নির্বাচনের আগে দুই স্তরে পদোন্নতি দেওয়া হচ্ছে
১৯ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
গত ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রয়োজনীয় সংখ্যক পদ না থাকলেও প্রশাসনে তিনস্তরে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদোন্নতি দেওয়া হয়েছিল। ঠিক সেই ভাবে বর্তমান সরকারের মেয়াদ শেষের দিকে এবং জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা আগে প্রশাসনের দুইস্তরে (অতিরিক্ত সচিব ও উপসচিব) কর্মকর্তারা পদোন্নতি দেয়া হচ্ছে।
সংবিধান অনুযায়ি আগামি নভেম্বরের মাঝামাঝিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। তাপরপর ইসির পরামর্শ ছাড়া প্রশাসনে পদোন্নতি, পদায়নসহ অন্যান্য কার্যক্রম পরিচালনায় ইসির পরামর্শ অবশ্যক। সেই প্রেক্ষিতে বর্তমান সরকারের মেয়াদ শেষে আবারও প্রশাসনে দুইস্তরে (অতিরিক্ত সচিব ও উপসচিব) পদোন্নতি দিতে চাইছে। এজন্য পদোন্নতির জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি)’র বৈঠক অব্যাহত রয়েছে। চলতি বছর ১২ মে নিয়মিত ১৭ ব্যাচসহ বঞ্চিতদের যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত সচিব ও সম্প্রতি উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সকল প্রক্রিয়া প্রায় শেষ করেছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে আরেক দফা বসছে সুপরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)’র বৈঠক। সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব। এবার অতিরিক্ত সচিব পদে নিয়মিত ১৮ ব্যাচ ও উপসচিব পদে ২৯ ব্যাচেসহ বঞ্চিতদেরও বিবেচনায় আনা হচ্ছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এতথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২০১৮ সালে ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রয়োজনীয় সংখ্যক পদ না থাকলেও প্রশাসনে তিনস্তরে (উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব) পদোন্নতি দেওয়া হয়েছিল। বর্তমানে এসকল কর্মকর্তাদের মধ্যে অধিকাংশই সচিব, অতিরিক্ত সচিব ও ডিসির দায়িত্ব পালন করছেন। এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই স্তরে (অতিরিক্ত সচিব ও উপসচিব) পদে পদোন্নতি দিতে চাইছে। এবার উপসচিব পদে বিবেচনায় বিসিএস ২৯ ব্যাচের যোগ্য কর্মকর্তা রয়েছেন ১৯৯ জন। পাশপাশি অন্যান্য ক্যাডার থেকে কর্মকর্তারাও পদোন্নতির জন্য ২৪১ জন আবেদন করেছেন। এছাড়াও পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা রয়েছেন ৫৪ জন। সব মিলিয়ে ৫৯৪ জন কর্মকর্তা উপসচিব পদের জন্য যোগ্য রয়েছেন। ইতিমধ্যে এসএসবির একাধিক সভায় পদোন্নতি যোগ্যদের কর্মজীবন, পারিবারিকসহ অন্যান্য তথ্য পর্যালোচনা করা হচ্ছে। আজকের সভায় উপসচিব পদোন্নতির চুড়ান্ত করা হবে। এরপর অতিরিক্ত সচিব পদোন্নতির বিষয়টিও পর্যালোচনা করে চুড়ান্ত দিনও ধার্য করা হবে।
গত ১২ মে নিয়মিত ১৭ ব্যাচসহ বঞ্চিত ১১৪ জন যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হয়। এরপর ৪ সেপ্টেম্বর প্রশাসনে নিয়মিত ২২ ব্যাচসহ বঞ্চিত উপসচিব পদমর্যাদার ২২১ কর্মকর্তা যুগ্মসচিব পদে পদোন্নতি পান। এরপর পদোন্নতি যোগ্য কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে অতিরিক্ত সচিব ও উপসচিব পদে পদোন্নি দের বিবেচনায় আনে সরকার। শুরু হয় এসএসবির অব্যাহত সভা। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই পদোন্নতি সংক্রান্ত আদেশ জারি হতে পারে। আবার পদোন্নতি হলে বিভিন্ন স্তরের পদের চেয়ে আরো বেশি সংখ্যক কর্মকর্তা বৃদ্ধি পাবে। সরকারের সকল মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে অতিরিক্ত সচিবের অনুমোদিত পদ রয়েছে ১৪০টি। এই পদে কর্মরত আছেন ৩৮৭ জন কর্মকর্তা। যুগ্ম সচিবের অনুমোদিত পদ ৩৩২টি। কর্মরত আছেন ৯৩৯ জন। ৪৩০টি সুপারনিউমারারি পদসহ উপসচিবের অনুমোদিত পদ এক হাজার ৪২৮টি, কর্মরত আছেন এক হাজার ৪৭৭ জন। এবারের অতিরিক্ত সচিব পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ১৮ ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় আনা হচ্ছে। পদোন্নতি যোগ্য নিয়মিত মাত্র ১৪২জন কর্মকর্তা রয়েছেন। বঞ্চিতসহ মোট ২৫৪ কর্মকর্তা পদোন্নতি বিবেচনায় আনা হয়েছে। যদিও অতিরিক্ত সচিব বা উপসচিবের পদ শূণ্য নেই, তারপরও নির্বাচনের আগে সরকার দুই স্তরে পদোন্নতি সম্পন্ন করতে সকল কার্যক্রম শুরু করেছে। বর্তমানে প্রশাসনে সিনিয়র সচিব/সচিবের ৬৯টি পদে কর্মরত রয়েছেন ৮৩ জন। অতিরিক্ত সচিবের ১৪০টি পদে রয়েছেন ৩৮৭ জন। যুগ্মসচিবের পদ ৩৩২টি, আছেন ৯৩৯ জন। ৪৩০টি সুপারনিউমারারি পদসহ উপসচিবের অনুমোদিত পদ এক হাজার ৪২৮টি, কর্মরত আছেন এক হাজার ৪৭৭ জন। সিনিয়র সহকারী সচিব পদে দুই হাজার ১৪৪ জন কর্মরত থাকলেও অনুমোদিত পদের সংখ্যা দুই হাজার ৯৭৫। আর সহকারী সচিব পদে কর্মরত রয়েছেন এক হাজার ১৪৯ জন, যেখানে পদের সংখ্যা এক হাজার ৩৯৩।
এদিকে নিয়ম অনুযায়ি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতি যোগ্যদের সকল তথ্য উপাত্য সংগ্রহ করা হয়েছে। উপসচিব পদের ক্ষেত্রে (বিশেষ করে বিসিএস ২৯তম ব্যাচের যেসব কর্মকর্তা সিনিয়র স্কেল পদে ন্যূনতম পাঁচ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে অন্যূন ১০ বছর চাকরি পূর্ণ করেছেন, তাদের মধ্যে জ্যেষ্ঠতার ক্রমানুসারে ১০ জনের তালিকা সংযুক্ত ছকে পাঠাতে বলা হয়। ইতিমধ্যে সকল কর্মকর্তার তথ্য উপাত্য এসএসবির কাছে সংরক্ষণ রয়েছে। এখন তাদের আমলনামা চুলচেরা বিশ্লেষণ করে পদোন্নতির বিচেনায় আনা হবে। তবে চলতি মাসেই অতিরিক্ত সচিব ও উপসচিব পদে পদোন্নতির কাজ শেষ করবে এসএসবি। এরপর সারসংক্ষেপ প্রস্তুত করে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন ইনকিলাবকে বলেন, যারা পদোন্নতির যোগ্য হয়েছেন, তাদেরকে পদোন্নতির জন্যবিচেনায় আনা হচ্ছে। এটা রুটিন ওয়ার্ক। তাছাড়া পদোন্নতির জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি শক্তিশালী সুপিরিয়র সিলেকশন বোর্ড রয়েছে। এই বোর্ডই যোগ্যদের সম্পর্কে বিচার বিশ্লেষণ করে পদোন্নতির জন্য বিচেনায় আনে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের