তিন জেলায় বিএনপির ৩২ নেতাকর্মী আটক
১৯ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
তিন জেলায় বিএনপির ৩২ নেতাকর্মী আটক হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জে ২০, ধামরাইয়ে ৯, কিশোরগঞ্জের হোসেনপুরে ৩ জন বিএনপির নেতাকর্মী আটক হয়। আমাদের সংবাদদাতা তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনÑ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ২০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে জেলা ও মহানগরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। এদিকে বিএনপি নেতাদের দাবি, ঢাকার সমাবেশকে কেন্দ্র করেই পুলিশের এই গ্রেফতার অভিযান চালাচ্ছে। যাতে নেতাকর্মীরা ভয়ে সমাবেশ অংশ নিতে না পারে। অন্যদিকে পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে মামলা থাকায় আটক করা হয়েছে। যাদের জামিন আছে তাদের ছেড়ে দেয়া হবে। যদিও আটককৃত নেতাকর্মীদের নাম এখনো জানা যায়নি।
এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘আমাদের ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতিসহ মহানগরের ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
আটকের বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, ‘আমরা ২০ জনকে আটক করেছি। তাদের মামলার যাচাই বাছাই চলছে। যাদের জামিন আছে তাদের ছেড়ে দেয়া হবে এবং যাদের বিরুদ্ধে মামলা রেয়েছে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।’
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের পুরাতন মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন- বালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুনিগ্রাম এলাকার মৃত ফয়জুদ্দিন মিয়ার ছেলে নাসির উদ্দিন, আইনঙ্গন এলাকার মৃত রেজাউল করিম লাল মিয়ার ছেলে মনিরুজ্জামান, ভাড়ারিয়া এলাকার হাশেম আলীর ছেলে নাসির উদ্দিন, বালিথা এলাকার মোকছেদ আলীর ছেলে আনোয়ার হোসেন, বাসনা এলাকার মৃত আজাহার আলীর ছেলে মনির হোসেন, পশ্চিম বাসনা এলাকার ফজল হকের ছেলে রাজু আহমেদ, বড় জেঠাইল এলাকার মৃত হেদায়েতুল্লাহ মিয়া ছেলে আতিকুর রহমামসহ আরো দুইজন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (অপারেশন) নির্মল চন্দ্র সাহা জানায়, নাশকতা মামলা ও আশুলিয়া থানায় গাড়ি পুড়ানো মামলায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের হোসেনপুরে নাশকতা ও বিষ্ফোরক মামলায় বিএনপির ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
গতকাল বুধবার কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলো থানা বিএনপির সদস্য আফম জহিরুল ইসলাম, মো. জুলমত আলী ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মহব্বত আলী। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান টিটু জানান, বিগত বছর পুলিশের সাথে সংর্ঘষের মামলায় তাদের আটক করা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং