গাজা সঙ্কট সমাধানে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির ইঙ্গিত মার্কিন কর্মকর্তাদের
১৭ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম
‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সহায়তা প্রদান সহজতর করা এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা’র লক্ষ্যে অভিজ্ঞ মার্কিন কূটনীতিক ডেভিড স্যাটারফিল্ডকে মধ্যপ্রাচ্যের মানবিক ইস্যুতে বিশেষ দূত হিসেবে মনোনীত করা হয়েছে। গত রোববার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একথা ঘোষণা করেছে। একই দিনে প্রেসিডেন্ট বাইডেন এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি মনে করেন গাজায় ইসরাইলি দখলদারিত্ব ‘বড় ভুল’ হবে এবং হামাস ও সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে পার্থক্য করার চেষ্টা করেছেন। অন্যদিকে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, তারা গাজা উপত্যকায় প্রত্যাশিত ইসরাইলি স্থল আক্রমণের মানবিক পরিণতি হ্রাস করার চেষ্টা করছেন, যদিও বিমান হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বাড়ছে এবং ছিটমহলের জন্য নির্ধারিত সহায়তা মিসরে আটকে রয়েছে। তিনি আরো বলেন, ‘হামাস এবং হামাসের চরমপন্থিরা সব ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না’।
জাতিসংঘের সংস্থা গত শনিবার জানিয়েছে, এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১০ লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছে। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, গাজায় খাদ্য ও বিশুদ্ধ পানি ফুরিয়ে যাচ্ছে, যার ফলে মানুষ ‘কূপের নোংরা পানি’ ব্যবহারে বাধ্য হচ্ছে, যা পানিবাহিত রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এ ব্যাপারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’-এ এক অনুষ্ঠানে বলেন, গাজার মানুষের ‘পানি, ওষুধ ও খাদ্যের অধিকার’ প্রাপ্য এবং এটি নিশ্চিত করার জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করছি’। তিনি বলেন, ইসরাইল গাজার মানুষের জন্য পানির লাইন পুনঃস্থাপনে সম্মত হয়েছে, তবে শুধুমাত্র দক্ষিণ গাজার জন্য। তুরস্ক ও জাতিসংঘের মতো আঞ্চলিক দেশগুলোর সরবরাহ করা কিছু ত্রাণসামগ্রী কয়েক দিন ধরে মিসরের সীমান্তে আটকে আছে। একজন কূটনৈতিক কর্মকর্তা বলেছেন, গাজায় প্রবেশকারী ট্রাকগুলো পরিদর্শনের জন্য ইসরাইলকে অনুমতি দেওয়ার আলোচনা চলছে।
জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ’র মুখপাত্র জুলিয়েট টুমা বলেন, তার এজেন্সি নিশ্চিত করতে পারেনি যে, পানি বা কিছু পানির লাইন পুনঃস্থাপন করা হয়েছে। গাজা বেসরকারী বিক্রেতাসহ পাবলিক ওয়াটার নেটওয়ার্ক ছাড়াও বিভিন্ন উৎেসর মাধ্যমে পানি গ্রহণ করে। ডিস্যালিনেশন প্ল্যান্ট এবং পাম্পিং স্টেশনগুলোর জন্য জ্বালানি প্রয়োজন, যা ইসরাইলে এখনও অবরুদ্ধ রয়েছে। তিনি আরো বলেন, ‘গাজায় কিছুই আসেনি। গমের একটি দানাও নয়’।
এদিকে গাজায় কতজন আমেরিকান আটকা পড়েছে তা এখনও স্পষ্ট নয়। রোববার সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সালিভান বলেন, যুক্তরাষ্ট্র সরকার দেশ ছাড়ার চেষ্টা করা আমেরিকানদের সহায়তা করার জন্য কাজ করছে। ধারণা করা হচ্ছে, ৩০ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন এবং আরো ১৩ জন নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, বাইডেন প্রশাসন গাজায় অবস্থানরত সব আমেরিকান নাগরিক যাতে নিরাপদে গাজা থেকে বের হয়ে মিসরে প্রবেশ করতে পারে তা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করছে।
মাত্র এক সপ্তাহ আগে হামাসের হামলার পর থেকে বাইডেন দৃঢ়ভাবে ইসরাইলের পাশে দাঁড়িয়েছেন, যদিও ইসরাইল গাজায় বিমান হামলা চালিয়ে ২ হাজার ৭৫০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরাইল গাজার ১০ লাখেরও বেশি মানুষকে ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেয়ার জন্য সতর্ক করেছে। সাক্ষাৎকারে বাইডেন আরো বলেন, হামাসকে পুরোপুরি নির্মূল করতে হবে, কিন্তু ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি পথ থাকা দরকার। কিন্তু আমি মনে করি না ইসরাইল এই মুহূর্তে সেই পথ অনুসরণ করবে। আমি মনে করি, ইসরাইল বুঝতে পেরেছে যে, ফিলিস্তিনি জনগণের একটি উল্লেখযোগ্য অংশ হামাস ও হিজবুল্লাহর দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নয়।’
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গত রোববার জানিয়েছে, গাজায় আট দিনের ইসরাইলি হামলায় ২ হাজার ৭৫০ জন নিহত ও ৯ হাজার ৬০০ জন আহত হয়েছে। স্ডেরোটের ডেপুটি মেয়র এলাদ কালিমি টাইমস অব ইসরাইলকে বলেন, শহরের আনুমানিক দুই-তৃতীয়াংশ মানুষ ইতোমধ্যে ইসরাইল থেকে সরে গেছে। এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তে তাদের একটি পোস্টেও গুলি বর্ষণ করা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ