মামলার পর ছুটিতে ওসি থানার পরিদর্শককে বদলি
১৮ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশন-দুককের সাবেক উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় আদালতে পরিবারের মামলার পর ‘ছুটিতে’ গেছেন অভিযুক্ত চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলাম। আর বদলি করা হয়েছে থানার পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমানকে।
আদালত মামলার আবেদনটি থানাকে এজাহার হিসেবে নেয়ার আদেশ দেয়ার পরপরই সোমবার ওসি খায়রুল ইসলাম ছুটিতে চলে যান। আর পরিদর্শক (তদন্ত) মনিবুরকে বদলির আদেশ দেয়া হয়। চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মনিবুরকে চট্টগ্রাম মেট্রোপলিন পুলিশের (সিএমপি) পশ্চিম জোনের উপ-কমিশনার কার্যালয়ে পরিদর্শক (অপরাধ) হিসেবে বদলি করে একই দায়িত্বে থাকা মো. ছবেদ আলীকে চান্দগাঁও থানার পরদর্শক (তদন্ত) হিসেবে আদেশ জারি করা হয়েছে।
আদেশ পেয়েই চান্দগাঁও থানায় যোগ দেন ছবেদ আলী। এরপর গতকাল মঙ্গলবার তিনি ওসি’র অনুপস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেন। ছবেদ আলী জানান, ওসি ছুটিতে থাকায় তিনি দায়িত্বে আছেন। স্ত্রীর অসুস্থতার জন্য ওসি খায়রুল ইসলাম ছুটিতে গেছেন বলে জানিয়েছেন সিএমপির উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান। গত ৩ অক্টোবর রাতে নগরীর এক কিলোমিটার এলাকায় বাসা থেকে একটি সিআর মামলায় দুদকের সাবেক উপ-পরিচালক সৈয়দ মো. শহীদুল্লাহকে গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ। পরে থানায় অসুস্থ হয়ে মারা যান তিনি। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় গ্রেফতারের সময় তার সাথে খারাপ ব্যবহার করা হয়। তিনি অসুস্থ হওয়ার পরও তাকে তার জরুরি ওষুধ নিতে দেওয়া হয়নি। তাকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
রনি আক্তার তানিয়া নামে এক মহিলার করা মামলায় গ্রেফতার করা হয় শহীদুল্লাহকে। ওই মহিলা নিজেকে শহীদুল্লাহর বাসার গৃহকর্মী দাবি করেন। বেতনের ‘বকেয়া টাকা আনতে বাসায় যাওয়ায়’ গত ২৩ অগাস্ট রাতে তাকে শহীদুল্লাহ ও তাদের আত্মীয় কায়সার আনোয়ার ‘মারধর করেছিলেন’ বলে মামলায় অভিযোগ করা হয়। তবে রনি আক্তার তানিয়া নামে তাদের গৃহকর্মী ছিলেন না বলে দাবি করেছিলেন নিহতের ছেলে।
পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সোমবার দুদকের সাবেক কর্মকর্তা শহীদুল্লাহর স্ত্রী ফৌজিয়া আনোয়ার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন করেন। আদালত অভিযোগটি সরাসরি মামলা হিসাবে গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলায় চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমান, গ্রেফতার করতে যাওয়া দুই এসএসআই ইউসুফ আলী ও সোহেল রানাকে আসামি করা হয়েছে। এছাড়াও এস এম আসাদুজ্জামান, জসীম উদ্দিন, মো. লিটন, রনি আক্তার ওরফে তানিয়া ও কলি আক্তার নামে আরও পাঁচজনকে আসামি করা হয়।
শহীদুল্লার মৃত্যুর পর তাকে গ্রেফতার করতে যাওয়া চান্দগাঁও থানার দুই এএসআই ইউসুফ আলী ও সোহেল রানাকে থানা থেকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সমন না পাঠিয়ে আটকে রাখায় চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হারুন উর রশিদকে মুখ্য মহানগর হাকিম আদালতের ক্যাশিয়ার পদে বদলি করা হয়েছিল।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক