আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে বৈঠক আজ

নির্বাচনের পরিবেশ খতিয়ে দেখছে মার্কিন প্রতিনিধিদল

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৯ অক্টোবর ২০২৩, ১২:১৫ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩, ১২:১৫ এএম

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব-পরিস্থিতি যাচাই করতে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল অংশগ্রহণমূলক নির্বাচন এবং ভোটে নাগরিকদের আস্থা বাড়ানোর বিষয়ে সুপারিশ করবেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে দলটি। আজ বৈঠক করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপির সঙ্গে। এছাড়াও এর আগে দলটি বাংলাদেশের নির্বাচন কমিশন, বিভিন্ন সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নাগরিক সংগঠন এবং নারী ও তরুণদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে বাংলাদেশের স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করছে। গত ৭ অক্টোবর ৬ সদস্যের একটি মার্কিন প্রতিনিধিদল ঢাকায় এসেছে। প্রতিনিধিদলটি ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ঢাকায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজ এবং অন্য নির্বাচনী স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করবে।

এ প্রাক-নির্বাচনী সমীক্ষা মিশন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতি অনুযায়ী পরিচালিত হবে। ইউএসএআইডির সহায়তায় এ মিশন পরিচালিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল মূলত নির্বাচনের পরিবেশ মূল্যয়নে বাংলাদেশ সফরে এসেছেন। এ প্রতিনিধিদলের রিপোর্টের ওপর নির্ভর করবে বাংলাদেশে নির্বাচনকালীন যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক দল পাঠাবে কি না।

এর আগে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার সাংবাদিকদের বলেছিলেন, প্রাক-নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিনিধিদলটি বাংলাদেশের নির্বাচন কমিশন, বিভিন্ন সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নাগরিক সংগঠন এবং নারী ও তরুণদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে।

এনডিআই-এর প্রেস সেক্রেটারি পাউলিনা শ্যাভেজ আলঞ্জো গতকাল বলেছেন, নির্বাচনের পূর্ব-পরিস্থিতি যাচাই করতে বাংলাদেশ সফররত প্রতিনিধিদলটি বাংলাদেশের আইন অনুযায়ী এবং জাতিসংঘে ২০০৫ সালে স্বাক্ষরিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্যায়ন পরিচালনা করবে। সমীক্ষা শেষে প্রতিনিধিদল তার মূল ফলাফলের একটি বিবৃতি প্রকাশ করবে। এছাড়া নির্বাচন-পূর্ব পরিবেশের বিশ্লেষণ, প্রক্রিয়াটির বিশ্বাসযোগ্যতা এবং নির্বাচনে নাগরিকদের আস্থা বাড়ানোর বিষয়েও সুপারিশ করবে প্রতিনিধিদল।

প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলে রয়েছেন দক্ষিণ এশিয়াবিষয়ক সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কার্ল এফ. ইন্ডারফার্থ, ইউএসএআইডির সাবেক ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর বনি গ্লিক, মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, মার্কিন প্রেসিডেন্টের সাবেক সহযোগী জামিল জাফের, এনডিআইয়ের এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক পরিচালক মনপ্রীত সিং আনন্দ, আইআরআইয়ের এশিয়া প্যাসিফিকের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও।

এ বিষয়ে বনি গ্লিক বলেন, এই যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন বাংলাদেশে গণতন্ত্রের প্রতি আমাদের আগ্রহ এবং সমর্থন প্রদর্শন করে। আমরা মূলত বাংলাদেশের নির্বাচন সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ করা এবং দেশটির নির্বাচনের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বাধীন, নিরপেক্ষ এবং সময়োপযোগী বিশ্লেষণ প্রদানের জন্য উন্মুখ। কার্ল এফ. ইন্ডারফুর্থ বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা এখানে নির্বাচনের স্টেক হোল্ডারদের কথা শুনতে এবং একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়ার জন্য আমাদের সমর্থন জানাতে এসেছি।

এনডিআই এবং আইআরআই নির্দলীয় বেসরকারি সংস্থা, যা বিশ্বব্যাপী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং অনুশীলনকে সমর্থন ও শক্তিশালী করতে কাজ করে থাকে। ইনস্টিটিউটগুলো সম্মিলিতভাবে গত ৩০ বছরে ৫০টির বেশি দেশে ২০০টিরও বেশি নির্বাচন পর্যবেক্ষণ করেছে।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিনিধিদল গত ৮ থেকে ২৩ জুলাই ঢাকা সফরে করে। পরে বাংলাদেশের প্রধান নির্বাচন কমশিনারকে (সিইসি) দেওয়া এক চিঠিতে ইইউ প্রতিনিধিদল নির্বাচনের পরিবেশ নেই জানিয়ে নির্বাচনের সময় পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানায়।

প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলটি আজ প্রথমে সকাল সাড়ে ১০টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দুপুর ১২টায় রাজধানীর বনানী শেরাটন হোটেলে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। আওয়ামী লীগ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নতুন দেশ গঠনে আনসার ভিডিপির প্রশিক্ষিত তরুণরা বড় শক্তি : আদিলুর রহমান
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
পাহাড় কাটা প্রতিরোধে উপদেষ্টা রিজওয়ানা হাসানের কঠোর বার্তা
আরও

আরও পড়ুন

‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই

‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের

রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা

রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা

পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি

পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি

বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত

বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত

রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার

এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার

কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন

কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান

বিয়ের ওপর কর বাতিলের দাবি

বিয়ের ওপর কর বাতিলের দাবি

শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল

শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল

নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।

নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।

কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী

কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী

নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ

নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ

বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা

বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা

পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়

পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়

সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা

সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে

ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী

ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী

চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা