বিএনপির চট্টগ্রামমুখী রোড মার্চ কাল জনস্রোত নামানোর প্রস্তুতি : আসতে পারে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা

তৃণমূলে ব্যাপক উচ্ছ্বাস

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

০৪ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম

রোডমার্চ কর্মসূচিকে ঘিরে চট্টগ্রাম অঞ্চলে বিএনপির তৃণমূলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উচ্ছ্বসিত দলের নেতাকর্মী ও সমর্থকেরা। সাধারণ মানুষের মধ্যেও বিএনপির এ কর্মসূচি ব্যাপক সাড়া জাগিয়েছে। সরকার পতনে এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী রোডমার্চ কর্মসূচি সফলে চলছে ব্যাপক প্রস্তুতি। এই কর্মসূচিতে বিশেষ করে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ী মোড়ে রোডমার্চ পরবর্তী সমাবেশে জনতার স্রোত নামানোর লক্ষ্যে মাঠে আছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। কর্মসূচির সমর্থনে বন্দরনগরীসহ চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় চলছে প্রস্তুতি সভা, সমাবেশ, পথসভা, গণসংযোগ। দলের নেতাদের প্রত্যাশা রোডমার্চে সর্বস্তরের স্বতঃস্ফূর্ত জনতার ঢল নামবে। আর রোডমার্চ পরবর্তী মহাসমাবেশের বিশালতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। এ সমাবেশ থেকে নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশে নতুন বার্তা দেয়া হবে। ঘোষণা হতে পারে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন তথা এক দফা দাবিতে গত ১৯ সেপ্টেম্বর থেকে সারাদেশে রোডমার্চ কর্মসূচি পালন করছে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি। ১৫ দিনের এই রোডমার্চ কর্মসূচি শেষ হচ্ছে চট্টগ্রামে। আর চট্টগ্রাম থেকেই ঘোষণা হবে আন্দোলনের পরবর্তী কর্মসূচি। আন্দোলন, সংগ্রামের ঐতিহ্যের নগরী এ চট্টগ্রাম থেকেই অতীতে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অনেক কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। রোডমার্চ সফল করতে পক্ষকাল ধরে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা নিজ নিজ এলাকায় অবস্থান করে প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন। মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে গঠন করা হয়েছে প্রস্তুতি কমিটি। কর্মসূচির পক্ষে ব্যাপক গণসংযোগ চলছে। তৃণমূলের নেতাকর্মীরা এ কর্মসূচিকে ঘিরে এখন দারুণ চাঙা। বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিএনপি সমর্থিত পেশাজীবী সংগঠনগুলোও কর্মসূচি সফলে মাঠে নেমেছে। ইতোমধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মহানগর ও জেলায় একাধিক প্রস্তুতি সভা ও সমাবেশ করেছেন। মহানগর ও জেলার নেতারাও ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। রোডমার্চ সফল করতে চট্টগ্রাম ছাড়াও তিন পাবর্ত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, পর্যটন জেলা কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ব্যাপক প্রস্তুতি চলছে। এসব জেলা থেকে নেতাকর্মীরা রোডমার্চে শরিক হবেন। ওইদিন সকাল ১০টায় কুমিল্লা থেকে যাত্রা শুরু হবে রোডমার্চ কর্মসূচির। ফেনী, মীরসরাই হয়ে রোডমার্চের বহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে বন্দরনগরীর কাজির দেউড়ীতে সমাবেশে মিলিত হওয়ার কথা রয়েছে। কর্মসূচিতে যোগ দিতে ইতোমধ্যে চট্টগ্রাম নগরীতে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। দলের নেতারা জানান, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলা থেকে নেতাকর্মীরা যোগ দেবেন। এ কর্মসূচিতে ব্যাপকহারে সাধারণ মানুষের অংশগ্রহণও নিশ্চিত করা হবে। কর্মসূচির সমর্থনে বিভিন্ন জেলা, উপজেলায় যে সভা, সমাবেশ হচ্ছে তাতে নেতাকর্মীদের পাশাপাশি দলের সমর্থক ও স্বতঃস্ফূর্ত জনতাও অংশ নিচ্ছে। শান্তিপূর্ণভাবে এখনও পর্যন্ত প্রচার চলছে। তবে চট্টগ্রামের মীরসরাইতে প্রস্তুতি সভার পর আওয়ামী লীগের সাথে বিএনপির সংঘর্ষে এক কিশোর নিহত হয়। এ ঘটনায় বিএনপি নেতাদের আসামী করে থানায় মামলা হয়েছে। মীরসরাইতে কয়েকজন বিএনপি নেতার বাসাবাড়িতে হামলা করেছে আওয়ামী লীগ কর্মীরা। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া অন্য কোন এলাকায় রোডমার্চের প্রস্তুতি এবং প্রচারে এখনও পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ প্রেক্ষাপটে বিএনপি নেতাদের প্রত্যাশা, শান্তিপূর্ণ এ কর্মসূচিতে মানুষের ঢল নামবে। চট্টগ্রাম বিভাগ জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ^াসীদের ঘাঁটি হিসেবে পরিচিত। বিগত প্রায় দেড় দশকের বেশি সময় ক্ষমতার বাইরে বিএনপি। ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে দলের নেতাকর্মীদের ওপর রীতিমত রাজনৈতিক সিডর নেমে আসে। গুম, খুন, হামলা, মামলা, ধরপাকড়ের শিকার হন হাজার হাজার নেতাকর্মী। গায়েবী মামলায় ঘরবাড়ি ছাড়া শত শত কর্মী। এরপরও হাল ছাড়েননি বিএনপি নেতাকর্মীরা। শত জুলুম, নির্যাতন উপেক্ষা করে রাজপথে আন্দোলনে সক্রিয় রয়েছেন তারা। বিগত দুই বছর ধরে চলমান সরকার বিরোধী আন্দোলনের প্রতিটি কর্মসূচি সফল হয়েছে নেতাকর্মী, সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। দলের নেতাকর্মীরা মনে করেন, ভোটাধিকার রক্ষার এ আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে। এ অবস্থায় চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত তৃণমূলের নেতাকর্মীরা। রোডমার্চ পরবর্তী মহাসমাবেশ থেকে যে কর্মসূচি আসবে তা সর্বাত্মক সফলে রাজপথে ঝাঁপিয়ে পড়বে তারা। এদিকে রোডমার্চের সমর্থনে গতকাল নগরীর আগ্রাবাদ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন দলের সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম। এ সময় তার সাথে ছিলেন নগর বিএনপি নেতা এস এম সাইফুল আলম, নিয়াজ মোহাম্মদ খান, সাবেক কাউন্সিলর মো. সেকান্দর, থানা বিএনপি নেতা হাজী বাদশা মিয়া, ইকবাল হোসেন, ফয়জুল ইসলাম, জামাল উদ্দিন জসিম প্রমুখ। মাহাবুবের রহমান শামীম বলেন, সরকার দেশের আইন, আদলত প্রশাসন, অর্থনীতি, সবকিছু ধ্বংস করে ফেলেছে। নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। জনগণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। জনতার বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। নগরীর চান্দগাঁও এলাকায় পথসভা ও সমাবেশ করেছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। এ সময় তার সাথে ছিলেন নগর বিএনপি নেতা, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, মাহবুবুল আলম, আনোয়ার হোসেন লিপু, গিয়াসউদ্দিন ভূইয়া প্রমুখ। 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
কী আছে তৌফিকার লকারে?
আরও

আরও পড়ুন

‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির

‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির

নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০

নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০

লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ

লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ

চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক

মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু