জো বাইডেনের প্রধান কূটনীতিককে উপেক্ষা সউদী যুবরাজের
১৮ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
ইসরাইলে হামাসের হামলার বিরুদ্ধে সমর্থন আদায়ের চেষ্টায় সউদী আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। কিন্তু বৈঠককে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা ধরে শীর্ষ মার্কিন কূটনীতিককে অপেক্ষা করতে হয় সউদী আরবের ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমানের সাক্ষাৎ পেতে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত শনিবার সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সাথে বৈঠকে যোগ দিতে ব্যর্থ হন এবং পরের দিন সকালের আগ পর্যন্ত যোগ দেননি।
কূটনীতিক জো বাইডেন মধ্যপ্রাচ্যের ঝটিকা সফরে আরব অংশীদারদের মানবিক প্রচেষ্টায় সাহায্য করতে এবং একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ এড়াতে রাজি করান। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ক্রাউন প্রিন্সের সাথে তার দেখা করার কথা ছিল, কিন্তু পরের দিন সকাল পর্যন্ত সউদী শাসক উপস্থিত হননি। অবশেষে যখন তিনি হাজির হন, তখন ক্রাউন প্রিন্স সংঘাতের ‘বর্তমান বৃদ্ধি’ বন্ধ করার আহ্বান জানান, এমন একটি অবস্থান যা ওয়াশিংটনের বিরোধিতা করে, যা যুদ্ধবিরতির আহ্বান জানানো থেকে বিরত ছিল এবং ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।
এ বিষয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সভা স্থগিতের খবর পাওয়া গেলেও এবং চলমান সংঘাত নিয়ে মতপার্থক্য থাকলেও সাংবাদিকদের কাছে ব্লিঙ্কেন দাবি করেছেন- যুবরাজের সঙ্গে তাঁর বৈঠক ‘খুব ফলপ্রসূ’ হয়েছে।
সউদী আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এসপিএ-এর বরাতে জানানো হয়েছে, বৈঠকে ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাত থামানোর কিছু উপায় বের করার ওপর জোর দিয়েছেন মোহাম্মদ। এ সময় তিনি আন্তর্জাতিক আইনের বিষয়টি আলোচনায় তুলে ধরা ছাড়াও গাজা অবরোধ থেকে ইসরাইলি বাহিনীকে সরে দাঁড়ানোর বিষয়ে কথা বলেন। সংকট সমাধানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ আঞ্চলিক নেতাদের সঙ্গে ফোনালাপ ও কূটনৈতিক প্রচেষ্টাগুলোর কথাও ব্লিঙ্কেনকে জানান যুবরাজ। ফিলিস্তিনিদের প্রাপ্য অধিকার অর্জন এবং একটি ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।
এদিকে ওই বৈঠকের বিষয়ে বলতে গিয়ে সাংবাদিকদের কাছে ব্লিঙ্কেন মত দিয়েছেন, হামাসের হামলা থেকে নিজেদের রক্ষা করার অধিকার ইসরাইলের আছে এবং ভবিষ্যতে এমনটি না ঘটার জন্য যা করা প্রয়োজন তারা তা-ই করবে। ব্লিঙ্কেন বলেন, ‘এই সঙ্ঘাত যেন ছড়িয়ে না পড়ে-এ সংকল্প নিয়েই আমি দেশে দেশে সফর করছি।’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরাইলের মাটিতে হামাসের আকস্মিক হামলার জের ধরে সংঘাত ছড়িয়ে পড়লে একাধিক দেশে সফর করেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। সউদী যুবরাজের সঙ্গে সাক্ষাতের আগে তিনি মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল-সিসির সঙ্গেও দেখা করেন এবং গাজার সঙ্গে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানান। মার্কিন ও মিসরীয় কর্মকর্তাদের পরস্পরবিরোধী মন্তব্যের মধ্যে গাজার সাথে মিসরের সীমান্ত অস্থায়ীভাবে খোলার জন্য মি. ব্লিঙ্কেনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রস্তাবের অধীনে, শুধুমাত্র মার্কিন বা অন্য পশ্চিমা পাসপোর্টধারী ফিলিস্তিনিরা এবং নির্দিষ্ট কিছু সাহায্যকর্মী গাজা ছেড়ে যেতে পারবে। সূত্র : ওয়াশিংটন পোস্ট, ইন্ডিয়া টুডে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক