নির্বাচন গ্রহণযোগ্য না হলে অন্য রকমের নিষেধাজ্ঞা আসতে পারে
০৯ অক্টোবর ২০২৩, ১২:১৬ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩, ১২:১৬ এএম
নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, প্রধান রাজনৈতিক শক্তি যদি অংশগ্রহণ না করে তাহলে অন্য রকমের নিষেধাজ্ঞা আসতে পারে বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, নির্বাচন কেবল ভোটের দিনের বিষয় নয়। এটার সঙ্গে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যুক্ত। সম্প্রতি আমরা আমেরিকার নিষেধাজ্ঞার কথা শুনছি। নিষেধাজ্ঞার বিভিন্ন তালিকা ঘুরে বেড়াচ্ছে শোনা যায়। এরপরও যদি গ্রহণযোগ্য নির্বাচন না হয়, যেখানে বহু দল এবং প্রধান বড় রাজনৈতিক শক্তি, যাদের সরকার গঠনের ক্ষমতা আছে, তারা অংশ না নেয়, তাহলে সে নির্বাচন স্বীকৃতি পাবে না। এমনটা হলে অন্য রকমের কোনো নিষেধাজ্ঞা আসতে পারে বলে আমার মনে হয়। তিনি বলেন, একটা বিষয় পরিষ্কার থাকা দরকার নির্বাচনে ভোট দেয়া মানবাধিকারের অংশ। নির্বাচন আন্তর্জাতিক মান বজায় রেখে করতে হবে। শেষ পর্যন্ত নির্বাচনটি আন্তর্জাতিক মানের হলো কিনা, এটা দেখতে হবে।
গতকাল রোববার রাজধানীতে ‘পলিটিক্স ইজ ব্রোকেন: হাউ টু ফিক্স ইট’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন এবং নরওয়েজিয়ান অ্যাম্বেসি, ঢাকা যৌথভাবে এই সেমিনার আয়োজন করে।
সেমিনারে বক্তরা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি বিগত ২০১৪ এবং ২০১৮ এর মতো দলীয় সরকারের অধীনে হয় তবে নির্বাচন বলতে যা বুঝায়-অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, বাংলাদেশ ৫ দশক অতিক্রম করেছে। এই সময়ে আমরা নানা কিছু দেখেছি। তবে অল্পতে বলতে বলা হলে বলবো যে, বাংলাদেশের মানুষের স্বাধীন রাষ্ট্র নিয়ে এখনো স্বপ্ন পূরণ হয়নি।
এম সাখাওয়াত হোসেন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সম্প্রতি ঢাকা-১৭ আসনে নির্বাচন হয়েছে। সেখানে ভোটার উপস্থিতি একেবারেই নগণ্য ছিল। এভাবে নির্বাচন হতে থাকলে ভোটারদের উপস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে গিয়ে ঠেকবে।
সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, দেশে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তাতে তিন পথে এগিয়ে যাওয়া যেতে পারে- সংলাপ, সমঝোতা এবং সমাধান। এ ছাড়া আর কোনো পথ নাই, যা দেশের জন্য এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভালো হতে পারে।
ব্রতী’র প্রধান নির্বাহী শারমিন মুরশিদ বলেন, রাজনীতির সংস্কার করতে হবে। এটি এখন ক্ষমতা প্রদর্শন, অর্থের ছড়াছড়িতে এসে দাঁড়িয়েছে। বর্তমানে দলীয় সরকারের অধীনে যেভাবে নির্বাচন হয়ে আসছে তাতে নির্বাচন বলতে যা বুঝায় তার প্রতিফলন হয়নি।
আলোচনা অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের এমপি মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, প্রতি ৫ বছর পরে আমাদের একটি নির্বাচন করতে হবে। এটার জন্য কেবল আগামী নির্বাচনকে ঘিরে শর্ট টার্ম সমাধান না খুঁজে একটি দীর্ঘ মেয়াদি সমাধানের কথা আমরা আলোচনা করতে পারি। বিরোধীদের কাছ থেকে বারবার তাদের প্রস্তাব আহ্বান করা হয়েছে। অতীতে কী হয়েছে, সেদিকে না তাকিয়ে আমাদের সামনের দিকে তাকাতে হবে।
বিএনপি দলীয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল প্যানেল আলোচনায় অংশ নিয়ে বলেন, বাংলাদেশের সামনে এখন যে সমস্যা হাজির হয়েছে, তা প্রকট হয়েছে ২০১৪ এবং ২০১৮ এর নির্বাচনের পরে। এই সংকট থেকে দেশকে উদ্ধারে ৩১ দফা প্রস্তাব দেয়া হয়েছে। বাংলাদেশে দীর্ঘ ১৫ বছরে যে অনিয়ম ও অগণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠেছে এর জন্য ৩১ দফার ভিত্তিতে সমাধান খুঁজে পাওয়া যাবে।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত বরিশাল সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী বলেন, রাজনীতি ভেঙে পড়েনি। এখানে এখন গোটা রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে। এটাকে এখন আর গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না। এটা এখন একনায়কতান্ত্রিক দেশে পরিণত হয়েছে।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির এমপি রানা মোহাম্মদ সোহেল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বায়ক জোনায়েদ সাকি প্রমুখ। ###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা