যুক্তরাজ্যে শেখ হাসিনার সংবর্ধনাস্থলের বাইরে বিএনপি ও বিভিন্ন সংগঠনের ব্যাপক বিক্ষোভ
০৫ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
লন্ডনের ওয়েস্টমিনিস্টারের মেথডিস্ট সেন্ট্রাল হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা স্থলের বাইরে যুক্তরাজ্যে বসবাসরত হাজার হাজার বিএনপি ও তার অঙ্গ সংগঠন সমূহ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতা কর্মীরা সম্মিলিত ভাবে ব্যাপক শো ডাউন ও বিক্ষোভ প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠান ও বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক অগ্রগতির স্বীকৃতি দিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানস্থল এবং তার আশপাশের এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অর্ধশতাধিক পুলিশ ভ্যান এবং কয়েক শত পুলিশ সদস্য কাজ করে।
এদিকে সংবর্ধনা স্থলের বাইরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেকের নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই বিক্ষোভে অংশ নেয় প্রবাসী বিএনপি ও তার অঙ্গ সংগঠন সমূহ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতা কর্মীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালিন সময় সমাবেশ স্থলে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কয়সর আহমেদ, মানবাধিকার সংগঠন পিচ ফর বাংলাদেশের চেয়ারম্যান মোঃ ডলার বিশ্বাস ও সেক্রেটারী মোঃ মাহিন খান, সাপ্তাহিক সুরমা নিউজের প্রধান সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন, যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দী লিটন, যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ডালিয়া বিনতে লাকুড়িয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা মাওলানা শামীম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ, কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মোঃ রায়হান উদ্দিন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সভাপতি মুসলিম খান-সহ আরও অনেকে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সমাবেশস্থলে উপস্থিত গনমাধ্যমের সাথে দেয়া সাক্ষাতকারে বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে প্রেরণ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে লন্ডনে দুই দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আগামীকালও আমরা শেখ হাসিনার হোটেলের সামনে বিক্ষোভ করব। অবিলম্বে আমাদের নেত্রীকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
মানবাধিকার সংগঠন পিচ ফর বাংলাদেশের চেয়্যারম্যান মোঃ ডলার বিশ্বাস গনমাধ্যমকে বলেন, 'গনতন্ত্রের হত্যাকারী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইউকেতে স্বাগত জানানো হবে না। অনতিবিলম্বে বাংলাদেশে একটি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারে অধিনে নির্বাচন দিয়ে গনতন্ত্র ও মানবাধিকার ফিরিয়ে দিতে হবে।' এদিকে সংগঠনটির সেক্রেটারী মোঃ মাহিন খান গনমাধ্যমকে জানান, আমরা পিচ ফর বাংলাদেশের পক্ষ থেকে এই ডেমোনেস্ট্রেশনে অংশ গ্রহন করেছি। বাংলাদেশের ইলিগ্যাল প্রধানমন্ত্রী, যিনি গনতন্ত্রের এই জন্মভূমিতে এসেছেন। আমরা এর তিব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই তিনি এখান থেকে চলে যাক এবং বাংলাদেশে গনতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তিনি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করুক।
মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় রাস্তা বন্ধ করে দিয়ে ও শত শত পুলিশের নিরাপত্তা বেস্টনি সহকারে হাজার হাজার প্রবাসী নেতা কর্মীরা বিশাল বিক্ষোভ মিছিল সহকারে ওয়েস্টমিনিষ্টারের দিকে রওয়ানা দেয়। শ্লোগানে শ্নোগানে উত্তাল বিক্ষোভ মিছিলটি দীর্ঘ প্রায় ২ মাইল পথ অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়ার স্থান ওয়েস্টমিনিস্টার মেথডিস্ট সেন্ট্রালে গিয়ে পৌছায়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ছাড়াও যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন পিচ ফর বাংলাদেশ, ইকোয়াল রাইটস ইন্টারন্যাশনাল, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল, নিরাপদ বাংলাদেশ চাই ইউকে সহ আরো
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার
নাম পাল্টিয়েও শেষ রক্ষা হলো না সাইফের আততায়ীর
থানায় বসে ঘুষ গ্রহণ: সেই এসআই প্রত্যাহার
জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন
ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে
বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু
রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ
বড়লেখায় যুবদল নেতাকে হত্যা
মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির
সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল
নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
ঘরে ফেরার আশায় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: হাফিজ ইব্রাহিম
সীমান্তে উসকানিদাতাদের চরম মূল্য দিতে হবে: আখতার হোসেন
সেনাপ্রধানের সঙ্গে রাওয়ার নবনির্বাচিত কর্মকর্তাদের সাক্ষাৎ