রাজধানীতে কোথাও পরিবহণ সঙ্কট কোথাও যানজট
১৯ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে গণপরিবহনের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। অধিকাংশ সড়কে গণপরিবহন অনেক কম। এর মধ্যে কিছু কিছু এলাকায় যানজট ভয়াবহ আকার ধারণ করলেও অনেক সড়কে আবার ফাঁকা। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, মালিবাগ, মগবাজার, বনানী, পল্টন, গুলিস্তান, শান্তিনগর, কাকরাইল, মিরপুর, শ্যামলী, গাবতলী ঘুরে সড়কের এমন চিত্র দেখা গেছে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করছে দলটি। এতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে খ- খ- মিছিল সহকারে নয়াপল্টনে জড়ো হয়েছেন। এতে নয়াপল্টনের পার্শ্ববর্তী ফকিরাপুল, পল্টন, শান্তিনগর, কাকরাইল, মৌচাক এলাকায় গাড়ি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে এসব সড়কে তীব্র যানজট দেখা দেওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
অন্যদিতে বিরোধী দলের কর্মসূচির প্রতিবাদে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাদের কর্মসূচিতে অংশ নিতেও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে বঙ্গবন্ধু এভিনিউতে আসছেন। ফলে গুলিস্তান, পল্টন, কাকরাইল, বিজয়নগর ও আশপাশের সড়কে তীব্র যানজট দেখা গেছে। পল্টন ও কাকরাইল এলাকায় শত শত গাড়িকে যানজটে আটকে থাকতে দেখা গেছে। দুই দলের সমাবেশের কারণে পল্টন, কাকরাইল, গুলিস্তান, প্রেসক্লাব এলাকায় গাড়ির চাকা দেরিতে ঘুরছে। মালিবাগ- মৌচাক এলাকারও চিত্র একই।
যানজটে আটকে থাকায় এসব সড়কে যেসব গণপরিবহন চলছে সেগুলো মোড়ে আসতে দীর্ঘ সময় নিচ্ছে। এতে অনেকে বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে গন্তব্যে রওনা হচ্ছেন। আবার অনেকে কষ্ট হলেও গাড়িতে বসে আছেন। অন্যদিকে অনেক মানুষকে গাড়ির জন্য বিভিন্ন মোড়ে অপেক্ষা করতে দেখা গেছে।
বাড্ডা যাওয়ার জন্য পল্টন মোড়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আমিন জানান, অনেকক্ষণ পর বাস পেলেও কাকরাইলে এসে গাড়ি যেন চলছেই না। কিছু সময় চললেও আবারও স্টার্ট বন্ধ করে দিয়ে বসে থাকে চালক। দূরের পথ না হলে হেঁটেই যেতাম।
বিজয়নগর মোড়ে অনেক মানুষকে গাড়ির জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে। অনেক সময় পর যানজট এড়িয়ে কোনো গাড়ি এলে সেটিতে হুমড়ি খেয়ে উঠছেন যাত্রীরা। মৌচাক, মালিবাগ ও মগবাজার এলাকায় যানজটের এমন চিত্র দেখা গেলেও ভিন্ন দৃশ্য দেখা গেছে মিরপুর, বনানী, মহাখালী ও পল্লবী এলাকায়। এসব এলাকার অধিকাংশ সড়ক ফাঁকা। বাধাহীনভাবে গাড়ি ছুটে চললেও গণপরিবহনের তীব্র সঙ্কট আছে। গাড়ি কম হওয়ায় বাস স্টপেজগুলোতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মাঝেমধ্যে দু-একটি বাস এলেও সেগুলো যাত্রীতে ঠাসা। এর মধ্যে দুএকজন নেমে গেলে মানুষ হুমড়ি খেয়ে ওঠার চেষ্টা করছেন। কারও বাসে ঠাঁই হলেও অনেককে পরবর্তী বাসের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে। এছাড়াও গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট ও ফার্মগেট এলাকায় যানজট আছে।
মহাখালী টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করছিলেন রাশেদ। আধা ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাননি। মাঝেমধ্যে দুএকটা বাস এলেও তার দরজা বন্ধ। কোনো বাসের দরজা খোলা থাকলেও মানুষের ভিড়ে তাতে ওঠার মতো পরিস্থিতি নেই। তিনি বলেন, প্রায় আধা ঘণ্টা ধরে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। কোনো গাড়ি পাচ্ছি না। অসংখ্য যাত্রী দাঁড়িয়ে আছে। যে কয়টা গাড়ি আসছে সেগুলোতে হয় দরজা বন্ধ, নয়তো ওঠার মতো অবস্থা নেই। আর রিকশা ও সিএনজি অটোরিকশা ভাড়া ধরাছোঁয়ার বাইরে।
ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমতিয়াজ বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে মতিঝিল ও পল্টন এলাকায় যান চলাচল ধীরগতিতে চলছে। ফলে জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে যাচ্ছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি