আজ বাদ জুমা সারাদেশে বিক্ষোভ : বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ

জিহাদের মাধ্যমে ইসরাইলের পতন ঘটাতে হবে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৩ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ শুক্রবার বাদ জুমা সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, ৭৫ বছর ধরে ইসরাইলী সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম অত্যাচার ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে জিহাদের মাধ্যমে বিশ্ব সন্ত্রাসী ইসরাইলের পতন ঘটাতে হবে। ইসরাইলিদের দম্ভ হুঙ্কার ভেঙ্গে চুরমান হয়ে যাবে ইনশাআল্লাহ। হামাসের প্রতিরোধে ৬০ হাজার ইসরাইলি নাগরিক দেশ ত্যাগ করে পালিয়েছে।

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সংহতি সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ৭৫ বছর ধরে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম অত্যাচার ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য আসা শুরু হয়ে গিয়েছে। আবাবিল পাখির ন্যায় মহান আল্লাহ ফিলিস্তিনিদের এবং মসজিদে আল আকসা রক্ষা করবেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন ফিলিস্তিনিদের পক্ষে জোরালো ভ‚মিকা পালন করেছেন। বঙ্গবন্ধুর ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসি ভ‚মিকা দেখতে চায়। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, শান্তি মিশনে যেভাবে সেনা পাঠানো হয় সেরূপ মজলুম ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে বাংলাদেশ থেকে সেনা বাহিনী পাঠাতে হবে। তিনি বলেন, আমরা ইহুদিদের কবর রচনা করবো। আমাদের ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করে দিন। তিনি বলেন, স্বাধীন স্বার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না।

সংগঠনের সভাপতি মুফতি নুর মোহাম্মদ আজিজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনীর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্মমহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়া। পরে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।

জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ : ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের খাদ্য, পানীয় ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বেসামরিক নারী, পুরুষ ও শিশুদের উপর বোমা হামলার প্রতিবাদ এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পক্ষে সংহতি সমাবেশ ও মিছিল করেছে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার পুরান ঢাকার চকবাজার শাহী মসজিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও গাউসুল আজম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রাজ্জাক আজহারী। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসনে মানবিক বিপর্যয় চলছে। মসজিদ, আশ্রয়কেন্দ্র, হাসপাতালেও বোমা হামলা করা হচ্ছে। আমরা দখলদার ইসরাইলের মানবতা বিরোধী এহেন সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পক্ষে সংহতি প্রকাশ করছি। নেতৃবৃন্দ ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে জাতিসংঘসহ সকল দেশকে এগিয়ে আসার আহŸান জানান। নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারকেও এ ব্যাপারে আনুষ্ঠানিক জোরালো নিন্দা ও প্রতিবাদ জানানোর অনুরোধ জানান। সমাবেশে বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল-ফিরোজী, মাওলানা মীর মোহাম্মদ শোয়াইব আনসারী। সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল চকবাজার শাহী মসজিদ চত্ত¡র থেকে শুরু হয়ে উর্দু রোড, লালবাগ চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালবাগ শাহী মসজিদের প্রধান গেটে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ খেলাফত আন্দোলন : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, দখলদার ইসরাইল ফিলিস্তিনে নির্বিচারে নিরপরাধ নাগরিকদের উপর হত্যা চালাচ্ছে । হামাসকে নির্মূল করার নামে উপর্যুপরি বোমা হামলা করে গাজা উপত্যকাকে ধ্বংসস্তুপে পরিণত করেছে ইসরাইল। জাতিসংঘের হিসেব মতে গত কয়েকদিনে ২ লক্ষ ৬০ হাজার ফিলিস্তিনী বাড়ীঘর হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছে । প্রত্যক্ষদর্শীরা বলেছে বিগত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে গাজাবাসী। হতাহতের চিকিৎসা দিতে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। জ্বালানীর অভাবে একমাত্র বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গাজা ভ‚তুড়ে নগরীতে পরিণত হয়েছে। জালেম ইসরাইলী সৈন্যরা গাজায় জরুরি চিকিৎসা ও খাদ্য সামগ্রী নিয়ে কোন স্বেচ্ছাসেবী দলকে ঢুকতে দিচ্ছে না। এই মুহ‚র্তে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের সাহায্যে এগিয়ে আসা বিশ্ব মুসলিমের জন্য অপরিহার্য হয়ে পড়েছে।

তিনি ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আজ বাদ জুমা ঢাকায় আন্দোলনের বিক্ষোভ ও শনিবার হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ সফল করা সহ দেশব্যাপী বিক্ষোভ পালন করার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহŸান জানান। তিনি প্রত্যেক ফজরের নামাজে কুনুতে নাযেলা পাঠ করার জন্য ইমামদের প্রতি আহŸান জানিয়ছেন। ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ : ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ ও সেক্রেটারী জেনারেল বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান এক যুক্ত বিবৃতিতে ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা বন্ধ করার আহŸান জানিয়েছেন।ইসলামী আইনজীবী পরিষদ : ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান শেখ, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত ও অ্যাডভোকেট মানিক মিয়া, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াতে বিশ্বমুসলিম উম্মাহর প্রতি আহŸান জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, মুসলমানের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাস। এই কেবলাকে রক্ষা করা সকলের ঈমানী দায়িত্ব।

কর্মসূচি ঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ফিলিস্তিনের গাজায় সন্ত্রাসী ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল দলের মহাসচিব শাইখুল হাদিস ড. আল্লামা গোলাম মহিউদ্দিন ইকরাম আজকের বিক্ষোভ সমাবেশ সফল করার অনুরোধ জানিয়েছেন।ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ বাদ জুমা চকবাজার শাহী মসজিদ চত্বরে ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি প্রখ্যাত ক্বারী আবুল হোসাইন। মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন বিক্ষোভ সমাবেশ সফল করার অনুরোধ জানিয়েছেন।

এছাড়া মঙ্গলবার রাতে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার জরুরি সভায় আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার বাদ জুমা সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। মজলুম ফিলিস্তিনের জনগণের জন্য বাদ জুমা সারাদেশে মসজিদে মসজিদে দোয়া কর্মসূচি এবং ফজর নামাজে কুনুতে নাজেলা পড়ার কর্মসূচিও ঘোষণা করেন তিনি। দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ আজকের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ সফল করার অনুরোধ জানিয়েছেন। ইসলামী ঐক্য জোট ঢাকা মহানগরীর উদ্যোগে ফিলিস্তিনে বর্বর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকার লালবাদে বিক্ষোভ মিছিল বের করা হবে। মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ভোক্তার অভিযোগের জন্য ওয়েব পোর্টাল চালু
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র
বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল কেনা হচ্ছে
‘জুলাই বিপ্লবের’ মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে : সিইসি
এখনো দেশে সাড়ে ৩৩ হাজার অবৈধ বিদেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা
আরও

আরও পড়ুন

সিলেটকে তলানীতে পাঠিয়ে ঢাকার দ্বিতীয় জয়

সিলেটকে তলানীতে পাঠিয়ে ঢাকার দ্বিতীয় জয়

গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা

গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা

'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?

'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?

ট্রাকের ধাক্কায় দূর্ঘটনায় শিকার শাবি শিক্ষকদের বাস !

ট্রাকের ধাক্কায় দূর্ঘটনায় শিকার শাবি শিক্ষকদের বাস !

'ট্রাম্প ২.০' বা হোয়াইট হাউজে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ বিশ্বকে কীভাবে প্রভাবিত করবে?

'ট্রাম্প ২.০' বা হোয়াইট হাউজে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ বিশ্বকে কীভাবে প্রভাবিত করবে?

'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?

'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?

বন্ধুর বন্ধনের উদ্যোগে ছাগলনাইয়ায় শীতবস্ত্র বিতরণ

বন্ধুর বন্ধনের উদ্যোগে ছাগলনাইয়ায় শীতবস্ত্র বিতরণ

সিরাজদিখানে বাস চালক মোবাইলে কথা বলতে বলতে গাছের সঙ্গে সংঘর্ষ, আহত  ৬

সিরাজদিখানে বাস চালক মোবাইলে কথা বলতে বলতে গাছের সঙ্গে সংঘর্ষ, আহত  ৬

কুড়িগ্রামের উলিপু‌রে ভয়াবহ অ‌গ্নিকা‌ণ্ডে বসত‌ভিটা পু‌ড়ে ছাই

কুড়িগ্রামের উলিপু‌রে ভয়াবহ অ‌গ্নিকা‌ণ্ডে বসত‌ভিটা পু‌ড়ে ছাই

নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত

নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ

‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়’

‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়’

কুড়িগ্রামে ইউপি চেয়ারম‌্যান ও আ'লীগ নেত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে ইউপি চেয়ারম‌্যান ও আ'লীগ নেত্রী গ্রেপ্তার

লালমোহনে পৌর কর মেলার উদ্বোধন

লালমোহনে পৌর কর মেলার উদ্বোধন

আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড

আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড

নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

ভারতে অনুপ্রবেশ কালে বিজিবির হাতে আট বাংলাদেশি আটক

ভারতে অনুপ্রবেশ কালে বিজিবির হাতে আট বাংলাদেশি আটক

জাতীয় ঐক্যের লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতিতে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু

জাতীয় ঐক্যের লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতিতে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু

কিশোরগঞ্জ ২৫০ শয্যার সরকারি হাসপাতালে পানি সরবরাহ করলো “ফায়ার সার্ভিস”

কিশোরগঞ্জ ২৫০ শয্যার সরকারি হাসপাতালে পানি সরবরাহ করলো “ফায়ার সার্ভিস”

ভোক্তার অভিযোগের জন্য ওয়েব পোর্টাল চালু

ভোক্তার অভিযোগের জন্য ওয়েব পোর্টাল চালু