমার্চ কর্মসূচিকে বানচাল করতেই মীরসরাইতে পরিকল্পিত হামলা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এতে বিএনপি পরিবারের এক শিশুকে তারা মেরে ফেলেছে। উল্টো পুলিশকে সাথে নিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিএনপির দুইজন নেতার বাড়িতে হামলা করেছে, ভাঙচুর চালিয়েছে। প্রতিটি কর্মসূচি আসলেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে। এটা তারই ধারাবাহিক হামলা। তবে জনতা এই সব হামলার পরোয়া করে না। তারা সরকারের পতনের দাবিতে রাজপথে নেমে আসবে।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ শাহজাহান বলেন, সরকারি দলের লোকজন হামলা চালিয়েছে, আমাদের লোকজন আত্মরক্ষার চেষ্টা করেছে। এরই মধ্যে পড়ে দোকানের এক কিশোর কর্মচারি আহত হয়েছে। পরবর্তিতে তার মৃত্যু হয়। ওই কিশোর সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। তাকে আওয়ামী লীগের লোকজন হত্যা করেছে। তিনি বলেন, জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাদের পতন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। তিনি আগামী ৫ অক্টোবর বিএনপির রোডমার্চ কর্মসূচি সফল করার জন্য চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে শুক্রবার মীরসরাইয়ে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংর্ঘষের ঘটনা প্রসঙ্গে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, রোডমার্চ কর্মসূচি সফল করার জন্য মীরসরাইতে নুরুল আমিন চেয়ারম্যানের বাড়িতে প্রস্তুতিসভার আহবান করা হয়। সভা শেষে সবাই বের হয়ে যাওয়ার সময় আওয়ামী সন্ত্রাসীরা আমাদের লোকজনের উপর হামলা করে। আমাদের লোকজনও আত্মরক্ষার চেষ্টা করে। এ সময়ে পাশের এক দোকান কর্মচারী মোবাইলে সেই হামলার ঘটনা ভিডিও করছিল। আওয়ামী লীগের লোকজন তাকে মারধর করে। এক পর্যায়ে সে পুকুরে পড়ে যায়। পরবর্তিতে তার মৃত্যু হয়।
তিনি বলেন, হামলায় মারা যাওয়া শিশুটি কোনো রাজনীতি করতো না, সে একটা দোকানের কর্মচারী। তার পরিবার বিএনপির সমর্থক। সে হিসাবে মারা যাওয়া শিশুটিও বিএনপি পরিবারের সদস্য। এখন আওয়ামী লীগ তাকে তাদের লোক বলে দাবি করছে। অথচ পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এই শিশুটিকে হত্যা করেছে। বিএনপির কর্মসূচিকে বানচাল করার উদ্দেশ্যে এই ধরনের হামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-প্রচার সম্পাদক বেলাল আহমেদ, সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার বেলায়াত হোসেন, মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধে যুদ্ধ চলবে - ডা: শফিকুর রহমান
শুল্ক ও কর বৃদ্ধি যেভাবে প্রভাব ফেলবে সিগারেটের বাজারে
বায়ুদূষণের প্রভাবে দেশে প্রতিবছর লক্ষাধিক মানুষের মৃত্যু: গবেষণা
যেকোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে মুখ্য বিষয়: সংস্কৃতি উপদেষ্টা
তরুণদের জন্য সেরা প্ল্যাটফর্ম বিপিএল: আর্থার
ইরানের প্রেসিডেন্টের সালামের উত্তর দিলেন পুতিন
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল
সিএমজেএফ টকে ডিএসই চেয়ারম্যান জুনের মধ্যে গতি ফিরে পাবে শেয়ারবাজার
আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি গ্রাহক গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশনের
চিকিৎসা নীতিশাস্ত্র গবেষণায় মধ্যপ্রাচ্যে প্রথম ইরান
জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
এনবিআরের সেই মতিউর রিমান্ড শেষে কারাগারে
ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা
হাকিমপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড বিএনপির যৌথ কর্মী সম্মেলন
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে : আমির খসরু
ইনকিলাবের কবির হোসেন কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত
সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি
শামি-বুমরাহকে নিয়েই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল
ঝিনাইদহে নিখোঁজের ৭দিন পর সেপটি ট্যাংকে মিললো যুবকের লাশ