যানজটে নাজেহাল রাজধানীবাসী
১৭ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম
সপ্তাহের কার্যদিবসের দ্বিতীয় দিন গতকাল সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজট লক্ষ্য করা গেছে। যানজটে নাজেহাল হতে হচ্ছে অফিসগামী যাত্রীদের। ট্রাফিক বিভাগ বলছে, সকালের দিকে বিভিন্ন এলাকায় স্কুল-কলেজকেন্দ্রিক যানবাহনের চাপ থাকে, সেই চাপ প্রধান সড়কগুলোতে গিয়ে পড়ছে।
রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, গণপরিবহনের জন্য সড়কে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে অফিসগামীদের। আর দীর্ঘসময় অপেক্ষা করার পর যখন কাঙ্খিত গণপরিবহনে উঠতে পারলেও, কিছুদূর যেতে না যেতেই যানজটে দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে তাদের। সায়েন্সল্যাব মোড়, শাহবাগ, গুলিস্তান, কাকরাইল মোড়, পল্টন মোড়, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট ও নতুন বাজারে এ তীব্র যানজট তৈরি হয়। স্বাভাবিক সময়ের চেয়ে প্রতিটি যানবাহনের ৩০-৪০ মিনিট অতিরিক্ত সময় লাগছে। সকাল থেকে যানজট সবচেয়ে তীব্র ছিল মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে বিজয় সরণি ও জাহাঙ্গীর গেট মোড়ে। রাজধানীর মধ্যভাগের এ যানজট ছড়িয়ে পড়ে সব সড়কে। এ দুই মোড় পার হতেই এক ঘণ্টার বেশি লেগে যাচ্ছে যানবাহনগুলোর। এরপর বনানী ক্রসিংয়ে ১০ থেকে ২০ মিনিট সময় লাগছে যানবাহনগুলোর। এর উল্টো দিকে অর্থাৎ মহাখালী হয়ে পল্টন কিংবা মৎস্য ভবন মোড়ে যেতে মহাখালী টার্মিনালের সামনের জটলায় আধাঘণ্টার বেশি সময় লাগে বাসগুলোর। অন্যদিকে কাকরাইল, রামপুরা, নতুন বাজার ও কুড়িল বিশ্বরোডেও ছড়িয়ে পড়েছে যানজট। রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডের প্রগতি সরণি সড়কে বাস, ট্রাক, প্রাইভেট কার, রিকশা, ভ্যান সবই চলে একসঙ্গে। ফলে রাস্তায় শৃঙ্খলা না থাকায় পরিবহনগুলোকে ধীরগতিতে চলতে হয়। নতুন বাজার ও বাড্ডায় দুটি সিগন্যাল থাকলেও এ পথ পার হতে যানবাহনগুলোর সময় লাগছে দেড় ঘণ্টা।
রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশের কারণে বাড়ে যানজটের তীব্রতা। বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত সমাবেশের আয়োজন করা হয়। আর নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটও বাড়ছে। রাজধানীর মতিঝিল, পল্টন, গুলিস্তান, সেগুনবাগিচা ও শান্তিনগর এলাকায় যানজটের এ চিত্র দেখা গেছে। মতিঝিল ও পল্টন এলাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যানচলাচল একেবারেই বন্ধ রয়েছে। অন্যদিকে ফকিরাপুল ও দৈনিক বাংলা মোড় এলাকায় যানচলাচলে ধীরগতি ছিলো। এদিকে গুলিস্তান হয়ে নাইটিঙ্গেল মোড় থেকে শান্তিনগর পর্যন্ত লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। এসব রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে থাকতে হয়েছে।
এক বাস চালক জানান, শান্তি নগর মোড় থেকে বাস নিয়ে কোনোভাবেই সামনে আগানো যাচ্ছে না। পল্টনে বিএনপির সমাবেশের কারণে রাস্তা বন্ধ।
ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমতিয়াজ বলেন, পল্টনে বিএনপির রাজনৈতিক কর্মসূচির কারণে দুপুর একটা থেকে মতিঝিল, পল্টন, দৈনিক বাংলা ও ফকিরাপুলে যান চলাচল ব্যাহত হয়েছে। গাড়ি কোনো দিকেই মুভ করতে পারছে না। পল্টনে রাস্তা ফ্রি না হওয়া পর্যন্ত এই যানজট থাকবে।
এদিকে, সকাল থেকে রাজধানীর মিরপুর রোড বিশেষ করে টেকনিক্যাল থেকে শুরু হয় যানজটের। গণপরিবহনসহ বিভিন্ন পরিবহন যানজটে আটকে থেকে কিছু সময় পর পর সামনের দিকে এগোতে থাকে। টেকনিক্যাল থেকে জ্যাম পেরিয়ে কল্যাণপুর, শ্যামলী ও সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল পেরিয়ে আসাদ গেট পর্যন্ত আসতেই প্রায় ২ ঘণ্টা পার হয়ে যাচ্ছে। এছাড়া বিজয় সরণি ফার্মগেট পার হতে লাগছে ঘণ্টার বেশি সময়। একদিকে দীর্ঘ যানজট অন্যদিকে গরমে হাঁসফাঁস করছে নগরবাসী।
মিরপুর থেকে অফিসের উদ্দেশে রওনা দেওয়া এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, কল্যাণপুর থেকে যানজটে অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে। সকালে এই যানজট যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। কল্যাণপুর এসে দীর্ঘ সময় আটকে থাকতে হবে, এটি মাথায় নিয়েই আমাদের সড়কে বের হতে হচ্ছে। তবে কী কারণে আটকে থাকতে হচ্ছে এ বিষয়টি নিশ্চিত হতে পারিনি।
যানজটে আটকে থাকায় বিরক্তি প্রকাশ করে গণপরিবহনে থাকা আরেক আরেক যাত্রী বলেন, যানজটের অজুহাত দিলেও এখন আর কেউ আমলে নেয় না। উল্টো বলে আরও সময় নিয়ে কেন বের হয়নি। তাহলে আমরা আর কত আগে বাসা থেকে বের হয়ে গন্তব্যে রওনা দেবো।
রমনা এবং তেজগাঁও ট্রাফিক বিভাগের একাধিক কর্মকর্তা বলেন, ধানমন্ডি, মোহাম্মদপুর, আসাদ গেট, বেইলী রোড, মহাখালী এলাকায় স্কুল-কলেজ বেশি। সকালে স্কুলগামীদের কারণে সড়কে অতিরিক্ত গাড়ির চাপ থাকে। আর এসব গাড়ির চাপ এসে প্রধান সড়কগুলোতে পড়ছে। তবে যানজট নিরসন করে জনগণকে যানজট থেকে কীভাবে কিছুটা হলেও স্বস্তি দেওয়া যায়, সে বিষয়ে ট্রাফিক বিভাগ কাজ করছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ