নির্বাচনকালীন সরকার তফসিল ঘোষণার পর
১৬ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল জানিয়েছেন, নির্বাচনকালীন সরকার তফসিল ঘোষনার পর গঠিত হবে। তফসিল ঘোষণা হলেই নির্বাচন কমিশন (ইসি) পাওয়ার ফুল হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়া শর্ত প্রত্যাহার করলে বিএনপি সঙ্গে সংলাপের চিন্তা করে দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। গতকাল রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় নির্বাচনকালীন সরকার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সিডিউল ঘোষনার পর গঠিত হবে নির্বাচনকালীন সরকার। তবে সে সরকারের মন্ত্রিসভার আকার কেমন হবে তা নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা ছোট হবে না, বড় হবে কিংবা একইরকম থাকবে তা নির্ধারণের এখতিয়ার প্রধানমন্ত্রীর। এখনই এ বিষয়ে আলাপ করার সময় হয়নি। তিনি বলেন, তফসিল ঘোষণা হলে নির্বাচন কমিশন খুব পাওয়ার ফুল হয়ে যাবে। আমরা করব, তখন রুটিন ওয়ার্ক। তখন আমরা তাদের চাহিদা পূরণ করতে বাধ্য।
শর্ত প্রত্যাহার করলে বিএনপি সঙ্গে সংলাপের চিন্তা করে দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শর্তযুক্ত সংলাপের ব্যাপারে আমাদের কোনো চিন্তা-ভাবনা নেই। বিএনপি শর্ত প্রত্যাহার করলে তখন দেখা যাবে।
বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত জাতীয় নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসতে বলেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। ১৪ অক্টোবর ওয়াশিংটন থেকে প্রচারিত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের এই আহ্বানের বিষয়ে ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন রাখেন সাংবাদিকেরা। ওবায়দুল কাদের বলেন, বিএনপি সংলাপ চাইলে প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা, এই চারটি শর্ত বাদ দিতে হবে। তবে অন্যান্য বিষয় নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। বিএনপির সঙ্গে শর্তযুক্ত সংলাপ হতে পারে না।
তিনি বলেন, আমাদের প্রশ্ন প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বিএনপি কার সঙ্গে সংলাপ করবে? তারা এর আগে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ খারিজ করে দিয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে পর পর দু’দফা আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে। এই প্রস্তাবগুলো নিয়ে তারা (যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল) বিএনপির সঙ্গে কথা বলুক। বিএনপি শর্ত দিয়ে সংলাপ চাইবে, সে ব্যাপারে আমরা কোনো চিন্তা-ভাবনা করছি না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের সংবিধানে সব আছে। সংবিধানে যেভাবে নির্বাচনের বিধি বিধান সেভাবে আমরা নির্বাচন করব। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, আমরা সেভাবেই করব। নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে। এ বিষয়ে জাতির কাছে আমাদের অঙ্গিকার আছে, সেটা আমরা তাদের কাছে বলেছি।
তিনি আরও বলেন, আমরা আমাদের নির্বাচন করব, তারা (বিদেশী নির্বাচনী পর্যবেক্ষক) বন্ধু দেশ হিসেবে দেখার বিষয় রয়েছে। কারো পরামর্শ বা নির্দেশমতো নির্বাচন হবে না। অন্য বিষয় মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সুপারিশ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ওগুলো নিয়ে আমরা সবাই একমত। বন্ধু রাষ্ট্র হিসেবে তারা নির্বাচনে পর্যমবেক্ষণ পাঠাক। দেখুক আমরা যা বলছি, সেভাবে নির্বাচন হচ্ছে কিনা।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সরকারের মন্ত্রী বলেন, বন্ধুত্বের কূটনৈতিক বিষয়ে সব প্রকাশ্যে আলোচনা হয় না। অনেক সমঝোতা ভিতরেও হয়। বিদেশীদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
তলে-তলে কোনো আপোষ হয়নি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে এ মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মহাসচিব কি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি? উনি কত কথা বলে। উনি বললে কি হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ