ঢাকা   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১

মনোনয়নে মূল্যায়ন চান সাবেক ছাত্র নেতারা

Daily Inqilab আল হেলাল শুভ

১৮ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মনোনয়নের জন্য এরই মধ্যে প্রার্থীদের আমলনামা তৈরি করছে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ। অন্যবারের মতো এবারও মাঠে সক্রিয় এক ঝাঁক সাবেক ছাত্রলীগ নেতা। দলের তৃণমূল নেতৃত্ব মনে করছেন, এখন অনেক এলাকায় সংসদ সদস্যরা অজনপ্রিয়। এর সুযোগ পাবেন সাবেক ছাত্রলীগের ত্যাগীয়, দুর্দিনের ছাত্রলীগ নেতারা। যারা এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। দলের তৃণমূল নেতারাও মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে ছাত্রলীগের নেতাদের আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হলে জয়লাভের সুযোগ বেশি তৈরী হবে।

আওয়ামী লীগের তৃণমূল ও দলীয় সূত্রগুলো বলছে, এবার অন্যান্য বারের চেয়ে ছাত্রলীগ নেতাদের প্রত্যাশাও বেশি থাকবে। কারণ এবার আওয়ামী লীগের নির্বাচনী স্লোগানই হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। সে হিসেবে তারুণ্য নির্ভর একটি যোগ্য নেতৃত্ব তো অবশ্যই প্রয়োজন। সে বিবেচনায় এবার আওয়ামী লীগের মনোনয়নের একটি বড় অংশ ছাত্রলীগের সাবেক নেতারা হবেই এমনই আশা দলের তৃণমূল নেতাদেরও।

দলীয় সূত্র জানিয়েছে, গত আগস্ট মাসে আওয়ামী লীগের বর্ধিত সভায় সাবেক ছাত্রলীগে নেতাদের জায়গা করে দেওয়ারও দাবি দলীয় প্রধান শেখ হাসিনার কাছে তুলেছিলেন আওয়ামী লীগের তৃণমূলের কয়েকজন নেতা। সে দিন তৃণমূলের একাধিক নেতা বক্তব্যে ত্যাগী, জনপ্রিয় ও দুর্দিনের ছাত্রলীগ নেতাদের মনোনয়ন দেওয়ার অনুরোধ উঠে আসে।

ছাত্রলীগ সূত্র জানিয়েছে, গত কয়েকবারের মত এবারও সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেক আগে থেকেই নিজ নিজ এলাকায় মনোনয়নের জন্য কাজ শুরু করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা। তবে গত ২বারে তাদের অভিজ্ঞতা ভাল হয় নি বলে জানিয়েছেন সাবেক ছাত্রনেতাদের কেউ কেউ। তবে অনেকে ব্যবসার পাশাপাশি এলাকায় নিজেদের অবস্থার পক্ত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। জানা গেছে, মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগে নেতাদের গত ২ বারের অভিজ্ঞতা খুব ভাল নয়। জাতীয় রাজনীতিতে এবং ব্যবসায়ী-বিত্তশালীদের প্রভাবে সাবেক ছাত্রনেতারা এ দুই বার ছিলেন অনেকটাই কোণঠাসা। এর সঙ্গে টানা ১৫ বছর দল ক্ষমতায় থাকায় স্থানীয় পর্যায়ের নেতারা ছাড়াও এর সঙ্গে যুক্ত হয়েছে, হাইব্রিড অনুপ্রবেশকারীদের চাপ। এত চাপে পিষ্ট হয়ে অনেকে হতাশ হয়ে ছিটকে পড়ছেন। এদের সাই দলীয় প্রধান শেখ হাসিনার দিকে তাকিয়ে টিকে আছেন। দলীয় প্রধান যদি সাবেক ছাত্রনেতাদের যোগ্য বলে মনে করে মূল্যায়ণ করেন এই আশায় এলাকায় কাজ করে যাচ্ছেন।

তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সাবেক ছাত্র নেতাদের মধ্যে যারা জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান করে নিয়েছেন, পাশাপাশি এলাকায়ও জনপ্রিয়তা তৈরি করেছেন- তাদের বিভিন্ন সময়ে মনোনয়নে মূল্যায়ন করতে দেখা গেছে। এবারও তার ব্যতিক্রম হবে না। এ ছাড়া দলীয় বিভিন্ন পদে ইতিমধ্যে সাবেক ছাত্রলীগ নেতাদের অবস্থান রয়েছে।

ছাত্রলীগ সাবেক নেতাদের মধ্যে বর্তমান সংসদে রয়েছেন, তোফায়েল আহমদ, ওবায়দুল কাদের, সুলতান মোহাম্মদ মনসুর, শাহে আলম, অসীম কুমার উকিল, ইকবালুর রহিম, এ কে এম এনামুল হক শামীম, নজরুল ইসলাম বাবু ও মাহমুদ হাসান রিপন। এ ছাড়া ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্যে যারা আওয়ামী লীগের শীর্ষ পদেও রয়েছেন তারাও এবারও মনোনয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন মোস্তফা জালাল মহিউদ্দিন (ঢাকা-৭), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর)। এর বাইরে ছাত্রলীগের শীর্ষ পদে ছিলেন এমন মনোনয়ন চাইবেন তারা হলেন- বাহালুল মজলুন চুন্নু, মাঈনুদ্দিন হাসান চৌধুরী (চট্টগ্রাম), ইসহাক আলী খান পান্না, বাহাদুর বেপারী, অজয় কর খোকন, লিয়াকত শিকদার (ফরিদপুর), মাহফুজুল হায়দার চৌধুরী রোটন (চট্টগ্রাম), এইচ এম বদিউজ্জামান সোহাগ (বাগেরহাট), সিদ্দিকী নাজমুল আলম, মো. সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসাইন (মৌলভীবাজার-১), রেজওয়ানুল হক চৌধুরী শোভন, গোলাম রাব্বানী, আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য।

এর বাইরে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সম্পাদক, উপ-সম্পাদক, সহ-সম্পাদক ও সদস্য পদের কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতাদের সংখ্যা অনেক। এরা এলাকায় থেকে নানা প্রক্রিয়ায় নানাভাবে কাজ করে যাচ্ছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য, হলেন সাবেক সহ-সভাপতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা সুজিত রায় নন্দী (চাঁদপুর সদর), বর্তমান আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ ভূঁইয়া (কচুয়া, চাঁদপুর), সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম (সাতকানিয়া, চট্টগ্রাম), পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল (পাবনা-৪)। ওই আসনে দীর্ঘদিন থেকে কাজ করছেন তিনি। কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি কামরুল হাসান রিপন (ঢাকা-৫)। তিনি দীর্ঘ দিন ধরে এলাকায় কাজ করে যাচ্ছেন। এলাকায় মানুষের বিপদে আপদে কাজ করে নিজের একটি শক্ত ইমেজ তৈরী করতে সক্ষম হয়েছেন ছাত্রলীগের এই সাবেক নেতা। বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া রয়েছেন বর্তমান আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন।

ছাত্রলীগের সাবেক থেকে রাজনীতিতে সম্পৃক্ততা থেকে নিজেদের ইমেজ তৈরী করেছে এবং এলাকায় জনসম্পৃক্ত রয়েছেন তাদের মধ্যে- ছাত্রলীগের সাবেক সগ-সভাপতি বিশ্বনাথ সরকার বিটু (রংপুর-বদরগঞ্জ)। তিনি বর্তমানে কৃষকলীগের কেন্দ্রীয় নেতা। ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহরিয়ার আজম মুন্না (ঠাকুরগাঁও)। শেখ সোহেল রানা টিপু (রাজবাড়ী), সাবেক ক্রীড়া সম্পাদক শাহজাহান শিশির (কচুয়া চাঁদপুর), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন (গাজীপুর) ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু (নোয়াখালী-৪), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ (ভোলা-২), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান টুটুল (সরিষাবাড়ী, জামালপুর), সাবেক সহ-সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন (সোনাগাজী, ফেনী), সাবেক অর্থ-সম্পাদক মোর্শেদুজ্জামান জামান সেলিম (গৌরীপুর ময়মনসিংহ), সাবেক সহ-সম্পাদক বদিউল আলম (পটিয়া, চট্টগ্রাম), সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম), সাবেক সহ-সভাপতি গোলাম সারোয়ার কবির (মুন্সিগঞ্জ), সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মারুফ (চাঁদপুর), সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাসুদ হোসেন দুলাল (নারায়ণগঞ্জ), সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন (ফরিদপুর), সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক আবু আব্বাস ভূঁইয়া (ব্রাহ্মণবাড়িয়া), সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিন (সেনবাগ, নোয়াখালী), সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম আমির (হাতিয়া, নোয়াখালী), সাবেক সদস্য ইসকান্দার মির্জা শামীম, সদস্য সাজু (রামগতি,লক্ষ্মীপুর), সাবেক সহ-সভাপতি লুৎফুন্নার মুন্নি (বেগমগঞ্জ, নোয়াখালী), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এতেশামুল হক রুমি (বুড়িচং, কুমিল্লা), সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন (নেত্রকোনা), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুস্তাফা আলমগীর (নেত্রকোনা), সাবেক সহ-সম্পাদক শহীদুল্লাহ শাহানুর (কিশোরগঞ্জ), আবু তাহের (চৌদ্দগ্রাম, কুমিল্লা), সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান (পিরোজপুর), মাজহারুল ইসলাম মানিক (পাবনা), ব্যারিস্টার সায়েদুল হক সুমন (চুনারুঘাট, হবিগঞ্জ), ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্তমান প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা নিয়াজ জামান সজীব (ফরিদপুর-১), ময়েজ উদ্দিন শরীফ রুয়েল (বানিয়াচং, হবিগঞ্জ), দেলোয়ার হোসেন ফারুক (লাকসাম, কুমিল্লা), অহিদুর রহমান জয় (মনোহরগঞ্জ, কুমিল্লা), সাবেক সহ সভাপতি আশরাফ হোসেন।

এ বিষয়ে পাবনা জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক ছাত্রনেতা রেজাউল রহিম লাল ইনকিলাবকে বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ তৈরীতে যারা ছাত্রলীগের সাবেক নেতা তাদের নেতৃত্বে নিয়ে আশা প্রয়োজন। আশা করছি দল এমনটাই করবে।
শেখ সোহেল রানা টিপু বলেন, যারা ত্যাগী, মেধাবী দীর্ঘদিন ধরেই কাজ করছেন তাদের মনোনয়ন দেয়া উচিত। এতে দল উপকৃত হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, এটা সুপ্রিম অথরিটি আমাদের নেত্রী শেখ হাসিরার বিষয়। ৩’শটি আসনই উনার নখ দর্পণে। উনি জরিপ করাচ্ছে, কে কোথায় কি অবস্থায় আছেন সেটা উনি ভাল করেই জানেন। দলের স্বার্থে উনি যাকে ভাল মনে করবেন সেটাই হবে বিবেচ্য বিষয়। এখানে ব্যক্তি কোন বিষয় না। বিবেচ্য বিষয় হলো নৌকা প্রতিক ও আমাদের দলীয় প্রধান শেখ হাসিনা।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের

সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি

ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি

অস্ত্র মামলায় মামুন খালাস

অস্ত্র মামলায় মামুন খালাস

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন

ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন

দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির

দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির

হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি

বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী

দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী

বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি

বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি

যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯

যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯

আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে

আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে

প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ

সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ

এবার  মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত

এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক