নীরব ঘাতক শব্দদূষণ
১৩ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
‘তুমি রবে নীরবে হৃদয়ে মম/ নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম’ (রবীন্দ্র নাথ ঠাকুর)। কবির এই গানের মতোই যেন ঘুমিয়ে থাকেন প্রশাসনের হর্তাকর্তারা। গতকাল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে জানানো হয় শব্দদূষণ রোধে আগামী ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত রাজধানী ঢাকার ১১টি পয়েন্টে অবস্থান নিয়ে এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করতে যাচ্ছে সরকার। ‘শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি’ সেøাগান সামনে রেখে এই কর্মসূচি পালন করা হবে। অথচ ২০১৯ সালে ‘বাংলাদেশ সচিবালয়ের আশপাশ শব্দ দুষণ মুক্ত’ এলাকা ঘোষণা করা হয়েছিল। ঢাকঢোল পিটিয়ে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তিন হাজার ২৮৫টি মামলা দেওয়া হয়। শব্দদূষণের দায়ে ৩৬ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করে সঙ্গে সঙ্গে তা আদায় করা হয়। আর জব্দ করা হয় ব্যবহার দুই হাজার ২৭০টি হর্ন, যেগুলো ব্যবহার করার অনুমতি নেই। দূষণের নিয়ে মানুষকে সচেতন করতে গণপরিবহনে স্টিকার লাগানো হয়, বিলি করা হয় লিফলেট। এরপর প্রশাসনের দায়িত্বশীলরা কবির গানের মতো ‘নীরব’ হয়ে যান।
অথচ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত শব্দ দূষণে মানুষের হাইপারটেনশন, আলসার, হৃদ্রোগ, মাথাব্যথা, স্মরণশক্তি হ্রাস, স্নায়ুর সমস্যা ও মানসিক চাপ তৈরি হয়ে থাবে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কান। অতিরিক্ত শব্দের মধ্যে দীর্ঘদিন কাটালে শ্রবণশক্তি ধীরে ধীরে কমে যায় এমনকি বধির হয়ে যায়। তাই তারা শব্দ দূষণকে নীরব ঘাটত হিসেবে অবিহিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে শব্দ দূষণ রোধের বিষয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ জানান, ঢাকা শহরের ১০টি গুরুত্বপূর্ণ স্থান যথা এক মিনিট শব্দহীন কর্মসূচি পালিত হবে। স্থানগুলো হচ্ছে সচিবালয়ের পাশে ওসমানী মিলনায়তনের সামনে, শাহবাগ মোড়, উত্তরা, বিদ্যাসরণি মোড় মিরপুর-১০ নম্বর গোলচত্বর, গাবতলী, মগবাজার, মহাখালী, গুলশান-১, কমলাপুর বৌদ্ধমন্দির ও যাত্রাবাড়ী চৌরাস্তা। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ মন্ত্রণালয়ের অধীন দফতর/সংস্থার কর্মকর্তা বা কর্মচারী, স্কুল-কলেজের স্কাউট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দফতর/সংস্থার কর্মকর্তা বা কর্মচারী, ট্রাফিক পুলিশ ও পরিবহন মালিক সমিতির সদস্যরা ব্যানার, ফেস্টুনসহ উপস্থিত থেকে মানববন্ধন করবেন। এ ছাড়াও সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শব্দসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি সেøাগানে ঢাকা শহরে আগামী ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হবে। এ সময় তারা গাড়ি চালকদের মধ্যে শব্দসচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ করবেন এবং ওই সময় এক মিনিট হর্ন বাজানো থেকে বিরত থাকার জন্য আহŸান জানাবেন।
প্রশ্ন হচ্ছে রাজধানীর শব্দদূষণ রোধে ঢাকঢোল পিটিয়ে একদিনের কর্মসূচি পালন করেই কী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফের ঘুমিয়ে পড়বেন? অথবা শব্দ দূষণ রোধে কোনো প্রকল্পের অর্থ লুটপাটের চেষ্টায় হাঠাৎ করে এমন পদক্ষেপ নিচ্ছেন? কারণ প্রশাসনের কর্মরত দায়িত্বশীলদের দেশের মানুষ বিশ্বাস করে না। কারণ চলতি বছরের শুরুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য এ বছর আরেকটি প্রকল্প নিতে যাচ্ছেন তারা। বিশ্ব ব্যাংকের সহায়তায় জুলাই থেকেই শুরু হবে একটি প্রকল্প, যার মাধ্যমে বিআরটিএর সক্ষমতা বাড়ানো হবে। কিন্তু জুলাই মাসে সে প্রকল্প শুরু হয়েছে বলে খবর পাওয়া যায় না।
একাধিক প্রতিষ্ঠাণের গবেষণায় উঠে এসেছে রাজধানী ঢাকার শব্দ দুষণ ভয়াবহভাবে বেড়ে গেছে। ২০২২ সালের এক জরিপে দেখা গেছে, ঢাকা শহরে শব্দদূষণের কারণে অনেক মানুষের শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। শব্দদূষণকে বলা হয় নীরব ঘাতক। বিশেষ করে ঢাকা শহরে শব্দদূষণের বহু উৎস রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি। গাড়ির হর্ন, নির্মাণকাজ, মাইকের ব্যবহার, শিল্পকারখানা এসব ক্ষেত্রে শব্দদূষণ হয় সবচেয়ে বেশি। আর শব্দদূষণের ক্ষেত্রে যে নিয়ম রয়েছে, তা মানা হয় না। রাজধানী ঢাকা শহরে বসবাসকারী নাগরিকরা দীর্ঘসময় অতিরিক্ত শব্দের মধ্যে থাকার কারণে হাইপারটেনশন, আলসার, হৃদ্রোগ, মাথাব্যথা, স্মরণশক্তি হ্রাস, স্নায়ুর সমস্যা ও মানসিক চাপ তৈরি হচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কান। অতিরিক্ত শব্দের মধ্যে দীর্ঘদিন কাটালে শ্রবণশক্তি ধীরে ধীরে কমে যাওয়ার, এমনকি বধির হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ প্রসঙ্গে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ডা. শাহ আলম মুরাদ জানিয়েছেন, অতিরিক্ত শব্দের কারণে কানের নার্ভ ও রিসেপ্টর সেলগুলো নষ্ট হয়ে যায়। এর ফলে মানুষ ধীরে ধীরে শ্রবণশক্তি হারাতে থাকে। ১২০ ডেসিবেল শব্দের মধ্যে থাকলে মানুষের কান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যেতে পারে। প্রতিদিন ২ ঘণ্টা করে ৮৫ ডেসিবেল শব্দ যদি কোনো ব্যক্তির কানে প্রবেশ করে, তাহলে ক্রমশ শ্রবণশক্তি নষ্ট হবে।
অথচ প্রতিদিন ঢাকা শহরে দেখা যায় ফাঁকা রাস্তায় বিকট শব্দে হর্ন বাজিয়ে দ্রæতগতিতে ছুটছে গাড়ি ও বাইক। পুরো রাস্তা প্রায় খালি থাকার পরও হর্ন বাজায় অনেক চালক। কারণে-অকারণে হর্ন বাজানোর প্রবণতা দিন দিন বাড়ছে। অন্যের কান ঝালাপালা হলেও চালকের যেন তাতে কিছু এসে যায় না।
এ প্রসঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং ইউনিটের সাইকোলজিস্ট সাফিনা বিনতে এনায়েত বলেন, উচ্চ শব্দে মানুষের উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ ও উদ্বেগজনিত সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা হতে পারে সব বয়সের মানুষেরই। তবে বিশেষভাবে ক্ষতি হতে পারে শিশুদের। দিনের পর দিন শব্দদূষণের শিকার হওয়া শিশুদের মনোযোগ দেওয়া ও কিছু পড়ার ক্ষমতা লোপ পেতে পারে। মাত্রাতিরিক্ত শব্দদূষণ ঢাকার বাসিন্দাদের মানসিক অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আহমদ কামরুজ্জামান মজুমদার জানান, ২০২০ সালের পর কয়েকবার সচিবালয় এলাকায় শব্দের মাত্রা নিয়ে গবেষণা হয়েছে। সব গবেষণাতেই উঠে এসেছে যে সচিবালয় এলাকায় শব্দের মাত্রা বেড়েছে। এলাকাটি নীরব হয়নি।
গতকাল সচিবালয়ের সংবাদ সম্মেলনে সচিব ড. ফারহিনা আহমেদ ছাড়াও অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মিজানুর রহমান (এনডিসি) প্রমূখ উপস্থিত ছিলেন। তারা জানান, কর্মসূচি পালনের দিন ১৫ অক্টোবর একই সময়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্ত মন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তসহ ১১টি স্থানে উপস্থিত হয়ে মানববন্ধনে অংশ নেবেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সিলেটকে তলানীতে পাঠিয়ে ঢাকার দ্বিতীয় জয়
গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
ট্রাকের ধাক্কায় দূর্ঘটনায় শিকার শাবি শিক্ষকদের বাস !
'ট্রাম্প ২.০' বা হোয়াইট হাউজে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ বিশ্বকে কীভাবে প্রভাবিত করবে?
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
বন্ধুর বন্ধনের উদ্যোগে ছাগলনাইয়ায় শীতবস্ত্র বিতরণ
সিরাজদিখানে বাস চালক মোবাইলে কথা বলতে বলতে গাছের সঙ্গে সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতভিটা পুড়ে ছাই
নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ
‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়’
কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেত্রী গ্রেপ্তার
লালমোহনে পৌর কর মেলার উদ্বোধন
আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড
নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি
ভারতে অনুপ্রবেশ কালে বিজিবির হাতে আট বাংলাদেশি আটক
জাতীয় ঐক্যের লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতিতে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু
কিশোরগঞ্জ ২৫০ শয্যার সরকারি হাসপাতালে পানি সরবরাহ করলো “ফায়ার সার্ভিস”
ভোক্তার অভিযোগের জন্য ওয়েব পোর্টাল চালু