দিল্লিতে সেলফি তোলার ফাঁকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছেন বাইডেন
০৫ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সেলফি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। দেশের গণমাধ্যম ও রাজনীতিতে তোলপাড় করা সেই সেলফি রাজনীতিতে সাড়া ফেলেছিল। আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘দুই সেলফিতে সব ফয়সালা হয়ে গেছে। গত মঙ্গলবারও তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তলে তলে আপোস হয়েছে ভারত আমাদের সঙ্গে আছে ভয়ের কিছু নেই। তবে সেলফি নিয়ে সরকার পক্ষ থেকে ব্যপক প্রচারণা করা হলেও জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি কথাবার্তা হয়েছে তা প্রকাশ করা হয়নি। দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র সেই আলোচনার বিষয়বস্তু প্রকাশ করলো। মূলত সেই সেলফি তোলার ফাঁকে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতে বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছিল। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। জি-২০ শীর্ষ সম্মেলনের প্রায় তিন সপ্তাহ পর এই তথ্য জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কিরবি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।এছাড়া গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গেও শেখ হাসিনা বৈঠক করেছেন বলে জানান কিরবি। অথচ অন্যান্যা মার্কিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের খবর প্রকাশ করলেও সরকার পক্ষ থেকে জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠকের কথা প্রকাশ করেনি।
গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শংকরের সঙ্গে বৈঠক করেন জ্যাক সুলিভান। এছাড়া নয়াদিল্লিতে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎ হয়। এসব বিষয় নিয়ে জন কিরবির কাছে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, তারা অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের বিষয়ে কথা বলেছেন। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুতেও কথা বলেছেন।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী গত ২৭ সেপ্টেম্বর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। সেখানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রায় ঘণ্টাখানেক আলোচনা হয় তাদের।
অন্যদিকে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে সাক্ষাতের সময় সেলফি তোলেন বাইডেন। এই সেলফি পরে সায়মা ওয়াজেদ নিজের সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশ করেন। সায়মা ওয়াজেদপুতুল প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী এবং তার আলাপ হওয়ার বিষয়ে খবর দেয়। তখন তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়েছিল বলে সেসময় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে বিষয়ে আবারও জোর দিয়েছেন বাইডেন সে তথ্য প্রকাশ করা হয়নি। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট
আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে
জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কার শেষ করবে : মির্জা ফখরুল
ঘাটতি পূরণে আখ চাষের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে হবে: কবির উদ্দিন
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডিবিসিসিআই’র নতুন সভাপতি মামুন, সেক্রেটারি রিসালাত
হামাস বন্দি তালিকা না দিলে যুদ্ধবিরতি স্থগিত : নেতানিয়াহু
কুলাউড়ায় পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা, আটক-১
বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের '৯ম কর্ণেল কমান্ড্যান্ট' অভিষেক অনুষ্ঠিত